ETV Bharat / state

Yogi Adityanath on Panchayat Violence: দেশের অবস্থা বাংলার মতো করতে চায় তৃণমূল, পঞ্চায়েতে হিংসা নিয়ে সরব যোগী - বিজেপি

Yogi Adityanath slams Mamata Banerjee Government: বাংলায় পঞ্চায়েতে হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর দাবি, দেশের অবস্থা বাংলার মতো করতে চায় তৃণমূল ৷

Yogi Adityanath on Panchayat Violence
Yogi Adityanath on Panchayat Violence
author img

By

Published : Jul 31, 2023, 8:00 PM IST

Updated : Aug 1, 2023, 7:30 AM IST

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত হিংসা নিয়ে সরব যোগী

লখনউ, 31 জুলাই: বাংলাকে গুজরাত-উত্তরপ্রদেশ বানাতে দেব না, বিজেপিকে নিশানা করতে গিয়ে এমন হুঁশিয়ারি প্রায়ই শোনা যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে ৷ সোমবার সেই হুঁশিয়ারির পালটা আক্রমণ ধেয়ে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথের কাছ থেকে ৷ তাঁর দাবি, ‘‘ওঁরা (তৃণমূল কংগ্রেস) দেশটাকে পশ্চিমবঙ্গে পরিণত করতে চায় ৷’’

এ দিন সংবাদসংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ সেই সাক্ষাৎকারে তিনি বাংলায় পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনাকে উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে এই আক্রমণ করেন ৷ তুলনা টানেন উত্তরপ্রদেশের স্থানীয়স্তরের নির্বাচনের সঙ্গে ৷

যোগী আদিত্যনাথ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীদের খুন করা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে আমরা যা দেখছি, তাতে বিরোধীরা কাজ করবে কীভাবে ? বিরোধী দলের কর্মীদের মারধর করা হচ্ছে ৷ এই ঘটনাগুলি চোখ খুলে দেয় ৷ এই নিয়ে কেউ কোনও কথা বলছে না বা কোনও মন্তব্য করছে না ৷ প্রত্যেককেই চুপ করে রয়েছে ৷’’

পঞ্চায়েতের হিংসা নিয়ে তাঁর আরও বক্তব্য, উত্তরপ্রদেশে কীভাবে নির্বাচন হয়, তা দেখে শেখা উচিত সকলের ৷ পঞ্চায়েত থেকে পৌর, বিধানসভা থেকে লোকসভা, সব ভোটই উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ হয় ৷ এর পরই তিনি আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

যোগী আদিত্যনাথ বলেন, ‘‘ওঁরা কি দেশটাকে পশ্চিমবঙ্গের মতো তৈরি করতে চান, যেভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে ৷’’

যোগীর আরও দাবি, নির্বাচনে লড়ার অধিকার সকলের আছে ৷ যার জনসমর্থন নেই, সে লড়বে না ৷ বিরোধী দলের কারও যদি জেতার ক্ষমতা থাকে, তাহলে তিনি জিতবেন ৷ এটাই গণতান্ত্রিক অধিকার ৷ এটা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় ৷ এই প্রসঙ্গে তিনি কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গও টানেন ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা নিয়ে সিবিআই-এনআইএ তদন্তের দাবি বিজেপির

প্রসঙ্গত, গত জুনের গোড়ায় বাংলায় পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হয় ৷ তার পর থেকে বারবার হিংসার ছবি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন অংশের ৷ যে অশান্তি থামেনি ভোটের ৷ নির্বাচনী প্রক্রিয়া চলার সময় ও তার পরে সব মিলিয়ে পঞ্চাশের বেশি লোক খুন হয়েছে বলে অভিযোগ ৷ বিজেপি-সহ অন্য বিরোধীরা এর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরই দায় চাপিয়েছে ৷ যদিও তৃণমূলও পালটা নিশানা করেছে বিরোধীদের ৷ তাদের যুক্তি, সবচেয়ে বেশি নিহত হয়েছেন তৃণমূলের কর্মীরা ৷

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত হিংসা নিয়ে সরব যোগী

লখনউ, 31 জুলাই: বাংলাকে গুজরাত-উত্তরপ্রদেশ বানাতে দেব না, বিজেপিকে নিশানা করতে গিয়ে এমন হুঁশিয়ারি প্রায়ই শোনা যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে ৷ সোমবার সেই হুঁশিয়ারির পালটা আক্রমণ ধেয়ে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথের কাছ থেকে ৷ তাঁর দাবি, ‘‘ওঁরা (তৃণমূল কংগ্রেস) দেশটাকে পশ্চিমবঙ্গে পরিণত করতে চায় ৷’’

এ দিন সংবাদসংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ সেই সাক্ষাৎকারে তিনি বাংলায় পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনাকে উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে এই আক্রমণ করেন ৷ তুলনা টানেন উত্তরপ্রদেশের স্থানীয়স্তরের নির্বাচনের সঙ্গে ৷

যোগী আদিত্যনাথ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীদের খুন করা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে আমরা যা দেখছি, তাতে বিরোধীরা কাজ করবে কীভাবে ? বিরোধী দলের কর্মীদের মারধর করা হচ্ছে ৷ এই ঘটনাগুলি চোখ খুলে দেয় ৷ এই নিয়ে কেউ কোনও কথা বলছে না বা কোনও মন্তব্য করছে না ৷ প্রত্যেককেই চুপ করে রয়েছে ৷’’

পঞ্চায়েতের হিংসা নিয়ে তাঁর আরও বক্তব্য, উত্তরপ্রদেশে কীভাবে নির্বাচন হয়, তা দেখে শেখা উচিত সকলের ৷ পঞ্চায়েত থেকে পৌর, বিধানসভা থেকে লোকসভা, সব ভোটই উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ হয় ৷ এর পরই তিনি আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

যোগী আদিত্যনাথ বলেন, ‘‘ওঁরা কি দেশটাকে পশ্চিমবঙ্গের মতো তৈরি করতে চান, যেভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে ৷’’

যোগীর আরও দাবি, নির্বাচনে লড়ার অধিকার সকলের আছে ৷ যার জনসমর্থন নেই, সে লড়বে না ৷ বিরোধী দলের কারও যদি জেতার ক্ষমতা থাকে, তাহলে তিনি জিতবেন ৷ এটাই গণতান্ত্রিক অধিকার ৷ এটা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় ৷ এই প্রসঙ্গে তিনি কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গও টানেন ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা নিয়ে সিবিআই-এনআইএ তদন্তের দাবি বিজেপির

প্রসঙ্গত, গত জুনের গোড়ায় বাংলায় পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হয় ৷ তার পর থেকে বারবার হিংসার ছবি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন অংশের ৷ যে অশান্তি থামেনি ভোটের ৷ নির্বাচনী প্রক্রিয়া চলার সময় ও তার পরে সব মিলিয়ে পঞ্চাশের বেশি লোক খুন হয়েছে বলে অভিযোগ ৷ বিজেপি-সহ অন্য বিরোধীরা এর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরই দায় চাপিয়েছে ৷ যদিও তৃণমূলও পালটা নিশানা করেছে বিরোধীদের ৷ তাদের যুক্তি, সবচেয়ে বেশি নিহত হয়েছেন তৃণমূলের কর্মীরা ৷

Last Updated : Aug 1, 2023, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.