কলকাতা, 13 অক্টোবর : কসবার সুইনহো লেনে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ । তিনি সেবানাহিনীর রাজপুত রেজিমেন্টের জওয়ান ছিলেন । তাঁর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । তদন্ত শুরু করেছে পুলিশ ।
কসবার সুইনহো লেনে পরিবার নিয়ে থাকেন বছর 40-এর সুভাষ দাস । ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টের জওয়ান সুভাষ বর্তমানে তমলুক এনসিসিতে কর্তব্যরত। সম্প্রতি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন । জানা গেছে, নিয়মিত মদ্যপান করতেন সুভাষ । সেটা তাঁর স্ত্রীর পছন্দ ছিল না । মাঝেমধ্যেই তাঁর মদ্যপানের অভ্যাস নিয়ে স্ত্রীর সঙ্গে গন্ডগোল লেগে থাকত । গতরাতেও সুভাষ অত্যন্ত বেশি পরিমাণে মদ্যপান করেন । স্ত্রীর সঙ্গে বচসা বাধে তাঁর। রাত আড়াইটা নাগাদ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুভাষকে । সিলিং ফ্যানের সঙ্গে লাইলন দড়িতে ঝুলছিলেন তিনি। সেই অবস্থাতেই তাঁকে উদ্ধার করে কসবা থানার পুলিশ ।
রাতেই সুভাষের দেহ নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ওই সেনা কর্মী। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।