ETV Bharat / state

ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু রাজ্যে - today news on Voter list verification for municipal election

গতকাল থেকে শুরু হয়েছে সামারি রিভিশন । কাজ চলবে 15 জানুয়ারি পর্যন্ত । এরমধ্যে তালিকা সংযোজন, বিয়োজন, আপত্তির নিষ্পত্তি করা হবে ।

verification of voter list for 2020 municipality election started
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 17, 2019, 9:41 AM IST

Updated : Dec 17, 2019, 9:57 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর : শুরু হয়ে গেল 2020 সালের ভোটার তালিকা তৈরির কাজ । ইতিমধ্যেই হয়ে গেছে নিয়মমাফিক খসড়া সংশোধনের কাজ । গতকাল থেকে শুরু হয়েছে সামারি রিভিশন । কাজ চলবে 15 জানুয়ারি পর্যন্ত । এরমধ্যে তালিকা সংযোজন, বিয়োজন, আপত্তির নিষ্পত্তি করা হবে । এবার এই প্রথম এই একমাসের প্রতিটি শনিবার ও রবিবার ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনে বিশেষ ড্রাইভ দেওয়া হবে । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর এটাই । ইতিমধ্যেই জারি হয়েছে নোটিফিকেশন ।

সব ঠিক থাকলে, আগামী বছর মার্চ-এপ্রিলে হবে পৌরনির্বাচন । একশোরও বেশি পৌরসভা এবং কর্পোরেশনে হবে নির্বাচন । এরমধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া পৌরনিগমও । রাজ্যের কয়েকটি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় আগে ৷ কিন্তু সেখানে এখনও নির্বাচন করা হয়নি । প্রশাসক বসিয়ে কাজ চলছে ওই সব পৌরসভা ও পৌরনিগমগুলিতে ৷ অবিলম্বে নির্বাচন করার জন্য ওই পৌরসভা এবং পৌরনিগমগুলিতে আন্দোলন হয়েছে । কিন্তু পৌরনির্বাচনের আইন অনুযায়ী রাজ্যের পৌর দপ্তরের সুপারিশ ছাড়া নির্বাচন করা যায় না । রাজ্য নির্বাচন কমিশনের তরফে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও রাজ্যের পৌরদপ্তর নির্বাচনের বিষয়ে কোনও সুপারিশ করেনি । এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আগামী বছর একসঙ্গে সবক'টি মেয়াদ শেষ হওয়া পৌরসভার নির্বাচন করা হবে ।

সাধারণভাবে পৌরনির্বাচনের সঙ্গে সামারি রিভিশনের কোন সম্পর্ক নেই । প্রতি বছর এই সময় ভোটার তালিকা সংশোধনের কাজ করে দেশের নির্বাচন কমিশন । আর পৌরসভার ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকা তৈরির ক্ষমতা নেই । রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত কিংবা পৌরনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা মেনে চলে । সেই তালিকা অনুযায়ী নির্বাচন হয় । সে দিক থেকে দেখতে গেলে আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পর, সেই তালিকাতেই হবে আগামী পৌর নির্বাচন । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 7 ফেব্রুয়ারি । তার আগে গতকাল হয়ে গেল ড্রাফ্ট পাবলিকেশন । এই ড্রাফ্ট পাবলিকেশন বলছে এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা 6 কোটি 98 লাখ 15 হাজার 153 জন । এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3 কোটি 51 লাখ 14 হাজার 448 জন । মহিলা ভোটারের সংখ্যা 3 কোটি 39 লাখ 99 হাজার 479 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1226 জন । রাজ্যের 100 শতাংশ ভোটারের সচিত্র পরিচয়পত্র আছে । ভোটার তালিকায় ছবি আছে একশো শতাংশ ভোটারের ।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তারা জানাচ্ছেন, নতুন ভোটারদের নাম তোলা কিংবা এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় নিজের নাম পরিবর্তনের জন্য 6 নম্বর ফর্মে আবেদন করতে হবে । নতুন ওভারসিয়াজ় ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে 6-ও ফর্মে ।

কলকাতা, 17 ডিসেম্বর : শুরু হয়ে গেল 2020 সালের ভোটার তালিকা তৈরির কাজ । ইতিমধ্যেই হয়ে গেছে নিয়মমাফিক খসড়া সংশোধনের কাজ । গতকাল থেকে শুরু হয়েছে সামারি রিভিশন । কাজ চলবে 15 জানুয়ারি পর্যন্ত । এরমধ্যে তালিকা সংযোজন, বিয়োজন, আপত্তির নিষ্পত্তি করা হবে । এবার এই প্রথম এই একমাসের প্রতিটি শনিবার ও রবিবার ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনে বিশেষ ড্রাইভ দেওয়া হবে । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর এটাই । ইতিমধ্যেই জারি হয়েছে নোটিফিকেশন ।

সব ঠিক থাকলে, আগামী বছর মার্চ-এপ্রিলে হবে পৌরনির্বাচন । একশোরও বেশি পৌরসভা এবং কর্পোরেশনে হবে নির্বাচন । এরমধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া পৌরনিগমও । রাজ্যের কয়েকটি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় আগে ৷ কিন্তু সেখানে এখনও নির্বাচন করা হয়নি । প্রশাসক বসিয়ে কাজ চলছে ওই সব পৌরসভা ও পৌরনিগমগুলিতে ৷ অবিলম্বে নির্বাচন করার জন্য ওই পৌরসভা এবং পৌরনিগমগুলিতে আন্দোলন হয়েছে । কিন্তু পৌরনির্বাচনের আইন অনুযায়ী রাজ্যের পৌর দপ্তরের সুপারিশ ছাড়া নির্বাচন করা যায় না । রাজ্য নির্বাচন কমিশনের তরফে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও রাজ্যের পৌরদপ্তর নির্বাচনের বিষয়ে কোনও সুপারিশ করেনি । এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আগামী বছর একসঙ্গে সবক'টি মেয়াদ শেষ হওয়া পৌরসভার নির্বাচন করা হবে ।

সাধারণভাবে পৌরনির্বাচনের সঙ্গে সামারি রিভিশনের কোন সম্পর্ক নেই । প্রতি বছর এই সময় ভোটার তালিকা সংশোধনের কাজ করে দেশের নির্বাচন কমিশন । আর পৌরসভার ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকা তৈরির ক্ষমতা নেই । রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত কিংবা পৌরনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা মেনে চলে । সেই তালিকা অনুযায়ী নির্বাচন হয় । সে দিক থেকে দেখতে গেলে আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পর, সেই তালিকাতেই হবে আগামী পৌর নির্বাচন । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 7 ফেব্রুয়ারি । তার আগে গতকাল হয়ে গেল ড্রাফ্ট পাবলিকেশন । এই ড্রাফ্ট পাবলিকেশন বলছে এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা 6 কোটি 98 লাখ 15 হাজার 153 জন । এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3 কোটি 51 লাখ 14 হাজার 448 জন । মহিলা ভোটারের সংখ্যা 3 কোটি 39 লাখ 99 হাজার 479 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1226 জন । রাজ্যের 100 শতাংশ ভোটারের সচিত্র পরিচয়পত্র আছে । ভোটার তালিকায় ছবি আছে একশো শতাংশ ভোটারের ।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তারা জানাচ্ছেন, নতুন ভোটারদের নাম তোলা কিংবা এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় নিজের নাম পরিবর্তনের জন্য 6 নম্বর ফর্মে আবেদন করতে হবে । নতুন ওভারসিয়াজ় ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে 6-ও ফর্মে ।

Intro:কলকাতা, ১৬ ডিসেম্বর: শুরু হয়ে গেল দুই হাজার কুড়ি সালের ভোটার তালিকা তৈরির কাজ। ইতিমধ্যেই হয়ে গেছে ড্রাফ্ট পাবলিকেশন। আর আজ শুরু হলো সামারি রিভিশন। ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে তালিকা সংযোজন, বিয়োজন, আপত্তির নিষ্পত্তি করা হবে। এবার এই প্রথম এই একমাস সময়ের মধ্যে প্রতিটি শনি-রবিবার ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের বিশেষ ড্রাইভ দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর এমনটাই। ইতিমধ্যেই সেই বিষয়ে জারি হয়েছে নোটিফিকেশন।



Body:সব ঠিক থাকলে, আগামী বছর মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে রাজ্যজুড়ে পৌর নির্বাচন। একশোরও বেশি পৌরসভা এবং কর্পোরেশনে হবে নির্বাচন। এরমধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া পৌরনিগমও। বেশকিছু পৌরসভার মেয়াদ বছর খানেক এরও বেশি সময় আগে শেষ হওয়ার পরেও সেখানে নির্বাচন করা হয়নি। প্রশাসক বসিয়ে কাজ চলছে ওই পৌরসভা এবং পৌর নিগম গুলির। অবিলম্বে নির্বাচন করার জন্য ওই পৌরসভা এবং পৌরনিগম গুলিতে আন্দোলন হয়েছে। কিন্তু পৌর নির্বাচনের আইন অনুযায়ী রাজ্যের পুর দপ্তরের সুপারিশ ছাড়া নির্বাচন করা যায় না। রাজ্য নির্বাচন কমিশনের তরফে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও রাজ্যের পুর দপ্তর নির্বাচনের বিষয়ে কোনো সুপারিশ করেনি। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন আগামী বছর একসঙ্গে সবকটি মেয়াদ শেষ হওয়া পৌরসভার নির্বাচনের।



Conclusion:সাধারণভাবে পৌর নির্বাচনের সঙ্গে সামারি রিভিশনের কোন সম্পর্ক নেই। প্রতি বছর এই সময় ভোটার তালিকা সংশোধনের কাজ করে দেশের নির্বাচন কমিশন। আর পৌরসভার ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকা তৈরীর ক্ষমতা নেই। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত কিংবা পৌর নির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা মেনে চলে। সেই তালিকা অনুযায়ী নির্বাচন হয়। সে দিক থেকে দেখতে গেলে আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পর, সেই তালিকাতেই হবে আগামী পৌর নির্বাচন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 7 ফেব্রুয়ারি। তার আগে আজ হয়ে গেল ড্রাফ্ট পাবলিকেশন। এই ড্রাফ্ট পাবলিকেশন বলছে এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা 6 কোটি 98 লাখ 15 হাজার 153 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা তিন কোটি 51 লাখ 14 হাজার 448 জন। মহিলা ভোটারের সংখ্যা তিন কোটি 39 লাখ 99 হাজার 479 জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছে 1226 জন। রাজ্যের 100% ভোটারের সচিত্র পরিচয় পত্র আছে। ভোটার তালিকায় ছবি আছে 100 শতাংশ ভোটারের।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তারা জানাচ্ছেন, নতুন ভোটারদের নাম তোলা কিংবা এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় নিজের নাম পরিবর্তনের জন্য 6 নম্বর ফরমে আবেদন করতে হবে। নতুন ওভারসীজ ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে 6 এ ফরমে।
Last Updated : Dec 17, 2019, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.