বিধাননগর, 20 এপ্রিল: কেষ্টপুরে যুবতির অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম খুশবু কুমারী (28) । তিনি পেশায় IT কর্মী ছিলেন। হাত ওড়না দিয়ে বাঁধা এবং মুখে ব্রাউন টেপ লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।
প্রায় বছর খানেক আগে কেষ্টপুরের প্রফুল্লকাননে এসি 166 নম্বর বহুতলে ভাড়া এসেছিলেন ওই যুবতি । তাঁর স্বামী বিবেক কুমার পেশায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর । তিনি বোকারোর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত । তবে এখন তিনি কলকাতাতেই আছেন ।
প্রতিবেশীদের বক্তব্য, সকালে ওই যুবতির স্বামী বিবেকবাবু অনেকবার কলিং বেল বাজান । কিন্তু তাঁর স্ত্রী দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের ডেকে তোলেন । প্রতিবেশীদের নিয়ে তিনি ঘরে ঢোকার সময় দেখেন সদর দরজায় চাবি ঝুলছে । হ্যাশবোল্ট খুলে ঘুরে ঢুকতেই দেখা যায় খুশবুর ঝুলন্ত দেহ । কিন্তু তখনও তাঁর শরীরে তাপ ছিল । তাই দ্রুত স্থানীয় এক চিকিৎসককে ফোন করেন তিনি । তবে চিকিৎসক অবশ্য জানান তিনি বাইরে রয়েছেন । পরামর্শ দেন পুলিশে ফোন করতে । এরপর ওই আবাসনেরই বাসিন্দা এক নার্সকে ডাকা হয় । তিনি এসে ওই যুবতির হাতে শিরা ছুঁয়ে বলেন তাঁর শরীরে পালস পাওয়া যাচ্ছে না । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে ওই যুবতিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এরপর দেহ ময়নাতদন্তের জন্য RG কর হাসপাতালে পাঠানো হয় । ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ।
পুলিশের বক্তব্য, এই ঘটনায় তদন্তের প্রয়োজন রয়েছে । কারণ বেশ কয়েকটি ধোঁয়াশা রয়েছে । ফলে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে জেরার প্রয়োজন রয়েছে । পাশাপাশি মনে করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে । ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট অবশ্য উদ্ধার হয়নি । তবে খুশবুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । আবাসনের CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ।