ETV Bharat / state

VHP Trashes Abhishek Claim: রামনবমীর মিছিলে বন্দুক ! অভিষেকের পোস্ট করা ভিডিয়োকে মিথ্যে দাবি করে তদন্তের দাবি ভিএইচপি-র - firearm in Ramnavami procession

রামনবমীর মিছিলে যুবকের হাতে বন্দুক দেখা গিয়েছে ! এমনই দাবি করে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই ভিডিয়ো মিথ্যে বলে দাবি করে পালটা একটি ভিডিয়ো পোস্ট করল বিশ্ব হিন্দু পরিষদ ৷

VHP Targets Abhishek ETV Bharat
রামনবমীর মিছিলে বন্দুক
author img

By

Published : Apr 3, 2023, 5:19 PM IST

Updated : Apr 3, 2023, 5:36 PM IST

কলকাতা, 3 এপ্রিল: রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে বন্দুক কেন ? অশান্তি ছড়িয়ে পড়ার পর থেকেই এই প্রশ্ন তুলে তোপ দাগছে শাসক দল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই তত্ত্বে শান দিয়ে একটি ভিডিয়ো টুইট করেছিলেন ৷ যেখানে এক যুবকের হাতে বন্দুক দেখা গিয়েছিল ৷ সেই ভিডিয়োকেই এ বার মিথ্যে বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তারা পালটা একটি ভিডিয়ো টুইট করে দাবি করেছে যে, অভিষেকের টুইট করা ভিডিয়োটি আদৌ রামনবমীর মিছিলের নয় ৷

বিশ্ব হিন্দু পরিষদের পোস্ট করা সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বঙ্গ বিজেপি ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "হাওড়ার রামনবমী শোভাযাত্রার আয়োজক ভিএইচপি ফুটেজ প্রকাশ করেছে এবং তাদের অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিয়ো তাদের যাত্রার নয় । তিনি (অভিষেক) হিন্দুদের অপমান করছেন এবং ধর্মীয় ভিত্তিতে মানুষকে বিভক্ত করার জন্য তদন্ত হওয়া উচিত । এটি একটি ফৌজদারি অপরাধ ।"

  • VHP, the organisers of the Ramnavami Shobha Yatra in Howrah, release footage and allege that the video posted by TMC MP Abhishek Banerjee is not from their Yatra. He is maligning Hindus and should be investigated for dividing people on religious lines. It is a criminal offence. https://t.co/sNfWxZF9oE pic.twitter.com/v8YCNzi7QU

    — BJP Bengal (@BJP4Bengal) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত শুক্রবার ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দেখা যায় একটি মিছিলে অংশগ্রহণকারী যুবকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র ৷ সেই ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক ৷ তিনি লেখেন, "বিজেপি'র দাঙ্গাবাজি ফর্মুলাকে ফের কাজে লাগানো হয়েছে ৷ বিভিন্ন সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে উসকে দেওয়া, হিংসা ছড়াতে অস্ত্র সরবরাহ করা, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা ও এর রাজনৈতিক লাভ তোলা ৷ এটাই বিজেপি'র পুরনো অপবিত্র নীল নকশা ৷" সামাজিক মাধ্যমে অভিষেকের পোস্ট করা এই ভিডিয়োর সত্যতা কতটা সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি ৷

সোমবার ভিএইচপি সেই ভিডিয়োকে মিথ্যে বলে দাবি করে জানিয়েছে যে, ভিডিয়োতে দেখানো মিছিল আদৌ রামনবমীর নয় ৷ বন্দুকধারীর ভিডিয়োয় লেখা হয়েছে, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই ভিডিয়ো ভিএইচপি আয়োজিত রামনবমী যাত্রার আসল ভিডিয়ো নয় ৷" ফ্রেমের আর একপাশে একটি ভিডিয়ো রয়েছে ৷ সেখানে লেখা রয়েছে, "30 মার্চ ড্রোন ও ভিডিয়ো ক্যামেরাবন্দি ভিএইচপি-র যাত্রার আসল ফুটেজ এটি ৷ আপনারা স্পষ্টভাবে এই ফুটেজে আমাদের গাড়ি দেখতে পাবেন ৷"

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

কলকাতা, 3 এপ্রিল: রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে বন্দুক কেন ? অশান্তি ছড়িয়ে পড়ার পর থেকেই এই প্রশ্ন তুলে তোপ দাগছে শাসক দল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই তত্ত্বে শান দিয়ে একটি ভিডিয়ো টুইট করেছিলেন ৷ যেখানে এক যুবকের হাতে বন্দুক দেখা গিয়েছিল ৷ সেই ভিডিয়োকেই এ বার মিথ্যে বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তারা পালটা একটি ভিডিয়ো টুইট করে দাবি করেছে যে, অভিষেকের টুইট করা ভিডিয়োটি আদৌ রামনবমীর মিছিলের নয় ৷

বিশ্ব হিন্দু পরিষদের পোস্ট করা সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বঙ্গ বিজেপি ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "হাওড়ার রামনবমী শোভাযাত্রার আয়োজক ভিএইচপি ফুটেজ প্রকাশ করেছে এবং তাদের অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিয়ো তাদের যাত্রার নয় । তিনি (অভিষেক) হিন্দুদের অপমান করছেন এবং ধর্মীয় ভিত্তিতে মানুষকে বিভক্ত করার জন্য তদন্ত হওয়া উচিত । এটি একটি ফৌজদারি অপরাধ ।"

  • VHP, the organisers of the Ramnavami Shobha Yatra in Howrah, release footage and allege that the video posted by TMC MP Abhishek Banerjee is not from their Yatra. He is maligning Hindus and should be investigated for dividing people on religious lines. It is a criminal offence. https://t.co/sNfWxZF9oE pic.twitter.com/v8YCNzi7QU

    — BJP Bengal (@BJP4Bengal) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত শুক্রবার ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দেখা যায় একটি মিছিলে অংশগ্রহণকারী যুবকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র ৷ সেই ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক ৷ তিনি লেখেন, "বিজেপি'র দাঙ্গাবাজি ফর্মুলাকে ফের কাজে লাগানো হয়েছে ৷ বিভিন্ন সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে উসকে দেওয়া, হিংসা ছড়াতে অস্ত্র সরবরাহ করা, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা ও এর রাজনৈতিক লাভ তোলা ৷ এটাই বিজেপি'র পুরনো অপবিত্র নীল নকশা ৷" সামাজিক মাধ্যমে অভিষেকের পোস্ট করা এই ভিডিয়োর সত্যতা কতটা সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি ৷

সোমবার ভিএইচপি সেই ভিডিয়োকে মিথ্যে বলে দাবি করে জানিয়েছে যে, ভিডিয়োতে দেখানো মিছিল আদৌ রামনবমীর নয় ৷ বন্দুকধারীর ভিডিয়োয় লেখা হয়েছে, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই ভিডিয়ো ভিএইচপি আয়োজিত রামনবমী যাত্রার আসল ভিডিয়ো নয় ৷" ফ্রেমের আর একপাশে একটি ভিডিয়ো রয়েছে ৷ সেখানে লেখা রয়েছে, "30 মার্চ ড্রোন ও ভিডিয়ো ক্যামেরাবন্দি ভিএইচপি-র যাত্রার আসল ফুটেজ এটি ৷ আপনারা স্পষ্টভাবে এই ফুটেজে আমাদের গাড়ি দেখতে পাবেন ৷"

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

Last Updated : Apr 3, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.