কলকাতা, ৪ মে : ফের শহরে কোরোনায় মৃত্যু হল দু'জনের ৷ তাঁরা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন । গতকাল অর্থাৎ রবিবার রাতে এই দুই কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ৷
সূত্রের খবর , তাঁদের মধ্যে একজন 73 বছরের প্রৌঢ় এবং অন্যজন 47 বছরের এক মহিলা । 30 এপ্রিল কোরোনা আক্রান্ত এই দুইজনকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ এরপরে তাঁদের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে ৷ এমনকী , ২ মে তাঁদের ভেন্টিলেশনে রাখতে হয় । ভেন্টিলেশনে থাকাকালীন গতকাল রাতে তাঁদের মৃত্যু হয় ৷
জানা গেছে , 73 বছরের এই প্রৌঢ় মিজ়োরামের বাসিন্দা । তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন । চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছিলেন । কলকাতায় আসার পরে তিনি সল্টলেকে অবস্থিত মিজ়োরাম হাউসে থাকতেন । এই প্রৌঢ়ের সংস্পর্শে আসা মিজ়োরাম হাউস়ের 26 জনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । মিজ়োরাম হাউস়ের অন্য দুই অতিথি বাসিন্দাকে কোরোনা হাসপাতালে ভরতি করানো হয়েছে বলেও জানা গিয়েছে ।
অন্যদিকে , সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে যে আক্রান্তের মৃত্যু হয়েছে , তিনি কলকাতার জোড়াবাগানে থাকতেন । তিনি মূলত গুজরাতের বাসিন্দা বলে জানা গেছে ।