ETV Bharat / state

রাজ্যে কোরোনায় মৃত্যু আরও 2 চিকিৎসকের

বৃহস্পতিবার রাজ্যে আরও দু'জন চিকিৎসকের মৃত্যু হল ৷ এনিয়ে রাজ্যে কোরোনায় মৃত্যু হল 52 জন চিকিৎসকের ।

author img

By

Published : Oct 2, 2020, 11:44 AM IST

two-doctors-died-of-corona-in-kolkata
রাজ্যে আরও 2 চিকিৎসকের মৃত্যু হল কোরোনায়

কলকাতা, 2 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল ৷ গতকাল কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ওই দুই চিকিৎসকের মৃত্যু হয় ৷ এনিয়ে রাজ্যে 52 জন চিকিৎসকের মৃত্যু হল ৷

মৃত দুই চিকিৎসকের মধ্যে একজনের বয়স 53 বছর ৷ তিনি উত্তর 24 পরগনার মসলন্দপুরে প্রাইভেটে প্র্যাকটিস করতেন ৷ কোরোনায় আক্রান্ত হওয়ায় আনন্দপুরের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ৷

এদিকে আর এক দন্ত চিকিৎসকেরও মৃত্যু হয়েছে ৷ 65 বছর বয়সি ওই চিকিৎসক হাওড়ার বাসিন্দা ছিলেন ৷ তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন বলে জানা গেছে ৷ কোরোনা আক্রান্ত হওয়ায় এক মাসের বেশি সময় ধরে সল্টলেকের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ প্রায় প্রথম থেকেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৷ ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷

কলকাতা, 2 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল ৷ গতকাল কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ওই দুই চিকিৎসকের মৃত্যু হয় ৷ এনিয়ে রাজ্যে 52 জন চিকিৎসকের মৃত্যু হল ৷

মৃত দুই চিকিৎসকের মধ্যে একজনের বয়স 53 বছর ৷ তিনি উত্তর 24 পরগনার মসলন্দপুরে প্রাইভেটে প্র্যাকটিস করতেন ৷ কোরোনায় আক্রান্ত হওয়ায় আনন্দপুরের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ৷

এদিকে আর এক দন্ত চিকিৎসকেরও মৃত্যু হয়েছে ৷ 65 বছর বয়সি ওই চিকিৎসক হাওড়ার বাসিন্দা ছিলেন ৷ তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন বলে জানা গেছে ৷ কোরোনা আক্রান্ত হওয়ায় এক মাসের বেশি সময় ধরে সল্টলেকের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ প্রায় প্রথম থেকেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৷ ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.