ETV Bharat / state

Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ - 18 জানুয়ারি 2021 প্রয়াত নারায়ণ দেবনাথ

আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাঁদা ভোঁদা, নন্টে ফন্টের স্রষ্টা, কিংবদন্তি শিল্পী, সাহিত্যিক নারায়ণ দেবনাথ (Narayan Debnath passes away in Kolkata) ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের শিল্পী মহলে ৷ টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ৷

Narayan Debnath
প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ
author img

By

Published : Jan 18, 2022, 11:01 AM IST

Updated : Jan 18, 2022, 4:28 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : প্রয়াত প্রবীণ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ (Veteran Comics Artist Narayan Debnath passes away in Kolkata) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ মঙ্গলবার সকাল 10টা 15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'বাঁটুল দি গ্রেট'-এর স্রষ্টা ৷ 25 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখান তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন ।

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত 24 ডিসেম্বর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন শিল্পী । গতকাল সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল । আজ সকালে আচমকা তাঁর অবনতি হতে শুরু করে । হাসপাতাল সূত্রে খবর, তিনি ভেন্টিলেশনে ছিলেন । তাঁর রক্তচাপ ওঠা-নামা করছিল । পাশাপাশি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল । চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না প্রবীণ শিল্পী । বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও ইদানীং তাঁর শরীরে সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা গিয়েছিল, খবর হাসপাতাল সূত্রে ৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই লেখক, কার্টুনিস্ট, কমিক শিল্পী ৷ পরিবারে রেখে গেলেন এক কন্যা, পুত্র এবং নাতি, নাতনিদের ৷

আরও পড়ুন : Padma Shri Narayan Debnath : হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ

1925 সালের 25 নভেম্বর ব্রিটিশ শাসিত ভারতের হাওড়ায় জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন ৷ যদিও তা শেষ করতে পারেননি তিনি ৷ পরে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কাজ শুরু করেন ৷

তাঁর রেখা, লেখা বদলে দিয়েছিল শৈশব ৷ হাঁদা ভোঁদা (Handa Bhonda) শুরু হয়েছিল 1962 সাল থেকে ৷ যার বয়স পেরিয়েছে 50, এবার থামল হাঁদার জব্দ হওয়া ৷ এছাড়া নন্টে ফন্টে (Nonte Phonte) 1969-এ প্রথম কিশোর ভারতীতে প্রকাশিত হয় ৷ নন্টে, ফন্টে আর কেল্টুদা, বাঁটুল দি গ্রেট আজ একুশ শতকেও সমান জনপ্রিয় ৷

Comics artist Narayan Debnath
চলে গেলেন নারায়ণ দেবনাথ

2021-এ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার ৷ 13 জানুয়ারি বিকেলে তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারায়ণ দেবনাথের হাতে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় । 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে । শিশু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন : বাঁটুল নিশ্চয়ই কোরোনাকে শায়েস্তা করত ! কিন্তু ...

কিংবদন্তি কার্টুনিস্টের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে।

  • শ্রী নারায়ণ দেবনাথ জী তাঁর কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকান্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

    — Narendra Modi (@narendramodi) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, "কিংবদন্তি সাহিত্যিক, শিল্পী, কার্টুনিস্ট এবং ছোটদের বেশ কয়েকটি জনপ্রিয় ও অমর চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই ৷ আমি গভীর শোকাহত ৷ তিনি বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে সৃষ্টি করেছিলেন, যারা আমাদের হৃদয়ে দশকের পর দশক ধরে থেকে যাবে ৷"

  • Extremely sad that the noted litterateur, illustrator, cartoonist, and creator of some immortal characters for children's world, Narayan Debnath is no more. He had created Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte, figures that have been etched in our hearts for decades.

    — Mamata Banerjee (@MamataOfficial) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোক প্রকাশ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, "বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে-র মতো অমর চরিত্রগুলির স্রষ্টা কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ চলে গেলেন ৷ তাঁর সৃষ্টি শুধু বাচ্চা নয়, এমনকি বড়রাও উপভোগ করেন ৷ তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই ৷ ওম শান্তি ৷"

  • Legendary cartoonist Narayan Debnath; creator of immortal fictional characters like 'Batul the Great', 'Handa Bhonda' & 'Nante Fante' has passed away.
    His legacy will always be cherished by children and grown ups alike.
    Condolences to family and countless admirers. Om Shanti 🙏🏻

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 18 জানুয়ারি : প্রয়াত প্রবীণ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ (Veteran Comics Artist Narayan Debnath passes away in Kolkata) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ মঙ্গলবার সকাল 10টা 15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'বাঁটুল দি গ্রেট'-এর স্রষ্টা ৷ 25 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখান তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন ।

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত 24 ডিসেম্বর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন শিল্পী । গতকাল সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল । আজ সকালে আচমকা তাঁর অবনতি হতে শুরু করে । হাসপাতাল সূত্রে খবর, তিনি ভেন্টিলেশনে ছিলেন । তাঁর রক্তচাপ ওঠা-নামা করছিল । পাশাপাশি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল । চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না প্রবীণ শিল্পী । বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও ইদানীং তাঁর শরীরে সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা গিয়েছিল, খবর হাসপাতাল সূত্রে ৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই লেখক, কার্টুনিস্ট, কমিক শিল্পী ৷ পরিবারে রেখে গেলেন এক কন্যা, পুত্র এবং নাতি, নাতনিদের ৷

আরও পড়ুন : Padma Shri Narayan Debnath : হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ

1925 সালের 25 নভেম্বর ব্রিটিশ শাসিত ভারতের হাওড়ায় জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন ৷ যদিও তা শেষ করতে পারেননি তিনি ৷ পরে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কাজ শুরু করেন ৷

তাঁর রেখা, লেখা বদলে দিয়েছিল শৈশব ৷ হাঁদা ভোঁদা (Handa Bhonda) শুরু হয়েছিল 1962 সাল থেকে ৷ যার বয়স পেরিয়েছে 50, এবার থামল হাঁদার জব্দ হওয়া ৷ এছাড়া নন্টে ফন্টে (Nonte Phonte) 1969-এ প্রথম কিশোর ভারতীতে প্রকাশিত হয় ৷ নন্টে, ফন্টে আর কেল্টুদা, বাঁটুল দি গ্রেট আজ একুশ শতকেও সমান জনপ্রিয় ৷

Comics artist Narayan Debnath
চলে গেলেন নারায়ণ দেবনাথ

2021-এ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার ৷ 13 জানুয়ারি বিকেলে তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারায়ণ দেবনাথের হাতে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় । 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে । শিশু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন : বাঁটুল নিশ্চয়ই কোরোনাকে শায়েস্তা করত ! কিন্তু ...

কিংবদন্তি কার্টুনিস্টের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে।

  • শ্রী নারায়ণ দেবনাথ জী তাঁর কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকান্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

    — Narendra Modi (@narendramodi) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, "কিংবদন্তি সাহিত্যিক, শিল্পী, কার্টুনিস্ট এবং ছোটদের বেশ কয়েকটি জনপ্রিয় ও অমর চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই ৷ আমি গভীর শোকাহত ৷ তিনি বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে সৃষ্টি করেছিলেন, যারা আমাদের হৃদয়ে দশকের পর দশক ধরে থেকে যাবে ৷"

  • Extremely sad that the noted litterateur, illustrator, cartoonist, and creator of some immortal characters for children's world, Narayan Debnath is no more. He had created Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte, figures that have been etched in our hearts for decades.

    — Mamata Banerjee (@MamataOfficial) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোক প্রকাশ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, "বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে-র মতো অমর চরিত্রগুলির স্রষ্টা কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ চলে গেলেন ৷ তাঁর সৃষ্টি শুধু বাচ্চা নয়, এমনকি বড়রাও উপভোগ করেন ৷ তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই ৷ ওম শান্তি ৷"

  • Legendary cartoonist Narayan Debnath; creator of immortal fictional characters like 'Batul the Great', 'Handa Bhonda' & 'Nante Fante' has passed away.
    His legacy will always be cherished by children and grown ups alike.
    Condolences to family and countless admirers. Om Shanti 🙏🏻

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jan 18, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.