কলকাতা, ৩১ জুলাই : ক্যাফে কফি ডে (CCD)-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থের মৃত্যু নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজই নিখোঁজ হওয়া CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয় ম্যাঙ্গালোরে নেত্রবতী নদী থেকে । ব্যবসায় ব্যর্থতার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের ।
সিদ্ধার্থের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি । এবার একই ইশুতে আক্রমণ শানালেন মমতা । সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "ভি জি সিদ্ধার্থের ঘটনাটি শুনে আমি গভীরভাবে হতবাক হয়েছি । এটি সত্যিই অত্যন্ত দুঃখের ও অত্যন্ত দুর্ভাগ্যের । তিনি যা প্রকাশ করেছেন তা থেকে এটা বোঝা যায় যে বিভিন্ন এজেন্সির দ্বারা হয়রানি ও চাপের কারণে হতাশার শিকার হয়েছিলেন, যার জন্য তিনি শান্তিপূর্ণভাবে ব্যবসা চালাতে পারেননি ।"
মমতা লেখেন, "আমি বিভিন্ন সোর্স থেকে শুনেছি যে দেশের শিল্পপতিরা চাপের মধ্যে আছেন । তাঁদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন এবং কেউ কেউ চলে যাওয়ার চিন্তাভাবনা করছেন । সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি হর্স ট্রেডিং ও হয়রানির ভয়ে রয়েছে ।" মমতার দাবি, "একদিকে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৫.৮% হয়ে দাঁড়িয়েছে, যা গত ৫ বছরে সর্বনিম্ন । এবং বেকারত্ব গত ৪৫ বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে । অন্যদিকে, কেন্দ্রীয় সরকার BSNL, এয়ার ইন্ডিয়া থেকে রেল, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালোয় স্টিল প্ল্যান্টসহ আরও প্রায় 45টি সরকারি সংস্থাকে বেসরকারিকরণে উদ্যোগ নিচ্ছে । সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় সামগ্রিক অর্থনীতির অবস্থা খারাপ ।"
মুখ্যমন্ত্রী বলেন, "শিল্প, কৃষি এবং কর্মসংস্থান আমাদের দেশের ভবিষ্যৎ । এটা সঠিক না হলে অর্থনৈতিক ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না । ফলস্বরূপ, আরও বেশি লোক বেকার হয়ে উঠবে । সরকারের কাছে আমার আবেদন শান্তিপূর্ণ উপায়ে কাজ করতে হবে যাতে জনগণ আত্মবিশ্বাসী হয় । এটাও দেখতে হবে যাতে রাজনৈতিক প্রতিহিংসা এবং এজেন্সিগুলি দেশের ভবিষ্যৎ ধ্বংস না করে ।"