কলকাতা, 14 নভেম্বর: স্বচ্ছভাবে প্যানেল প্রকাশ করে নিয়োগের দাবি নিয়ে সোমবার কলকাতার রাজপথে নামে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (Upper Primary Candidates Protest) । ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ শুরুর আগেই তাঁদের আটকায় পুলিশ । প্রায় 40 জন চাকরিপ্রার্থীদের আটকায় পুলিশ বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই তাঁদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে ।
সোমবার বেলার দিকে ধর্মতলা চত্বরের ওয়াই চ্যানেলে জমায়েত করেছিলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী । এরপরই উত্তেজনা চরমে পৌঁছয় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা । ধাক্কাধাক্কি শুরু হয় দু'পক্ষের মধ্যে । বেশ কয়েক জন চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে টেনে পুলিশের গাড়িতে তোলা হয় ।
চাকরিপ্রার্থীদের আরও অভিযোগ, আপার প্রাইমারির লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে আট বছর আগে । ইন্টারভিউও হয়েছে অনেক দিন আগে । তবুও মেরিট লিস্ট এবং প্যানেল তৈরি হয়নি । আর এই অভিযোগ এনে সোমবার আন্দোলনে নামেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।
আরও পড়ুন: 2014-র টেট উত্তীর্ণদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা! বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা
আন্দোলনকারীদের দাবি, পুলিশের তরফে ওই চত্বর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে তাঁরা ওই ঘটনাস্থল ছেড়ে চলে যেতে উদ্যত হন । অভিযোগ, ওখান থেকে চলে যেতে রাজি হওয়া সত্ত্বেও পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে । আর তা নিয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের । তবে বেশ কিছু চাকরিপ্রার্থী ওই সময় ওখান থেকে সরে গিয়ে পৌঁছয় মেট্রো চ্যানেলের দিকে । তবে সেখান থেকেও তাদের আটক করে পুলিশ ।