কলকাতা, 4 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর 25 দিন পর এলেন ইউজিসির প্রতিনিধি দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই তাঁদের বৈঠক চলছে। সেই বৈঠকে একাধিক বিষয় খতিয়ে দেখছে ইউসিজির চার প্রতিনিধি দল। সূত্রের খবর, অন্যান্য বিষয়ের পাশাপাশি এই ধরনের ঘটনা রুখতে শুধু হস্টেল নয়, পড়ুয়াদের মেস পরিদর্শনের কথা উঠে এসেছে এই বৈঠকে ৷ তবে সেই প্রক্রিয়া কতটা সম্ভব, প্রশ্ন তুলেছে শিক্ষক সম্প্রদায় ৷
সোমবার বেলা 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের পিছনের গেট দিয়ে প্রবেশ করেন ইউজিসি’র চার প্রতিনিধি ৷ প্রথমে তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করেন ৷ তারপর তদন্তের দরকারে এক এক করে বিশ্ববিদ্যালয়ের বাকি আধিকারিকদের ডেকে কথা বলেন ৷ সূত্রের খবর, যাদবপুর আভ্যন্তরীন তদন্ত কমিটি ছাত্র মৃত্যুর ঘটনায় কী তথ্য উঠে এসেছে, তাও আজকের বৈঠকে আলোচ্য বিষয় বলে জানা গিয়েছে ৷ তবে যদি ইউসিজির প্রতিনিধিরা, হস্টেলের পাশাপাশি পড়ুয়াদের মেস পরিদর্শনের পরামর্শ দেন, তাহলে তা বাস্তবে কতটা যুক্তিসঙ্গত হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষকদের মধ্যেই ৷
কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাজারখানেক পড়ুয়া হস্টেল ছাড়াও একাধিক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে মেস ভাড়া করে থাকেন ৷ সেক্ষেত্রে তাঁদের প্রত্যেকের মেস বাড়ি খুঁজে তা পরিদর্শন করা কতটা সম্ভবপর, সংশয় থাকছে ৷ 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে একাধিক জটিলতা তৈরি হয়েছে। ছাত্র-মৃত্যুর এ ঘটনাকে কেন্দ্র করে ইউজিসির পক্ষ থেকে প্রায় তিনবার রিপোর্ট তলব করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কাছে ।
আরও পড়ুন: ছাত্রমৃত্যুর 25 দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এল ইউজিসির প্রতিনিধি দল
যদিও একবারের রিপোর্টেও সন্তুষ্ট হয়নি ইউজিসি । সোমবার বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন চার প্রতিনিধি । সূত্রের খবর, 7 অগস্ট অর্থাৎ ছাত্রমৃত্যুর সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কী কী হয়েছিল সেই সম্পূর্ণ তথ্য ইউজিসির হাতে বিভাগের অধ্যাপকেরা তুলে দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিচয় পর্বের দিন র্যাগিং সম্পর্কে সচেতনতামূলক প্রচার করা হয়েছিল কি না, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এমনকী, ইউজিসির নিয়ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কতটা মান্যতা দেওয়া হয়! তাও খতিয়ে দেখছেন প্রতিনিধি দল ৷