ETV Bharat / state

কলকাতায় ব্লক রেইডে গ্রেপ্তার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র - miscreants arrested in Block raid

ব্লক রেইডে সাফল্য কলকাতা পুলিশের । গ্রেপ্তার হল দুই দুষ্কৃতী । উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ।

ধৃত দুই দুষ্কৃতী
author img

By

Published : Sep 10, 2019, 6:25 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : রাতের কলকাতায় ব্লক রেইডের সুফল মিলল আরও একবার । গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে । নাম প্রদীপ ভগত ও মানোয়ার হোসেন । তাদের জিজ্ঞাসাবাদ করে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালবাজার পুলিশ ।

ট্যাংরা, কুষ্টিয়া, তিলজলা এলাকায় অত্যন্ত পরিচিত দুটি নাম প্রদীপ ও মানোয়ার । প্রদীপের বাড়ি কুষ্টিয়া রোডে আর মানোয়ার হোসেন কড়েয়া থানার মসজিদ বাড়ি লেনের বাসিন্দা । কয়েকটি কেসে পুলিশের খাতায় নাম ছিল এই দু'জনের । বিশেষ করে অস্ত্র আইনে ।

Arms
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

রবিবার রাতে ব্লক রেইড করে তাদের গ্রেপ্তার করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হয় তাদের । জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে । গতকাল তিনটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করে পুলিশ । সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : রাতের কলকাতায় ব্লক রেইডের সুফল মিলল আরও একবার । গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে । নাম প্রদীপ ভগত ও মানোয়ার হোসেন । তাদের জিজ্ঞাসাবাদ করে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালবাজার পুলিশ ।

ট্যাংরা, কুষ্টিয়া, তিলজলা এলাকায় অত্যন্ত পরিচিত দুটি নাম প্রদীপ ও মানোয়ার । প্রদীপের বাড়ি কুষ্টিয়া রোডে আর মানোয়ার হোসেন কড়েয়া থানার মসজিদ বাড়ি লেনের বাসিন্দা । কয়েকটি কেসে পুলিশের খাতায় নাম ছিল এই দু'জনের । বিশেষ করে অস্ত্র আইনে ।

Arms
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

রবিবার রাতে ব্লক রেইড করে তাদের গ্রেপ্তার করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হয় তাদের । জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে । গতকাল তিনটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করে পুলিশ । সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।

Intro:কলকাতা, 10 সেপ্টেম্বর: রাতের কলকাতায় ব্লক রেইডের সুফল মিলল আরও একবার। গতরাতে ব্লক রেইডে গ্রেপ্তার করা হয়েছিল দুই কুখ্যাত দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর বেশ কয়েকটি কেসে নাম ছিল তাদের। বিশেষ করে অস্ত্র আইনে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে লালবাজারের পেয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।
Body:পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম প্রদীপ ভগত এবং মানোয়ার হোসেন। ট্যাংরা, কুষ্টিয়া, তিলজলা এলাকায় এই দুই যুবক পরিচিত দুষ্কৃতী। প্রদীপের বাড়ি কুষ্টিয়া রোডে। আর মানোয়ার হোসেন কড়েয়া থানা এলাকার মসজিদ বাড়ি লেনের বাসিন্দা। পুলিশের খাতায় এই দুই দুষ্কৃতীর নাম ছিল আগে থেকেই। সেই সূত্রে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে লালবাজারের গোয়েন্দারা। Conclusion:পুলিশ সূত্রে খবর দেওয়া বর্ণনা অনুযায়ী। গত সন্ধ্যায় উদ্ধার হয় তিনটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.