ETV Bharat / state

কীভাবে বাড়ল TET-র ওয়েটেজ? উত্তর খুঁজছেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা

কীভাবে বেড়েছে TET-র ওয়েটেজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ও অভিযোগ জানাতে পুজোর ছুটির পর আজ স্কুল সার্ভিস কমিশনে লম্বা লাইন দিয়েছেন চাকরিপ্রার্থীরা । চাকরিপ্রার্থীদের অভিযোগ, হাইকোর্টে মামলাকারী সহ বহু প্রার্থীর TET-র নম্বরের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে । কোথাও দেখা যাচ্ছে, দু'জন প্রার্থীর TET-এ প্রাপ্ত নম্বরের শতাংশ একই । অথচ তাঁদের দু'রকম ওয়েটেজ দেওয়া হয়েছে । আবার, কোনও কোনও তালিকায় পর পর বহু প্রার্থীর ইন্টারভিউ নম্বর, TET-র ওয়েটেজ একই ।

লাইনে দাঁড়িয়ে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা
author img

By

Published : Oct 16, 2019, 8:45 PM IST

Updated : Oct 16, 2019, 8:58 PM IST

কলকাতা, 16 অক্টোবর : 4 অক্টোবর উচ্চ প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগের অস্থায়ী মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল ৷ তারপর থেকেই একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে । যার সিংহভাগটাই TET পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওয়েটেজ নিয়ে । চাকরিপ্রার্থীদের অভিযোগ, হাইকোর্টে মামলাকারী সহ বহু প্রার্থীর TET-র নম্বরের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে । কোথাও দেখা যাচ্ছে, দু'জন প্রার্থীর TET-এ প্রাপ্ত নম্বরের শতাংশ একই । অথচ তাঁদের দু'রকম ওয়েটেজ দেওয়া হয়েছে । আবার, কোনও কোনও তালিকায় পর পর বহু প্রার্থীর ইন্টারভিউ নম্বর, TET-র ওয়েটেজ একই । কোন অঙ্কে বেড়েছে TET-র ওয়েটেজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ও অভিযোগ জানাতে পুজোর ছুটির পর আজ স্কুল সার্ভিস কমিশনে লম্বা লাইন দিয়েছেন চাকরিপ্রার্থীরা ।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি কিশোর সরকার বলেন, "হাইকোর্ট 7 দিনের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে বলে । ষষ্ঠীর দিন স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে একটি অস্থায়ী মেধাতালিকা প্রকাশ করে । কিন্তু, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ । যেমন ইতিহাসে দেখা যাচ্ছে, যার TET-র শতকরা হার ছিল 74.7, তাঁর আসল ওয়েটেজ হওয়ার কথা 29.88 । কিন্তু, তাঁকে SSC দিচ্ছে 32.7 । 2.39-এর পার্থক্য আছে । আবার এই রকম প্রার্থীও আছে, যার TET-র শতকরা হার বাড়ানো হয়েছে 12.53 । তাঁর TET-র আসল শতকরা হার 60 শতাংশ । যার ওয়েটেজ হয় 24 শতাংশ । তাকে SSC দিয়েছে 36.53 । পার্থক্য 12.53 । যোগ্য প্রার্থীরা তাঁরা সবাই পিছনের দিকে পড়ে গেছেন । কম স্কোরের প্রার্থীদের এগিয়ে দেওয়া হয়েছে । গোটা প্যানেলেই কারচুপি করা হয়েছে ।"

আজ মূলত এই TET-র ওয়েটেজ বৃদ্ধির সমস্যা নিয়েই অভিযোগ জানাতে সকাল থেকে লম্বা লাইন পড়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে । সংস্কৃত বিষয়ের প্রার্থী রঞ্জন সরকার বলেন, "আমার প্রথম পর্যায়ে যাচাই হয়েছিল । ইন্টারভিউ দিয়েছি । TET-র ওয়েটেজ একই আছে । কিন্তু, আমার সমান নম্বর পেয়েও একজনের ওয়েটেজ বেড়ে গেছে 6 থেকে 7 শতাংশ । তাতে আমার চেয়ে তার নাম মেধাতালিকায় 40 জনের আগে চলে গেছে ৷ আমার সমান নম্বর পেয়ে কেউ কী করে এগিয়ে গেল ।" ভূগোল বিষয়ের প্রার্থী রাজু সিংহ বলেন, "বহু প্রার্থীর TET-র ওয়েটেজ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । আমার কেন বাড়েনি বা কীভাবে ওয়েটেজ অফ TET করা হয়েছে সেটা নিয়েই অভিযোগ জানাতে এসেছি ।" শুধু টেট নয়, ইন্টারভিউ নম্বরেও করা হয়েছে কারচুপি । এমনই অভিযোগ তুলছেন বহু চাকরিপ্রার্থী । রাজু সিংহ বলেন, "আমাদের ইন্টারভিউ নম্বরেও অসংগতি আছে । সেই বিষয়েও জানতে এসেছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রসেনজিৎ বিশ্বাস নামে এক প্রার্থী বলেন, "ভালো ছাত্র, অ্যাকাডেমিক স্কোর 48 বা 50, TET-এও ভালো নম্বর পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইন্টারভিউতে আড়াই, তিন, দুই, চার, পাঁচ, সাড়ে পাঁচ করে দেওয়া হয়েছে । অথচ, যাদের অ্যাকাডেমিকে 42 বা 40, TET-এও কম নম্বর, তাঁদের TET-র ওয়েটেজ তো বেড়েইছে, সঙ্গে দেখা যাচ্ছে ইন্টারভিউতে তাঁরা 9, সাড়ে 9, 8 করে পেয়েছেন । আমরা চ্যালেঞ্জ করতে পারি ইন্টারভিউর নম্বর যা বাড়িয়েছে তা ছেড়ে দিলেও, TET-র যে প্রকৃত নম্বর সেটা দিলে যারা প্রথমদিকে আছেন তাঁদের নাম মেধাতালিকার পিছনে চলে যাবে বা মেরিট লিস্টে থাকবেই না । যদি কমিশনের সাহস থাকে, চ্যালেঞ্জ নিয়ে দেখাক । প্রত্যেকের OMR শিট, টেটের নম্বর সামনে নিয়ে আসুক ।"

এ ধরনের একাধিক অসংগতির অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা । কোথাও TET-এ একই শতাংশ নম্বর পেয়েও দু'জন প্রার্থীর বিস্তারিত তথ্য আলাদা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । আবার কোথাও বহু প্রার্থীর TET-র ও ইন্টারভিউর নম্বর একই । কী করে অস্বাভাবিকভাবে এত প্রার্থীর TET-র ওয়েটেজ বেড়ে গেল? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের অধিকাংশই । তবে, উত্তর মেলেনি এখনও‌ । কারও দাবি, TET-র প্রকৃত নম্বরের ভিত্তিতে ওয়েটেজ দিয়ে মেধাতালিকা সংশোধন করা হোক । আবার কারও দাবি, পুরো মেধাতালিকা বাতিল করে নতুন করে স্বচ্ছভাবে তা প্রকাশ করা হোক ‌।

কলকাতা, 16 অক্টোবর : 4 অক্টোবর উচ্চ প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগের অস্থায়ী মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল ৷ তারপর থেকেই একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে । যার সিংহভাগটাই TET পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওয়েটেজ নিয়ে । চাকরিপ্রার্থীদের অভিযোগ, হাইকোর্টে মামলাকারী সহ বহু প্রার্থীর TET-র নম্বরের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে । কোথাও দেখা যাচ্ছে, দু'জন প্রার্থীর TET-এ প্রাপ্ত নম্বরের শতাংশ একই । অথচ তাঁদের দু'রকম ওয়েটেজ দেওয়া হয়েছে । আবার, কোনও কোনও তালিকায় পর পর বহু প্রার্থীর ইন্টারভিউ নম্বর, TET-র ওয়েটেজ একই । কোন অঙ্কে বেড়েছে TET-র ওয়েটেজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ও অভিযোগ জানাতে পুজোর ছুটির পর আজ স্কুল সার্ভিস কমিশনে লম্বা লাইন দিয়েছেন চাকরিপ্রার্থীরা ।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি কিশোর সরকার বলেন, "হাইকোর্ট 7 দিনের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে বলে । ষষ্ঠীর দিন স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে একটি অস্থায়ী মেধাতালিকা প্রকাশ করে । কিন্তু, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ । যেমন ইতিহাসে দেখা যাচ্ছে, যার TET-র শতকরা হার ছিল 74.7, তাঁর আসল ওয়েটেজ হওয়ার কথা 29.88 । কিন্তু, তাঁকে SSC দিচ্ছে 32.7 । 2.39-এর পার্থক্য আছে । আবার এই রকম প্রার্থীও আছে, যার TET-র শতকরা হার বাড়ানো হয়েছে 12.53 । তাঁর TET-র আসল শতকরা হার 60 শতাংশ । যার ওয়েটেজ হয় 24 শতাংশ । তাকে SSC দিয়েছে 36.53 । পার্থক্য 12.53 । যোগ্য প্রার্থীরা তাঁরা সবাই পিছনের দিকে পড়ে গেছেন । কম স্কোরের প্রার্থীদের এগিয়ে দেওয়া হয়েছে । গোটা প্যানেলেই কারচুপি করা হয়েছে ।"

আজ মূলত এই TET-র ওয়েটেজ বৃদ্ধির সমস্যা নিয়েই অভিযোগ জানাতে সকাল থেকে লম্বা লাইন পড়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে । সংস্কৃত বিষয়ের প্রার্থী রঞ্জন সরকার বলেন, "আমার প্রথম পর্যায়ে যাচাই হয়েছিল । ইন্টারভিউ দিয়েছি । TET-র ওয়েটেজ একই আছে । কিন্তু, আমার সমান নম্বর পেয়েও একজনের ওয়েটেজ বেড়ে গেছে 6 থেকে 7 শতাংশ । তাতে আমার চেয়ে তার নাম মেধাতালিকায় 40 জনের আগে চলে গেছে ৷ আমার সমান নম্বর পেয়ে কেউ কী করে এগিয়ে গেল ।" ভূগোল বিষয়ের প্রার্থী রাজু সিংহ বলেন, "বহু প্রার্থীর TET-র ওয়েটেজ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । আমার কেন বাড়েনি বা কীভাবে ওয়েটেজ অফ TET করা হয়েছে সেটা নিয়েই অভিযোগ জানাতে এসেছি ।" শুধু টেট নয়, ইন্টারভিউ নম্বরেও করা হয়েছে কারচুপি । এমনই অভিযোগ তুলছেন বহু চাকরিপ্রার্থী । রাজু সিংহ বলেন, "আমাদের ইন্টারভিউ নম্বরেও অসংগতি আছে । সেই বিষয়েও জানতে এসেছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রসেনজিৎ বিশ্বাস নামে এক প্রার্থী বলেন, "ভালো ছাত্র, অ্যাকাডেমিক স্কোর 48 বা 50, TET-এও ভালো নম্বর পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইন্টারভিউতে আড়াই, তিন, দুই, চার, পাঁচ, সাড়ে পাঁচ করে দেওয়া হয়েছে । অথচ, যাদের অ্যাকাডেমিকে 42 বা 40, TET-এও কম নম্বর, তাঁদের TET-র ওয়েটেজ তো বেড়েইছে, সঙ্গে দেখা যাচ্ছে ইন্টারভিউতে তাঁরা 9, সাড়ে 9, 8 করে পেয়েছেন । আমরা চ্যালেঞ্জ করতে পারি ইন্টারভিউর নম্বর যা বাড়িয়েছে তা ছেড়ে দিলেও, TET-র যে প্রকৃত নম্বর সেটা দিলে যারা প্রথমদিকে আছেন তাঁদের নাম মেধাতালিকার পিছনে চলে যাবে বা মেরিট লিস্টে থাকবেই না । যদি কমিশনের সাহস থাকে, চ্যালেঞ্জ নিয়ে দেখাক । প্রত্যেকের OMR শিট, টেটের নম্বর সামনে নিয়ে আসুক ।"

এ ধরনের একাধিক অসংগতির অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা । কোথাও TET-এ একই শতাংশ নম্বর পেয়েও দু'জন প্রার্থীর বিস্তারিত তথ্য আলাদা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । আবার কোথাও বহু প্রার্থীর TET-র ও ইন্টারভিউর নম্বর একই । কী করে অস্বাভাবিকভাবে এত প্রার্থীর TET-র ওয়েটেজ বেড়ে গেল? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের অধিকাংশই । তবে, উত্তর মেলেনি এখনও‌ । কারও দাবি, TET-র প্রকৃত নম্বরের ভিত্তিতে ওয়েটেজ দিয়ে মেধাতালিকা সংশোধন করা হোক । আবার কারও দাবি, পুরো মেধাতালিকা বাতিল করে নতুন করে স্বচ্ছভাবে তা প্রকাশ করা হোক ‌।

Intro:কলকাতা, 16 অক্টোবর: মহাষষ্ঠীর দিন আপার প্রাইমারির সহকারি শিক্ষক নিয়োগের প্রভিশনাল মেধাতালিকা প্রকাশের পর থেকেই একাধিক অস্বচ্ছতার অভিযোগ। যার সিংহভাগটাই টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওয়েটেজ নিয়ে। চাকরি প্রার্থীদের অভিযোগ, হাইকোর্টে মামলাকারী সহ বহু প্রার্থীর টেটের নম্বরের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, টেটে প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ একই দুই প্রার্থীর। তবে, তাদের দুই রকম ওয়েটেজ দেওয়া হয়েছে। আবার, কোনও কোনও তালিকায় পর পর বহু প্রার্থীর ইন্টারভিউ নম্বর, টেটের ওয়েটেজ একই। কোন অংকে বেড়েছে টেটের ওয়েটেজ? সে প্রশ্নের উত্তর খুঁজতে ও অভিযোগ জানাতে আজ পুজোর ছুটির পরে স্কুল সার্ভিস কমিশন খুলতেই লম্বা লাইন চাকরিপ্রার্থীদের।


Body:উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি কিশোর সরকার বলেন, "মহামান্য হাইকোর্ট 7 দিনের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে বলে। ষষ্ঠীর দিন স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে একটি প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করে। কিন্তু, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ। যেমন ইতিহাসে দেখা যাচ্ছে, যার টেটের পার্সেন্টেজ ছিল 74.7 তার আসল ওয়েটেজ হওয়ার কথা 29.88। কিন্তু, তাকে SSC দিচ্ছে 32.7। 2.39-এর পার্থক্য আছে। আবার এই রকম প্রার্থী আছে যার টেটের পার্সেন্টেজ বাড়ানো হয়েছে 12.53। তার টেটের আসল পার্সেন্টেজ হচ্ছে 60 পার্সেন্ট‌। যার ওয়েটেজ হয় 24 পার্সেন্ট। তাকে SSC দিয়েছে 36.53। ডিফারেন্স গিয়ে দাড়াচ্ছে 12.53। এতে যারা যোগ্য প্রার্থী ছিলেন তারা সবাই পিছনের দিকে পড়ে গেছে। যারা কম স্কোরের প্রার্থী তাদের আগিয়ে দেওয়া হয়েছে। গোটা প্যানেলেই কারচুপি করা হয়েছে।"

আজ মূলত এই টেটের ওয়েটেজ বৃদ্ধির সমস্যা নেই অভিযোগ জানাতে সকাল থেকে লম্বা লাইন পড়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে। সংস্কৃত বিষয়ের প্রার্থী রঞ্জন সরকার বলেন, " আমার প্রথম ফেজে ভেরিফিকেশন হয়েছিল। ইন্টারভিউ দিয়েছি। ওয়েটেজ অফ টেট একই আছে। কিন্তু, আমার সমানই টেটের পার্সেন্টেজ ছিল তার ওয়েটেজ বেড়ে গেছে 6 থেকে 7 শতাংশ। তাতে আমার চেয়ে তার ব়্যাঙ্ক 40 জনের আগে চলে গেছে। আমি সেটাই জানতে এসেছি এটা কী করে হল। আমার সমান নম্বর পেয়ে কী করে এগিয়ে গেল।" ভূগোল বিষয়ের রাজু সিংহ বলেন, "বহু প্রার্থীর টেটের ওয়েটেজ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আমার কেন বাড়েনি বা কিভাবে ওয়েট এজ অফ টেট করা হয়েছে সেটা নিয়ে অভিযোগ জানাতে এসেছি।" শুধু টেটে নয়, ইন্টারভিউ নম্বরেও করা হয়েছে কারচুপি। এমনই অভিযোগ তুলছেন বহু চাকরিপ্রার্থী। রাজু সিংহ বলেন, " আমাদের ইন্টারভিউ নম্বরেও অসংগতি আছে। সেই বিষয়েও জানতে এসেছি।"

প্রসেনজিৎ বিশ্বাস নামের এক প্রার্থী বলেন, "যাঁরা ভালো স্টুডেন্ট, যাঁদের অ্যাকাডেমিক স্কোর 48 বা 50, টেটেও ভালো নম্বর পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইন্টারভিউতে আড়াই, তিন, দুই, চার, পাঁচ, সাড়ে পাঁচ করে দেওয়া হয়েছে। অথচ, যাঁদের অ্যাকাডেমিকে 42 বা 40, টেটেও কম নম্বর, তাঁদের টেটের ওয়েটেজ তো বেড়েইছে, সঙ্গে দেখা যাচ্ছে ইন্টারভিউতে তাঁরা 9, সাড়ে 9, 8 করে পেয়েছেন। আমরা চ্যালেঞ্জ করতে পারি ইন্টারভিউ নম্বর যা বাড়িয়েছে তা ছেড়ে দিলেও, টেটের যে প্রকৃত নম্বর সেটা দিলে যাঁরা প্রথমদিকে আছেন তাঁদের নাম মেধাতালিকার পিছনে চলে যাবে বা মেরিট লিস্টে থাকবেই না। যদি কমিশনে সাহস থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। প্রত্যেকের OMR শিট, টেটের নম্বর সামনে নিয়ে আসুক।"

এই ধরনের একাধিক অসংগতির অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। কোথাও টেটে একই শতাংশ নম্বর পেয়েও দুজন প্রার্থী ডিটেলস আলাদা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আবার কোথাও তারপর বহু প্রার্থী পেটের ভেতর ও ইন্টারভিউ নম্বর একই। কী করে অস্বাভাবিক ভাবে এত প্রার্থীর টেটের ওয়েটেজ বেড়ে গেল? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের অধিকাংশই। তবে, উত্তর মেলেনি এখনও‌। কারো দাবি, টেটের প্রকৃত নম্বরের ভিত্তিতে ওয়েটেজ দিয়ে মেধাতালিকা সংশোধন করা হোক। আবার কারো দাবি, পুরো মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা দেওয়া হোক স্বচ্ছভাবে‌।


Conclusion:
Last Updated : Oct 16, 2019, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.