কলকাতা, 24 অক্টোবর : ঘোষিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরে কলা ও বিজ্ঞান বিভাগের CBCS সিস্টেমের 2020 সালের প্রথম সেমেস্টারের ফলাফল । যাঁরা এ-বছর স্নাতকস্তরে কলা ও বিজ্ঞান বিভাগে প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসেছিলেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন ।
পড়ুয়ারা wbresults.nic.in এই লিঙ্ক করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন । wbresults.nic.in লিঙ্কে ক্লিক করলেই B.A ও B.Sc-র প্রথম সেমেস্টারের ফলাফলের নির্দিষ্ট লিঙ্ক পাওয়া যাবে ।
পাশাপাশি নিচে দেওয়া ডিরেক্ট লিঙ্কটি থেকেও পরীক্ষার ফলাফল পাওয়া যাবে । নিচের ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে একটি উইন্ডো খুলবে । সেখানে নির্দিষ্ট স্থানে আপনার প্রথম সেমেস্টারের পরীক্ষার রোল নম্বর দিয়ে সাবমিট বোতামে ক্লিক করলেই খুলে যাবে পরীক্ষার ফলাফল ।
http://wbresults.nic.in/curesult2020/cures_ba_bsc_hgm_sem1_20.htm
এর আগে 22 অক্টোবর B.Com-এর চূড়ান্ত সেমেস্টারের ফলপ্রকাশ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । B.Com-এর ষষ্ঠ সেমেস্টারের সঙ্গে B.Com পার্ট-থ্রি অর্থাৎ চূড়ান্ত বর্ষের ফল প্রকাশও করা হয়েছিল ওই দিন । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল B.Com অনার্স ও জেনেরালের ফলাফল । 29 অক্টোবর থেকে B.Com-এর ষষ্ঠ সেমেস্টার ও পার্ট-থ্রি-র মার্কশিট দেওয়া হবে ।