ETV Bharat / state

এজেন্সির চাপের কারণে ব্যবসা চালাতে পারেননি ভি জি সিদ্ধার্থ : মমতা

আজই নিখোঁজ হওয়া CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয় ম্যাঙ্গালোরে নেত্রবতী নদী থেকে ।

মমতা
author img

By

Published : Jul 31, 2019, 6:25 PM IST

কলকাতা, ৩১ জুলাই : ক্যাফে কফি ডে (CCD)-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থের মৃত্যু নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজই নিখোঁজ হওয়া CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয় ম্যাঙ্গালোরে নেত্রবতী নদী থেকে । ব্যবসায় ব্যর্থতার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের ।

সিদ্ধার্থের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি । এবার একই ইশুতে আক্রমণ শানালেন মমতা । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "ভি জি সিদ্ধার্থের ঘটনাটি শুনে আমি গভীরভাবে হতবাক হয়েছি । এটি সত্যিই অত্যন্ত দুঃখের ও অত্যন্ত দুর্ভাগ্যের । তিনি যা প্রকাশ করেছেন তা থেকে এটা বোঝা যায় যে বিভিন্ন এজেন্সির দ্বারা হয়রানি ও চাপের কারণে হতাশার শিকার হয়েছিলেন, যার জন্য তিনি শান্তিপূর্ণভাবে ব্যবসা চালাতে পারেননি ।"

মমতা লেখেন, "আমি বিভিন্ন সোর্স থেকে শুনেছি যে দেশের শিল্পপতিরা চাপের মধ্যে আছেন । তাঁদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন এবং কেউ কেউ চলে যাওয়ার চিন্তাভাবনা করছেন । সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি হর্স ট্রেডিং ও হয়রানির ভয়ে রয়েছে ।" মমতার দাবি, "একদিকে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৫.৮% হয়ে দাঁড়িয়েছে, যা গত ৫ বছরে সর্বনিম্ন । এবং বেকারত্ব গত ৪৫ বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে । অন্যদিকে, কেন্দ্রীয় সরকার BSNL, এয়ার ইন্ডিয়া থেকে রেল, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালোয় স্টিল প্ল্যান্টসহ আরও প্রায় 45টি সরকারি সংস্থাকে বেসরকারিকরণে উদ্যোগ নিচ্ছে । সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় সামগ্রিক অর্থনীতির অবস্থা খারাপ ।"

মুখ্যমন্ত্রী বলেন, "শিল্প, কৃষি এবং কর্মসংস্থান আমাদের দেশের ভবিষ্যৎ । এটা সঠিক না হলে অর্থনৈতিক ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না । ফলস্বরূপ, আরও বেশি লোক বেকার হয়ে উঠবে । সরকারের কাছে আমার আবেদন শান্তিপূর্ণ উপায়ে কাজ করতে হবে যাতে জনগণ আত্মবিশ্বাসী হয় । এটাও দেখতে হবে যাতে রাজনৈতিক প্রতিহিংসা এবং এজেন্সিগুলি দেশের ভবিষ্যৎ ধ্বংস না করে ।"

কলকাতা, ৩১ জুলাই : ক্যাফে কফি ডে (CCD)-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থের মৃত্যু নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজই নিখোঁজ হওয়া CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয় ম্যাঙ্গালোরে নেত্রবতী নদী থেকে । ব্যবসায় ব্যর্থতার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের ।

সিদ্ধার্থের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি । এবার একই ইশুতে আক্রমণ শানালেন মমতা । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "ভি জি সিদ্ধার্থের ঘটনাটি শুনে আমি গভীরভাবে হতবাক হয়েছি । এটি সত্যিই অত্যন্ত দুঃখের ও অত্যন্ত দুর্ভাগ্যের । তিনি যা প্রকাশ করেছেন তা থেকে এটা বোঝা যায় যে বিভিন্ন এজেন্সির দ্বারা হয়রানি ও চাপের কারণে হতাশার শিকার হয়েছিলেন, যার জন্য তিনি শান্তিপূর্ণভাবে ব্যবসা চালাতে পারেননি ।"

মমতা লেখেন, "আমি বিভিন্ন সোর্স থেকে শুনেছি যে দেশের শিল্পপতিরা চাপের মধ্যে আছেন । তাঁদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন এবং কেউ কেউ চলে যাওয়ার চিন্তাভাবনা করছেন । সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি হর্স ট্রেডিং ও হয়রানির ভয়ে রয়েছে ।" মমতার দাবি, "একদিকে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৫.৮% হয়ে দাঁড়িয়েছে, যা গত ৫ বছরে সর্বনিম্ন । এবং বেকারত্ব গত ৪৫ বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে । অন্যদিকে, কেন্দ্রীয় সরকার BSNL, এয়ার ইন্ডিয়া থেকে রেল, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালোয় স্টিল প্ল্যান্টসহ আরও প্রায় 45টি সরকারি সংস্থাকে বেসরকারিকরণে উদ্যোগ নিচ্ছে । সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় সামগ্রিক অর্থনীতির অবস্থা খারাপ ।"

মুখ্যমন্ত্রী বলেন, "শিল্প, কৃষি এবং কর্মসংস্থান আমাদের দেশের ভবিষ্যৎ । এটা সঠিক না হলে অর্থনৈতিক ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না । ফলস্বরূপ, আরও বেশি লোক বেকার হয়ে উঠবে । সরকারের কাছে আমার আবেদন শান্তিপূর্ণ উপায়ে কাজ করতে হবে যাতে জনগণ আত্মবিশ্বাসী হয় । এটাও দেখতে হবে যাতে রাজনৈতিক প্রতিহিংসা এবং এজেন্সিগুলি দেশের ভবিষ্যৎ ধ্বংস না করে ।"

Indore (MP), June 23 (ANI): While speaking to mediapersons on Sunday, Bharatiya Janata Party (BJP) general secretary Kailash Vijayvargiya on Mamata Banerjee government celebrating Dr Shyama Prasad Mukherjee death anniversary in WB said, "Observing the death anniversary and following his thinking are 2 different things. Mamata ji is observing his death anniversary, I thank her. But she should also follow his thinking so that violence, especially political violence, ends in WB. The manner, in which she is getting BJP workers killed for vendetta, is not in line with Dr Shyama Prasad Mukherjee's thinking. His politics was one which unites the nation. Mamata ji's politics is one which divides the nation."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.