কলকাতা, 30 অগস্ট : সেপ্টেম্বর মাসেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিজেপির সূত্রে এমনটাই শোনা যাচ্ছে । পাহাড় সমস্য সমাধানকে সামনে রেখে তাঁর এই সফর বলে জানা গিয়েছে । বিধানসভা নির্বাচনের পর আর এ রাজ্যে আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে পুজোর আগেই ফের বাংলায় আসার সম্ভাবনা রয়েছে তাঁর ৷
বিজেপির সূত্রে খবর, পাহাড় সমস্যা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লিতে একাধিক চিঠি দিয়েছেন । সেই চিঠিতে পাহাড়ের সুষ্ঠ সমাধান চাইছে বিজেপি । উত্তরবঙ্গে বিজেপির সংগঠন খুবই মজবুত । তাই পাহাড় ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করতে পারেন অমিত শাহ । কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক ও জন বার্লাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন । সেই আবেদনে সাড়া দিয়ে অমিত শাহ এ রাজ্যে আসছেন বলে খবর ।
আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই-এর মুখোমুখি ‘আক্রান্ত’ বিজেপি কর্মীরা, তাঁদের পাশে থাকতে বিশেষ কমিটি দলের
সূত্রের খবর, সেপ্টেম্বরের ওই সফরে কয়েকটি সরকারি কর্মসূচিও রয়েছে তাঁর ৷ উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মসূচির সূচনা করতে পারেন অমিত শাহ । এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "সরকারি কর্মসূচির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসতেই পারেন । তবে এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনও খবর নেই ৷"