ETV Bharat / state

কালীঘাট মন্দিরে স্যানিটাইজ় টানেল, তবে কি দ্রুতই খুলছে মন্দির ?

কালীঘাট মন্দির খোলেনি এখনও । তবে মন্দিরের প্রবেশদ্বারে বসছে স্যানিটাইজ় টানেল । অন্যান্য পদক্ষেপও করছে মন্দির কর্তৃপক্ষ । দুই একদিনের মধ্যেই মন্দির খোলার ইঙ্গিত পাওয়া গিয়েছে ।

kalighat
kalighat
author img

By

Published : Jun 4, 2020, 8:36 PM IST

কলকাতা, 4 জুন : দর্শনার্থীদের মধ্যে সংক্রমণরুখতে অভিনব পদক্ষেপ করল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ । মন্দিরের প্রবেশদ্বারে বসবে স‍্যানিটাইজ়টানেল । পুণ্যার্থীরা প্রতিমা দর্শনের আগে স‍্যানিটাইজ় টানেলে নিজেদেরজীবাণুমুক্ত করতে পারবেন ।

দর্শনার্থীদেরমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যেও মন্দির কমিটির তরফে বিশেষ উদ্যোগ নেওয়াহয়েছে । এর ফলে সংক্রমণের ভয় কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় 1জুন থেকেধর্মীয় স্থান খোলার ছাড়পত্র দিলেও খোলেনি কালীঘাট, আদ্যাপীঠ সহ অনেক মন্দিরের দরজা । তবেকালীঘাট মন্দির দ্রুত খোলার বিষয়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ । দুই একদিনের মধ্যেইমন্দির খুলে খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তবে তার আগে দর্শনার্থী, পাণ্ডা এবং পূজারিদের সুরক্ষার জন্যবসবে স‍্যানিটাইজ় টানেল । মন্দিরের প্রবেশদ্বারে বসবে এই টানেলটি । স‍্যানিটাইজ়টানেল পার করে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা ।

সামাজিকদূরত্ব বজায় রাখার জন্য মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে ।পুজো দেওয়ার লাইন বড় থাকলেও একসঙ্গে 10 জনের বেশি মানুষ মন্দিরের ভেতরেপ্রবেশ করতে পারবেন না । 10 জনের পুজো দেওয়া সম্পূর্ণ হলে আবার 10জন পুজো দেওয়ার অনুমতি পাবেন ।

কলকাতা, 4 জুন : দর্শনার্থীদের মধ্যে সংক্রমণরুখতে অভিনব পদক্ষেপ করল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ । মন্দিরের প্রবেশদ্বারে বসবে স‍্যানিটাইজ়টানেল । পুণ্যার্থীরা প্রতিমা দর্শনের আগে স‍্যানিটাইজ় টানেলে নিজেদেরজীবাণুমুক্ত করতে পারবেন ।

দর্শনার্থীদেরমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যেও মন্দির কমিটির তরফে বিশেষ উদ্যোগ নেওয়াহয়েছে । এর ফলে সংক্রমণের ভয় কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় 1জুন থেকেধর্মীয় স্থান খোলার ছাড়পত্র দিলেও খোলেনি কালীঘাট, আদ্যাপীঠ সহ অনেক মন্দিরের দরজা । তবেকালীঘাট মন্দির দ্রুত খোলার বিষয়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ । দুই একদিনের মধ্যেইমন্দির খুলে খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তবে তার আগে দর্শনার্থী, পাণ্ডা এবং পূজারিদের সুরক্ষার জন্যবসবে স‍্যানিটাইজ় টানেল । মন্দিরের প্রবেশদ্বারে বসবে এই টানেলটি । স‍্যানিটাইজ়টানেল পার করে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা ।

সামাজিকদূরত্ব বজায় রাখার জন্য মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে ।পুজো দেওয়ার লাইন বড় থাকলেও একসঙ্গে 10 জনের বেশি মানুষ মন্দিরের ভেতরেপ্রবেশ করতে পারবেন না । 10 জনের পুজো দেওয়া সম্পূর্ণ হলে আবার 10জন পুজো দেওয়ার অনুমতি পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.