কলকাতা, 17 ডিসেম্বর : শুরু হয়ে গেল 2020 সালের ভোটার তালিকা তৈরির কাজ । ইতিমধ্যেই হয়ে গেছে নিয়মমাফিক খসড়া সংশোধনের কাজ । গতকাল থেকে শুরু হয়েছে সামারি রিভিশন । কাজ চলবে 15 জানুয়ারি পর্যন্ত । এরমধ্যে তালিকা সংযোজন, বিয়োজন, আপত্তির নিষ্পত্তি করা হবে । এবার এই প্রথম এই একমাসের প্রতিটি শনিবার ও রবিবার ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনে বিশেষ ড্রাইভ দেওয়া হবে । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর এটাই । ইতিমধ্যেই জারি হয়েছে নোটিফিকেশন ।
সব ঠিক থাকলে, আগামী বছর মার্চ-এপ্রিলে হবে পৌরনির্বাচন । একশোরও বেশি পৌরসভা এবং কর্পোরেশনে হবে নির্বাচন । এরমধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া পৌরনিগমও । রাজ্যের কয়েকটি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় আগে ৷ কিন্তু সেখানে এখনও নির্বাচন করা হয়নি । প্রশাসক বসিয়ে কাজ চলছে ওই সব পৌরসভা ও পৌরনিগমগুলিতে ৷ অবিলম্বে নির্বাচন করার জন্য ওই পৌরসভা এবং পৌরনিগমগুলিতে আন্দোলন হয়েছে । কিন্তু পৌরনির্বাচনের আইন অনুযায়ী রাজ্যের পৌর দপ্তরের সুপারিশ ছাড়া নির্বাচন করা যায় না । রাজ্য নির্বাচন কমিশনের তরফে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও রাজ্যের পৌরদপ্তর নির্বাচনের বিষয়ে কোনও সুপারিশ করেনি । এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আগামী বছর একসঙ্গে সবক'টি মেয়াদ শেষ হওয়া পৌরসভার নির্বাচন করা হবে ।
সাধারণভাবে পৌরনির্বাচনের সঙ্গে সামারি রিভিশনের কোন সম্পর্ক নেই । প্রতি বছর এই সময় ভোটার তালিকা সংশোধনের কাজ করে দেশের নির্বাচন কমিশন । আর পৌরসভার ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকা তৈরির ক্ষমতা নেই । রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত কিংবা পৌরনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা মেনে চলে । সেই তালিকা অনুযায়ী নির্বাচন হয় । সে দিক থেকে দেখতে গেলে আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পর, সেই তালিকাতেই হবে আগামী পৌর নির্বাচন । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 7 ফেব্রুয়ারি । তার আগে গতকাল হয়ে গেল ড্রাফ্ট পাবলিকেশন । এই ড্রাফ্ট পাবলিকেশন বলছে এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা 6 কোটি 98 লাখ 15 হাজার 153 জন । এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3 কোটি 51 লাখ 14 হাজার 448 জন । মহিলা ভোটারের সংখ্যা 3 কোটি 39 লাখ 99 হাজার 479 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1226 জন । রাজ্যের 100 শতাংশ ভোটারের সচিত্র পরিচয়পত্র আছে । ভোটার তালিকায় ছবি আছে একশো শতাংশ ভোটারের ।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তারা জানাচ্ছেন, নতুন ভোটারদের নাম তোলা কিংবা এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় নিজের নাম পরিবর্তনের জন্য 6 নম্বর ফর্মে আবেদন করতে হবে । নতুন ওভারসিয়াজ় ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে 6-ও ফর্মে ।