কলকাতা, 27 ফেব্রুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন । আর তার আগে কলকাতা সংলগ্ন এলাকা এবং বিশেষ করে শহর কলকাতায় যাতে কোনও রকমের অনৈতিক কাজকর্ম না-হয় তার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন । এরই মাঝে সোমবার উদ্ধার হল দু'লক্ষ টাকার জাল নোট (2 Lakhs Fake Notes)। গ্রেফতার উত্তরপ্রদেশের কুখ্যাত জাল নোট কারবারি ।
সোমবার সন্ধ্যায় কলকাতার দক্ষিণ বন্দর থানার আওতাধীন স্ট্র্যান্ড রোড থেকে শাহিদ নামে 55 বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force - STF) গোয়েন্দারা । জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশের রামপুর জেলায়। সূত্র মারফত আগাম খবর পেয়ে স্ট্র্যান্ড রোড লাগোয়া রাস্তায় আগে থেকেই মোতায়েন ছিল স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । এরপরেই শাহিদ নামে ওই ব্যক্তি সেখানে আসতেই তার কাছ থেকে একটি ব্যাগ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷ সেই ব্যাগ খুলতেই দেখা যায় সেখানে রয়েছে মোট 2 লক্ষ টাকার জাল নোট । কিন্তু এই বিপুল পরিমাণে জাল নোট ওই ব্যক্তি কী করতে এবং কোথা থেকে নিয়ে এসেছিল সেই ব্যাপারে কোনও সদুত্তর দিতে না-পারায় অবশেষে তাকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে এসটিএফ । এই ঘটনায় এই ব্যক্তির সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ।
এর আগেও কলকাতার আনাচে-কানাচে থেকে জাল নোট সরবরাহের অভিযোগে একাধিক ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করেছিল এসটিএফের গোয়েন্দারা । তাদের মধ্যে অনেকেই বর্তমানে এসটিএফের হেফাজতে রয়েছে । গোয়েন্দা সূত্রের খবর, ধৃত ব্যক্তিকে আগামিকাল নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হবে ।
আরও পড়ুন : হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগে মিলল নগদ 40 লক্ষ টাকা, গ্রেফতার অভিযুক্ত