কলকাতা, ২৫ জুলাই : DA মামলার রায় দিতে চলেছে SAT (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল) । আগামীকাল দুপুর 1 টায় মামলার রায় দেওয়া হবে ৷ 18 জুন DA মামলার শুনানি শেষ হয় SAT-এ । এরপর স্থগিত ছিল রায়দান ৷
DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার বলে গতবছর 31 অগাস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট । রায়ে দুটি বিষয় দু'মাসের মধ্যে ঠিক করতে বলা হয় SAT(স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)-কে ৷ বিষয় দুটি ছিল - (1) রাজ্য সরকারি কর্মচারীদের DA-এর হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে হবে কি না ? (2) রাজ্যেরই কিছু কর্মচারী আছে, যারা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত । তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই DA পান । রাজ্যে নিযুক্ত কর্মচারীরাও কি এদের মতোই পাবেন ? এই জায়গাতেই রাজ্যের তরফে আপত্তি ছিল । এই বিষয়কে কেন্দ্র করেই SAT-এ মাসের পর মাস ধরে চলে DA মামলার শুনানি ।
গত বছর 15 অক্টোবর DA মামলার শুনানি শেষ হয় SAT-এ ৷ এরপর আবার রাজ্যের তরফে রিভিউ পিটিশন দাখিল করে বিশেষ শুনানির আবেদন করা হয় হাইকোর্টে । এরপর হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও শেখর ববি শরাফের নেতৃত্বে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠিত হয়৷ কিন্তু ডিভিশন বেঞ্চ এবছর 8 মার্চ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় । এবং SAT-কেই আবার বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয় । সেটারই শুনানি শেষ হয় 18 জুন ।
১২ জুন রাজ্য সরকার SAT-এ জানায়, রাজ্যের ফান্ড নেই তাই দিতে পারছে না DA । রাজ্যের তরফে আইনজীবী অপূর্বলাল বসু বলেন, "DA দেওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে DA দিতে পারছে না রাজ্য । কেন্দ্রীয় সরকারও অসহযোগিতা করছে । কারণ সেন্ট্রাল ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যামেন্ডমেন্ট বিল অনুয়ায়ী রাজ্য 3 শতাংশের বেশি ধার নিতে পারবে না । ফলে কেন্দ্রের থেকে রাজ্য ধার নিতে পারছে না । সেজন্য DA দেওয়ার সমস্যা হচ্ছে ।"
অন্যদিকে, কর্মচারীদের তরফে আইনজীবী সর্দার আমজাদ আলি ও ফিরদৌস শামিম বলেন, "এর সঙ্গে DA-র কোনও সম্পর্ক নেই । DA সম্পূর্ণভাবে মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত । এইসব যুক্তি দেখিয়ে আসলে রাজ্য বিষয়টি এড়িয়ে যেতে চাইছে । শুনানিতে কর্মচারীদের তরফে আইনজীবীরা আরও বলেন, "রাজ্যের বহু কর্মচারী আছে যাদের পরিবার হয়তো রয়েছে জেলায় আর তাকে চাকরিসূত্রে থাকতে হচ্ছে ভিন্ন কোথাও৷ ফলে তাতেই রোজগারের অনেকটা চলে যায় । পাশাপাশি দিনের পর দিন মূল্যবৃদ্ধি হলেও রাজ্য সেই অনুপাতে মহার্ঘভাতা বৃদ্ধি করেনি ।"
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে DA দেওয়ার ব্যাপারে 21 জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় হারে DA চাইলে কেন্দ্রে চলে চান ।" যদিও আগামীকালের রায় কর্মচারীদের পক্ষেই যাবে বলে মনে করছেন আইনজীবী ফিরদৌস শামিম ।