কলকাতা, 23 ডিসেম্বর : পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন (Omicron in Bengal) । নতুন করে আরও দু'জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ৷ আক্রান্ত দু'জনেই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন । জিনোম সিকোয়েন্সিংয়ের পর এই তথ্য জানা গিয়েছে ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দু'জনই কলকাতার বাসিন্দা ৷ একজন হলেন আলিপুরের বাসিন্দা এক যুবক ৷ যিনি সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন । করোনা পজিটিভ হওয়ার পর তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় । এরপরই ধরা পড়ে যে তিনি ওমিক্রন আক্রান্ত ৷ আক্রান্ত যুবক বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । অন্য যুবক সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফেরেন । তিনিও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
আরও পড়ুন : PM's Review Meet over Omicron: বাড়ছে ওমিক্রন, পরিস্থিতি পর্যালোচনায় কাল বৈঠকে মোদি
দুই আক্রান্ত যুবকেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে । এর আগে মুর্শিদাবাদের একটি সাত বছরের বালক ওমিক্রনে আক্রান্ত হয় । সে তার পরিবারের সঙ্গে আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে রাজ্যে ফিরেছিল ।