ETV Bharat / state

Adenovirus Situation in Kolkata: 24 ঘণ্টার মধ্যে শহরে অ্যাডিনোভাইরাসে মৃত্যু আরও 2 শিশুর - অ্যাডিনোভাইরাসের জেরে মৃত্যু 2 শিশুর

অ্যাডিনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল আও দুই শিশুর ৷ তারা দু'জনেই বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৷

Adenovirus
অ্যাডিনোভাইরাস
author img

By

Published : Feb 26, 2023, 1:45 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: ফের রাজ্যে অ্যাডিনোভাইরাসের কবলে দুই শিশু । 24 ঘণ্টার মধ্যে মৃত্যু হল দুই একরত্তির । শনিবার রাতে বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় ন'মাসের একটি শিশুর । অন্যদিকে রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও একটি দেড় বছরের শিশুর । ন'মাসের শিশুটি হাওড়ার উদয়নারায়ণপুর বাসিন্দা (Two children die of adenovirus in Kolkata)। পরিবার সূত্রে খবর, 2 ফেব্রুয়ারি থেকে জ্বর ছিল তার । তাকে সেই সময় বিসি রায় হাসপাতালে নিয়ে আসে পরিবার । সেখানে ভরতি করা হয় ৷

সুস্থ হয়ে গেলে 11 তারিখ তাকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু হাসপাতাল থেকে ফেরার তিনদিনের মাথায় ফের জ্বর আসে ওই শিশুটির । তখন তাকে আবারও বিসি রায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তবে পরিবারের অভিযোগ, সেই সময় চিকিৎসক শিশুকে আইসিইউতে রাখার কথা বলে । কিন্তু তখন বিসি রায় কোনও আইসিইউ বেড ফাঁকা নেই বলে হাসপাতাল পরিবারকে জানানো হয় । অবশেষে শনিবার রাতে মৃত্যু হয় ওই একরত্তির ।

অন্যদিকে, কলকাতা ন্যাশনাল মেডিক‌্যাল কলেজেও একটি শিশুর মৃত্যু হয়েছে । সে নদিয়ার বাসিন্দা । তবে সূত্রের খবর, তার মৃত্যু হয়েছে ব্রোঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে । ওই শিশুর জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও দেখা গিয়েছিল । এই শিশুটিকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে রেফার করা হয়েছিল কলকাতা ন্যাশনাল মেডিক‌্যালে । সেখানে মাদার অ্যান্ড চাইল্ড হাবে রেখে চিকিৎসা করা হচ্ছিল তার । রবিবার ভোররাতে মৃত্যু হয় শিশুটির (Adenovirus Situation in Kolkata) ।

প্রসঙ্গত, ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে এই অ্যাডিনোভাইরাস । স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে । শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন থেকে শুরু করে বেড রাখার কথা সেই নির্দেশিকায় বলা হয়েছে। যদি কোনও শিশুর 3-5 দিন জ্বর থাকে এবং তার সঙ্গে শ্বাসজনিত সমস্যাও দেখা যায় তাহলে তাকে দ্রুত হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়েছে। যদি কারও খাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা যায় তাহলেও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা । পৌরসভার পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে । করোনা মোকাবিলার সময় যে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেইমতোই অ্যাডিনোভাইরাস মোকাবিলার ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: বাঁকুড়ায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত 70 জন শিশু, চিন্তায় চিকিৎসকরা

কলকাতা, 26 ফেব্রুয়ারি: ফের রাজ্যে অ্যাডিনোভাইরাসের কবলে দুই শিশু । 24 ঘণ্টার মধ্যে মৃত্যু হল দুই একরত্তির । শনিবার রাতে বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় ন'মাসের একটি শিশুর । অন্যদিকে রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও একটি দেড় বছরের শিশুর । ন'মাসের শিশুটি হাওড়ার উদয়নারায়ণপুর বাসিন্দা (Two children die of adenovirus in Kolkata)। পরিবার সূত্রে খবর, 2 ফেব্রুয়ারি থেকে জ্বর ছিল তার । তাকে সেই সময় বিসি রায় হাসপাতালে নিয়ে আসে পরিবার । সেখানে ভরতি করা হয় ৷

সুস্থ হয়ে গেলে 11 তারিখ তাকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু হাসপাতাল থেকে ফেরার তিনদিনের মাথায় ফের জ্বর আসে ওই শিশুটির । তখন তাকে আবারও বিসি রায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তবে পরিবারের অভিযোগ, সেই সময় চিকিৎসক শিশুকে আইসিইউতে রাখার কথা বলে । কিন্তু তখন বিসি রায় কোনও আইসিইউ বেড ফাঁকা নেই বলে হাসপাতাল পরিবারকে জানানো হয় । অবশেষে শনিবার রাতে মৃত্যু হয় ওই একরত্তির ।

অন্যদিকে, কলকাতা ন্যাশনাল মেডিক‌্যাল কলেজেও একটি শিশুর মৃত্যু হয়েছে । সে নদিয়ার বাসিন্দা । তবে সূত্রের খবর, তার মৃত্যু হয়েছে ব্রোঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে । ওই শিশুর জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও দেখা গিয়েছিল । এই শিশুটিকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে রেফার করা হয়েছিল কলকাতা ন্যাশনাল মেডিক‌্যালে । সেখানে মাদার অ্যান্ড চাইল্ড হাবে রেখে চিকিৎসা করা হচ্ছিল তার । রবিবার ভোররাতে মৃত্যু হয় শিশুটির (Adenovirus Situation in Kolkata) ।

প্রসঙ্গত, ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে এই অ্যাডিনোভাইরাস । স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে । শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন থেকে শুরু করে বেড রাখার কথা সেই নির্দেশিকায় বলা হয়েছে। যদি কোনও শিশুর 3-5 দিন জ্বর থাকে এবং তার সঙ্গে শ্বাসজনিত সমস্যাও দেখা যায় তাহলে তাকে দ্রুত হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়েছে। যদি কারও খাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা যায় তাহলেও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা । পৌরসভার পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে । করোনা মোকাবিলার সময় যে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেইমতোই অ্যাডিনোভাইরাস মোকাবিলার ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: বাঁকুড়ায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত 70 জন শিশু, চিন্তায় চিকিৎসকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.