কলকাতা 10 ডিসেম্বর: আগামীকাল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি মামলার রায়দান । বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ দুপুর দুটোর সময় হবে এই নিয়ে রায় দেবে । 20 নভেম্বর এই মামলার শুনানি শেষ হয় ।
আগের শূন্যপদ ছাড়াও নতুন প্রায় 5 হাজার 100 শূন্যপদ তৈরি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । নিয়োগ প্রক্রিয়ার উপর যে স্থগিতাদেশ রয়েছে তা যদি আগামীকালের রায়ের পর উঠে যায় তাহলে বড় সংখ্যক প্রার্থী নিয়োগের ছাড়পত্র পাবে বলে জানিয়েছে তারা ।
মামলাকারী ভানু রায় সহ একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে মেধাতালিকায় বড়সড় কারচুপি করা হয়েছে । প্রার্থীদের মূল দাবি ছিল, বিভিন্ন প্রার্থীর টেটের মার্কস বাড়ানো হয়েছে । নিয়ম অনুযায়ী ইন্টারভিউ লিস্ট বানানো হয়নি । 1:1.4 রেশিও মানা হয়নি । ফলে বহু মেধাবী প্রার্থী বঞ্চিত হয়েছে ।
এর আগে 22 জুন মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দেন, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনও প্রার্থীকে নিয়োগপত্র দিতে পারবে না । ফলে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশিত হলেও হাইকোর্টের নির্দেশে পুরো নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায় । ইতিমধ্যে কোরোনা পরিস্থিতিতে হাইকোর্টের বিচারপ্রক্রিয়া প্রায় থমকে যাওয়ায় আপার প্রাইমারি মামলার শুনানি দীর্ঘদিন বন্ধই ছিল । তারপর সেপ্টেম্বরে চাকরিপ্রার্থী ও পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আবেদনের আবার শুরু হয় এই মামলার শুনানি । অবশেষে 20 নভেম্বর শেষ হয় মামলার শুনানি । আগামীকাল হতে চলেছে এই মামলারই রায় দান ।