নিউটাউন, 12 এপ্রিল: লকডাউনের জন্য সকলেই গৃহবন্দী । নিঝুম গোটা এলাকা । তার মধ্যেই আচমকা কোথা থেকে উদয় হল চন্দ্রবোড়া সাপ । যা নিয়ে রবিবার সকালে আতঙ্ক ছড়ায় নিউটাউনের নারায়ণপুর এলাকায় ।
ঘটনাটি ঘটেছে নারায়ণপুর কালিপার্ক ইউনাইটেড ক্লাবের সামনে । পুজোর বাসন মাজার সময় গৃহকর্ত্রীর নজরে পড়ে এক বিশাল চন্দ্রবোড়া সাপ । আতঙ্কে তিনি চিৎকার করতেই বাড়ির লোকেরা বেরিয়ে আসে । চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরাও ছুটে আসে ।
গৃহকর্তা গৌর প্রামাণিক ও তাঁর ভাই অনেক চেষ্টার পর সাপটিকে ধরে ফেলেন । তারপর বস্তাবন্দী করে খবর দেন নারায়ণপুর থানায় । বন দপ্তরের কর্মীদের খবর দেয় পুলিশ । ঘটনাস্থানে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা । প্রায় সাড়ে চার ফুটের চন্দ্রবোড়া সাপ এর আগে এলাকায় কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের ।