ETV Bharat / state

লাইভ : রাজ্য একদিনে সুস্থ 3 হাজারের বেশি - coronavirus live update

corona
রাজ্য
author img

By

Published : Aug 29, 2020, 7:36 AM IST

06:45 August 29

কোরোনা সংক্রমণে রাশ টানতে কয়েকটি নির্দিষ্ট দিনে লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই সেপ্টেম্বরেও লকডাউনের দিন ঘোষণা হয়েছে । তার আগে আজ রাজ্যে পরিস্থিতি কেমন ?

  • সেপ্টেম্বর থেকেই লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হলে সংক্রমণ ঠেকাতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালাতে হবে ট্রেন।
  • ধাপে ধাপে প্রস্তুত হচ্ছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল, জানাল কর্তৃপক্ষ।

06:44 August 29

  • গতকাল 42 হাজার 121 টি নমুনা পরীক্ষা করা হয় ।
  • সব মিলিয়ে এপর্যন্ত মোট 17 লাখ 58 হাজার 728 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।
  • প্রতি 10 লাখে 19 হাজার 541 জনের পরীক্ষা হয়েছে ।

06:44 August 29

  • মৃত্যু হয়েছে 56 জনের ৷
  • মোট মৃতের সংখ্যা 3 হাজার 73 ।
  • উত্তর 24 পরগনায় একদিনে মৃত্যু 14 জনের ৷

06:42 August 29

  • কোরোনা পরিস্থিতিতে ভালো খবর রাজ্যে ৷ একদিনে সুস্থ হলেন 3 হাজার 286 জন ৷
  • গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 982 জন ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 53 হাজার 754 ।

06:15 August 29

  • রাজ্যে সেপ্টেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়
  • পুজোর আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।


 

06:45 August 29

কোরোনা সংক্রমণে রাশ টানতে কয়েকটি নির্দিষ্ট দিনে লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই সেপ্টেম্বরেও লকডাউনের দিন ঘোষণা হয়েছে । তার আগে আজ রাজ্যে পরিস্থিতি কেমন ?

  • সেপ্টেম্বর থেকেই লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হলে সংক্রমণ ঠেকাতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালাতে হবে ট্রেন।
  • ধাপে ধাপে প্রস্তুত হচ্ছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল, জানাল কর্তৃপক্ষ।

06:44 August 29

  • গতকাল 42 হাজার 121 টি নমুনা পরীক্ষা করা হয় ।
  • সব মিলিয়ে এপর্যন্ত মোট 17 লাখ 58 হাজার 728 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।
  • প্রতি 10 লাখে 19 হাজার 541 জনের পরীক্ষা হয়েছে ।

06:44 August 29

  • মৃত্যু হয়েছে 56 জনের ৷
  • মোট মৃতের সংখ্যা 3 হাজার 73 ।
  • উত্তর 24 পরগনায় একদিনে মৃত্যু 14 জনের ৷

06:42 August 29

  • কোরোনা পরিস্থিতিতে ভালো খবর রাজ্যে ৷ একদিনে সুস্থ হলেন 3 হাজার 286 জন ৷
  • গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 982 জন ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 53 হাজার 754 ।

06:15 August 29

  • রাজ্যে সেপ্টেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়
  • পুজোর আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।


 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.