কলকাতা, 21 এপ্রিল: শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । যার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পাশাপাশি হকের চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ৷ এবার চাকরির দাবিতে অভিনব আন্দোলনের পথে নামল চাকরি প্রার্থীরা ৷ শুক্রবার হামাগুড়ি দিয়ে রাজভবনে স্মারকলিপি দিতে গেলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ৷ যদিও আন্দোলনকারীদের হামাগুড়ি মিছিল শুরুতেই আটকে দেয় পুলিশ ৷ সেই সঙ্গে, সকলকে রাজভবনে ঢোকার অনুমতিও দেয়নি কলকাতা পুলিশ ৷
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। নিয়োগ দুর্নীতিতে এক যোগে তদন্ত করছে ইডি ও সিবিআই । কেন্দ্রীয় সংস্থার হাতে একের পর এক শাসকদলের নেতা, মন্ত্রী, বিধায়ক গ্রেফতারও হয়েছেন। এই অবস্থায় হকের চাকরির দাবিতে সরকারের উপর আরও চাপ বাড়াতে আন্দোলনের মোড় ঘোরাতে চাইলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা । এদিন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে হামাগুড়ি দিয়ে রাজভবনের গেট পর্যন্ত পৌঁছে যেতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
এদিন, রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারক লিপি তুলে দেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের 11 জনের একটি প্রতিনিধি দল । রাজভবন পর্যন্ত তাঁরা হামাগুড়ি দিয়ে এসেছিলেন এদিন ৷ তাঁদের প্রত্যেকের হাতেই চাকরির দাবিতে প্ল্যাকার্ড ও পোস্টার ছিল। হকের চাকরি চাওয়ার পাশাপাশি ইন্টারভিউ হওয়ার পরও কেন তাঁরা বঞ্চিত সে প্রশ্নও তুলেছেন চাকরিপ্রার্থীরা ৷ অন্যদিকে, আন্দোলনকারীদের প্রতিবাদ মিছিলের অনুমতি ছিল না বলে সাফ জানিয়েছে কলকাতা পুলিশ। শেষ পর্যন্ত একপ্রস্থ আলোচনার পর পুলিশের গাড়িতেই চাকরি প্রার্থীদের প্রতিনিধিদল রাজভবনে যায় ।
এদিনের রাজভবন অভিযানের প্রতিবাদ কর্মসূচির আহ্বান করেছিল রাজ্য সরকারের গ্রুপ-ডি ঐক্য মঞ্চ ৷ বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রায় 11টি সংগঠনের তরফে এদিন মাতাঙ্গিনী হাজরার মূর্তি থেকে রাজভবন পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয় বলে খবর ৷ চাকরি প্রার্থীদের দাবি, রাজ্যের অভিভাবক হিসেব রাজ্যপালের মাধ্যমে বঞ্চনার বার্তা রাজ্য সরকার পর্যন্ত পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য ছিল ৷ পাশাপাশি দ্রুত নিয়োগের দাবিও এদিন রাজ্যপালকে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠক নিষ্ফলা