ETV Bharat / state

রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে আরও 2 চিকিৎসকের মৃত্যু - corona in west bengal

এপর্যন্ত রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে 50 জন চিকিৎসকের মৃত্যু হল ৷

2 covid positive doctors died in corona in west bengal
রাজ্যে আরও 2 কোরোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
author img

By

Published : Oct 1, 2020, 6:56 AM IST

কলকাতা, 1 অক্টোবর : রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল ৷ তাঁদের মধ্যে একজন সরকারি হাসপাতালে কর্মরত আর একজন প্রাইভেটে প্রাকটিস করতেন । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত মোট 50 জন চিকিৎসকের মৃত্যু হল ৷

চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত 48 বছর বয়সি একজন অর্থোপেডিক সার্জেনের চিকিৎসা চলছিল মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে । তিনি কাঁথিতে প্রাইভেটে প্রাকটিস করতেন ৷ আক্রান্ত হওয়ায় গত একমাস ধরে তাঁর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে‌ । শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল । এছাড়া তাঁকে এক্সট্রা করপোরিয়াল মেমব্রেন অক্সিজ়েনেশন (ECMO)-এর সাপোর্টেও রাখা হয়েছিল । মাঝে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ বুধবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

এছাড়া বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে কোরোনায় ৷ 50 বছর বয়সি ওই দন্ত চিকিৎসক কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ ছিল । তা সত্ত্বেও কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তিনি নেননি । গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালে ভরতি করা হয় । কোরোনা পরীক্ষার জন্য গত শনিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল । পর দিনই তাঁর মৃত্যু হয় । পরে টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ৷

কলকাতা, 1 অক্টোবর : রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসকের মৃত্যু হল ৷ তাঁদের মধ্যে একজন সরকারি হাসপাতালে কর্মরত আর একজন প্রাইভেটে প্রাকটিস করতেন । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত মোট 50 জন চিকিৎসকের মৃত্যু হল ৷

চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত 48 বছর বয়সি একজন অর্থোপেডিক সার্জেনের চিকিৎসা চলছিল মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে । তিনি কাঁথিতে প্রাইভেটে প্রাকটিস করতেন ৷ আক্রান্ত হওয়ায় গত একমাস ধরে তাঁর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে‌ । শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল । এছাড়া তাঁকে এক্সট্রা করপোরিয়াল মেমব্রেন অক্সিজ়েনেশন (ECMO)-এর সাপোর্টেও রাখা হয়েছিল । মাঝে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ বুধবার সকালে তাঁর মৃত্যু হয় ৷

এছাড়া বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে কোরোনায় ৷ 50 বছর বয়সি ওই দন্ত চিকিৎসক কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ ছিল । তা সত্ত্বেও কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তিনি নেননি । গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালে ভরতি করা হয় । কোরোনা পরীক্ষার জন্য গত শনিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল । পর দিনই তাঁর মৃত্যু হয় । পরে টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.