ETV Bharat / state

লাইভ: চলবে স্যানিটাইজ়িংয়ের কাজ, দুদিন বন্ধ থাকবে নবান্ন - corona update state

Corona-State
Corona-State
author img

By

Published : Aug 13, 2020, 7:38 AM IST

07:09 August 13

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • আবারও দু’দিন বন্ধ থাকছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । জীবাণুমুক্ত করার জন্য আজ ও আগামীকাল নবান্নের 14 তলা বিল্ডিং সম্পূর্ণ বন্ধ থাকবে ।

07:03 August 13

  • মুর্শিদাবাদে কোভিড হাসপাতালে ভাঙচুর চালালো রোগীর আত্মীয়রা ৷ ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত ।
  • পূর্ব বর্ধমানে নতুন করে 77 জন কোরোনায় আক্রান্ত । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1575 জন ।

06:38 August 13

Corona-State

  • কোরোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে কলকাতায় ৷ কলকাতা পৌরনিগমের লক্ষ্য, আরও অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা । 
  • কোরোনা আতঙ্কে শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকের ফুটপাথে অচেতন বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও এগিয়ে এল না কেউ । 

07:09 August 13

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • আবারও দু’দিন বন্ধ থাকছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । জীবাণুমুক্ত করার জন্য আজ ও আগামীকাল নবান্নের 14 তলা বিল্ডিং সম্পূর্ণ বন্ধ থাকবে ।

07:03 August 13

  • মুর্শিদাবাদে কোভিড হাসপাতালে ভাঙচুর চালালো রোগীর আত্মীয়রা ৷ ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত ।
  • পূর্ব বর্ধমানে নতুন করে 77 জন কোরোনায় আক্রান্ত । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1575 জন ।

06:38 August 13

Corona-State

  • কোরোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে কলকাতায় ৷ কলকাতা পৌরনিগমের লক্ষ্য, আরও অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা । 
  • কোরোনা আতঙ্কে শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকের ফুটপাথে অচেতন বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও এগিয়ে এল না কেউ । 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.