ETV Bharat / state

শহিদ মিনার চত্বর থেকে জালনোট সহ ধৃত তামিলনাড়ুর বাসিন্দা

2 লাখ টাকার জালনোট সহ রাজ্যের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স । গতকাল বিকেলে কলকাতার শহিদ মিনার চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

জালনোট
author img

By

Published : May 14, 2019, 1:11 PM IST

Updated : May 14, 2019, 1:19 PM IST

কলকাতা, 14 মে : শহিদ মিনার চত্বর থেকে জালনোট সহ গ্রেপ্তার করা হল তামিলনাড়ুর দুই বাসিন্দাকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 লাখ টাকার জালনোট ।

fake-note
ধৃত ব্যক্তি

কলকাতা পুলিশের STF সূত্রে খবর, গতকাল বিকেলে আটক করা হয় মণি গোবিন্দন, ভেলু মালাপ্পন নামে দুজনকে । তাদের আটক করা হয় শহিদ মিনার এলাকা থেকে । তাদের কাছ থেকে উদ্ধার হয় 2 লাখ টাকার জালনোট । পরে তাদের গ্রেপ্তার করা হয় ।

fake-note
ধৃত ব্যক্তি

পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা চলছে, তারা এরাজ্য থেকে জালনোট তামিলনাড়ুতে নিয়ে যাচ্ছিল না কি অন্য কোনও জায়গা থেকে জালনোট এনে শহরে ছড়িয়ে দিচ্ছিল ।

কলকাতা, 14 মে : শহিদ মিনার চত্বর থেকে জালনোট সহ গ্রেপ্তার করা হল তামিলনাড়ুর দুই বাসিন্দাকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 লাখ টাকার জালনোট ।

fake-note
ধৃত ব্যক্তি

কলকাতা পুলিশের STF সূত্রে খবর, গতকাল বিকেলে আটক করা হয় মণি গোবিন্দন, ভেলু মালাপ্পন নামে দুজনকে । তাদের আটক করা হয় শহিদ মিনার এলাকা থেকে । তাদের কাছ থেকে উদ্ধার হয় 2 লাখ টাকার জালনোট । পরে তাদের গ্রেপ্তার করা হয় ।

fake-note
ধৃত ব্যক্তি

পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা চলছে, তারা এরাজ্য থেকে জালনোট তামিলনাড়ুতে নিয়ে যাচ্ছিল না কি অন্য কোনও জায়গা থেকে জালনোট এনে শহরে ছড়িয়ে দিচ্ছিল ।

Intro:কলকাতা, 14 মে: এতদিন পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা। এবার তার সঙ্গে যুক্ত হল দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম। গতকাল বিকেলে কলকাতার শহীদ মিনার চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হল ওই রাজ্যের দুই বাসিন্দাকে। তাদের কাছে উদ্ধার হয়েছে দু লাখ টাকার জাল নোট।Body:কলকাতা পুলিশের স্পেশাল ট্রান্সপোর্ট সূত্রে খবর, বিশেষ সোর্স মারফত খবর পেয়ে গতকাল বিকেলে আটক করা হয় মণি গোবিন্দন, ভেলু মালাপ্পন নামে দুজনকে। তাদের আটক করা হয় শহীদ মিনার এলাকা থেকে। তল্লাশি চালাতে তাদের কাছে উদ্ধার হয় দু লাখ টাকার জাল নোট। পরে তাদের গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স।
Conclusion:সাধারণভাবে মালদা থেকে জাল নোট আনা হয় কলকাতায়। তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি। অতীতে এমন ঘটনাযই দেখা গেছে। ধৃত তামিলনাড়ুর দুই ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা চলছে, তারা এ রাজ্য থেকে জাল নোট তামিলনাড়ুতে নিয়ে যাচ্ছিল কিনা। নাকি অন্য কোন জায়গা থেকে জাল নোট ছড়িয়ে দিচ্ছিল শহরে। পুরো বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিশ হেফাজতের অনুমতি চাওয়া হবে বলে সূত্রের খবর।

Last Updated : May 14, 2019, 1:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.