ETV Bharat / state

হাত বাঁধা, কেষ্টপুরের আবাসনে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার

কেষ্টপুরের একটি আবাসনে এক যুবতির অস্বাভাবিক মৃত্যু । হাত ওড়না দিয়ে বাঁধা এবং মুখে ব্রাউন টেপ লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 20, 2019, 2:22 AM IST

বিধাননগর, 20 এপ্রিল: কেষ্টপুরে যুবতির অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম খুশবু কুমারী (28) । তিনি পেশায় IT কর্মী ছিলেন। হাত ওড়না দিয়ে বাঁধা এবং মুখে ব্রাউন টেপ লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।

প্রায় বছর খানেক আগে কেষ্টপুরের প্রফুল্লকাননে এসি 166 নম্বর বহুতলে ভাড়া এসেছিলেন ওই যুবতি । তাঁর স্বামী বিবেক কুমার পেশায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর । তিনি বোকারোর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত । তবে এখন তিনি কলকাতাতেই আছেন ।

প্রতিবেশীদের বক্তব্য, সকালে ওই যুবতির স্বামী বিবেকবাবু অনেকবার কলিং বেল বাজান । কিন্তু তাঁর স্ত্রী দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের ডেকে তোলেন । প্রতিবেশীদের নিয়ে তিনি ঘরে ঢোকার সময় দেখেন সদর দরজায় চাবি ঝুলছে । হ্যাশবোল্ট খুলে ঘুরে ঢুকতেই দেখা যায় খুশবুর ঝুলন্ত দেহ । কিন্তু তখনও তাঁর শরীরে তাপ ছিল । তাই দ্রুত স্থানীয় এক চিকিৎসককে ফোন করেন তিনি । তবে চিকিৎসক অবশ্য জানান তিনি বাইরে রয়েছেন । পরামর্শ দেন পুলিশে ফোন করতে । এরপর ওই আবাসনেরই বাসিন্দা এক নার্সকে ডাকা হয় । তিনি এসে ওই যুবতির হাতে শিরা ছুঁয়ে বলেন তাঁর শরীরে পালস পাওয়া যাচ্ছে না । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে ওই যুবতিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এরপর দেহ ময়নাতদন্তের জন্য RG কর হাসপাতালে পাঠানো হয় । ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ।

পুলিশের বক্তব্য, এই ঘটনায় তদন্তের প্রয়োজন রয়েছে । কারণ বেশ কয়েকটি ধোঁয়াশা রয়েছে । ফলে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে জেরার প্রয়োজন রয়েছে । পাশাপাশি মনে করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে । ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট অবশ্য উদ্ধার হয়নি । তবে খুশবুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । আবাসনের CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ।

বিধাননগর, 20 এপ্রিল: কেষ্টপুরে যুবতির অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম খুশবু কুমারী (28) । তিনি পেশায় IT কর্মী ছিলেন। হাত ওড়না দিয়ে বাঁধা এবং মুখে ব্রাউন টেপ লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।

প্রায় বছর খানেক আগে কেষ্টপুরের প্রফুল্লকাননে এসি 166 নম্বর বহুতলে ভাড়া এসেছিলেন ওই যুবতি । তাঁর স্বামী বিবেক কুমার পেশায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর । তিনি বোকারোর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত । তবে এখন তিনি কলকাতাতেই আছেন ।

প্রতিবেশীদের বক্তব্য, সকালে ওই যুবতির স্বামী বিবেকবাবু অনেকবার কলিং বেল বাজান । কিন্তু তাঁর স্ত্রী দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের ডেকে তোলেন । প্রতিবেশীদের নিয়ে তিনি ঘরে ঢোকার সময় দেখেন সদর দরজায় চাবি ঝুলছে । হ্যাশবোল্ট খুলে ঘুরে ঢুকতেই দেখা যায় খুশবুর ঝুলন্ত দেহ । কিন্তু তখনও তাঁর শরীরে তাপ ছিল । তাই দ্রুত স্থানীয় এক চিকিৎসককে ফোন করেন তিনি । তবে চিকিৎসক অবশ্য জানান তিনি বাইরে রয়েছেন । পরামর্শ দেন পুলিশে ফোন করতে । এরপর ওই আবাসনেরই বাসিন্দা এক নার্সকে ডাকা হয় । তিনি এসে ওই যুবতির হাতে শিরা ছুঁয়ে বলেন তাঁর শরীরে পালস পাওয়া যাচ্ছে না । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে ওই যুবতিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এরপর দেহ ময়নাতদন্তের জন্য RG কর হাসপাতালে পাঠানো হয় । ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ।

পুলিশের বক্তব্য, এই ঘটনায় তদন্তের প্রয়োজন রয়েছে । কারণ বেশ কয়েকটি ধোঁয়াশা রয়েছে । ফলে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে জেরার প্রয়োজন রয়েছে । পাশাপাশি মনে করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে । ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট অবশ্য উদ্ধার হয়নি । তবে খুশবুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । আবাসনের CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ।

Wb_kol_19 april_8001_trainsrerouted_copy_papri কলকাতা, ১৯ এপ্রিল: অতিরিক্ত চাপ লাঘব করার করার জন্য এবং উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার লক্ষে কাটিহার বিভাগের আলুয়াবাড়ি রোড -নিউ জলপাইগুড়ি, 12343 আপ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি মেল ও 13149 আপ শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ১৭ থেকে ৩০ এপ্রিলে। এই ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন হয়েছে। ট্রেনগুলি এখন ঠাকুরগঞ্জ-বাঘডোগরা শিলিগুড়ি জংশন হয়ে যাবে। 12343 আপ শিয়ালদহ নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলটি ঠাকুরগঞ্জ বাঘডোগরা শিলিগুড়ি জংশন হয়ে যাবে। 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসটি ঠাকুরগঞ্জ, বাঘডোগরা শিলিগুড়ি জংশন হয়। যাবে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে ন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.