ETV Bharat / state

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর । বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি । কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ।

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব
কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব
author img

By

Published : Apr 28, 2021, 12:32 PM IST

Updated : Apr 28, 2021, 1:44 PM IST

কলকাতা , 28 এপ্রিল : কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব । বয়স হয়েছিল 70 বছর । বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি । কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । মঙ্গলবার তাঁকে রক্তও দেওয়া হয় । তবে, শেষরক্ষা হল না । বুধবার রাত আড়াইটা নাগাদ প্রয়াত হন তিনি ।


সাহিত্যিক অনীশ দেব 1951 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন । তাঁর লেখা জনপ্রিয় গ্রন্থগুলির মধ্যে অন্যতম বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত । 2019 সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য মহল ।

অনীশ দেব কল্পবিজ্ঞান সম্পর্কিত লেখার জন্য বিখ্যাত ছিলেন ৷ সাহিত্যে বিভিন্ন পদক অর্জন করেছিলেন , যার মধ্যে 'বিদ্যাসাগর পুরস্কার' অন্যতম ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্সে বি.টেক, এম.টেক করার পর 1990-এ পিএইচডি করেন তিনি ৷ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওই একই বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন 1998 সালে ৷

1968 সাল থেকে তাঁর লেখনী শুরু করেন ৷ তাঁর লেখার মধ্যে উল্লেখযোগ্য হল ঘাসের শিষ নেই , সাপের চোখ , তীরবিদ্ধ ও জীবন যখন ফুরিয়ে যায় ৷

কলকাতা , 28 এপ্রিল : কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব । বয়স হয়েছিল 70 বছর । বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি । কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । মঙ্গলবার তাঁকে রক্তও দেওয়া হয় । তবে, শেষরক্ষা হল না । বুধবার রাত আড়াইটা নাগাদ প্রয়াত হন তিনি ।


সাহিত্যিক অনীশ দেব 1951 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন । তাঁর লেখা জনপ্রিয় গ্রন্থগুলির মধ্যে অন্যতম বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত । 2019 সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য মহল ।

অনীশ দেব কল্পবিজ্ঞান সম্পর্কিত লেখার জন্য বিখ্যাত ছিলেন ৷ সাহিত্যে বিভিন্ন পদক অর্জন করেছিলেন , যার মধ্যে 'বিদ্যাসাগর পুরস্কার' অন্যতম ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্সে বি.টেক, এম.টেক করার পর 1990-এ পিএইচডি করেন তিনি ৷ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওই একই বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন 1998 সালে ৷

1968 সাল থেকে তাঁর লেখনী শুরু করেন ৷ তাঁর লেখার মধ্যে উল্লেখযোগ্য হল ঘাসের শিষ নেই , সাপের চোখ , তীরবিদ্ধ ও জীবন যখন ফুরিয়ে যায় ৷

Last Updated : Apr 28, 2021, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.