ETV Bharat / state

West Bengal Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভরা বর্ষাতেও ঘাটতি বাড়ছে বঙ্গে - পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

বর্ষাতেও সেভাবে বৃষ্টির দেখা নেই বঙ্গে ৷ তার জেরেই দেখা দিয়েছে বৃষ্টি ঘাটতি ৷ বৃষ্টির অভাবে চাষও হচ্ছে না সেভাবে ৷ সকলেই আকাশের দিকে তাকিয়ে ৷

Etv Bharat
বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Jul 24, 2023, 6:46 AM IST

কলকাতা, 24 জুলাই: ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ উঁকি দিলেও বঙ্গে প্রত্যাশিত বৃষ্টি নেই । বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাংলায় । এই অবস্থার উন্নতির আপাতত কোনও ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে নেই । উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি গত কয়েকদিন ধরেই হয়ে চলেছে । আজ সোমবার থেকে সেই হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরও কমবে । উত্তরবঙ্গেও একই অবস্থা । আগামী দু'দিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে । মানে সামগ্রিকভাবে বৃষ্টি আরও কমবে রাজ্যে ।

অথচ ঘূর্ণাবর্ত রয়েছে বিদর্ভ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় । মৌসুমী অক্ষরেখা জয়সলমের,রাতলাম. বেতুল. চন্দ্রপুর এবং গোপালপুরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত । সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে । দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে নিম্নচাপ অবস্থান করছে । কিন্তু নিম্নচাপ বাংলার অভিমুখী নয় । ফলে আর্দ্রতা বেশি হয়ে যাওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে ।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনের প্রথমভাগে অস্বস্তি হবে । আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে । জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং-সহ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী দু'দিন ।

আরও পড়ুন : শ্রাবণের প্রথম সোমবারে শিবলিঙ্গে কোন সময়ে জল নিবেদন করবেন, জেনে নিন সময়সূচি

জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে । তবে এর জন্য তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । কলকাতাতেও আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে । বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 24 জুলাই: ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ উঁকি দিলেও বঙ্গে প্রত্যাশিত বৃষ্টি নেই । বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাংলায় । এই অবস্থার উন্নতির আপাতত কোনও ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে নেই । উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি গত কয়েকদিন ধরেই হয়ে চলেছে । আজ সোমবার থেকে সেই হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরও কমবে । উত্তরবঙ্গেও একই অবস্থা । আগামী দু'দিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে । মানে সামগ্রিকভাবে বৃষ্টি আরও কমবে রাজ্যে ।

অথচ ঘূর্ণাবর্ত রয়েছে বিদর্ভ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় । মৌসুমী অক্ষরেখা জয়সলমের,রাতলাম. বেতুল. চন্দ্রপুর এবং গোপালপুরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত । সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে । দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে নিম্নচাপ অবস্থান করছে । কিন্তু নিম্নচাপ বাংলার অভিমুখী নয় । ফলে আর্দ্রতা বেশি হয়ে যাওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে ।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনের প্রথমভাগে অস্বস্তি হবে । আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে । জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং-সহ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী দু'দিন ।

আরও পড়ুন : শ্রাবণের প্রথম সোমবারে শিবলিঙ্গে কোন সময়ে জল নিবেদন করবেন, জেনে নিন সময়সূচি

জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে । তবে এর জন্য তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । কলকাতাতেও আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে । বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.