ETV Bharat / state

অসম থেকে কলকাতায় ঢুকছিল 8 কোটির হেরোইন, গ্রেপ্তার 2 - two arrested with heroine

কলকাতায় মাদক পাচারের চেষ্টা । আবার অসমের নম্বর প্লেট লাগানো গাড়িতেই কলকাতায় ঢোকানো হচ্ছিল ওই মাদক । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

মাদক
author img

By

Published : Aug 27, 2019, 9:09 PM IST

কলকাতা, 26 অগাস্ট : আবার কলকাতায় মাদক পাচারের চেষ্টা । আবার অসমের নম্বর প্লেট লাগানো গাড়িতেই কলকাতায় ঢোকানো হচ্ছিল ওই মাদক । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে । তারা দু'জনেই অসমের বাসিন্দা।

drug
গ্রেপ্তার দুই মাদক পাচারকারী

অসম থেকে কলকাতায় ঢুকছে প্রচুর টাকার হেরোইন । সোর্স মারফত সেই খবর পাওয়ার পর সর্বত্র নজর রাখা হয়েছিল বলে STF সূত্রে খবর ৷ পরে সোর্স খবর দেয়, ওই মাদক ঢুকছে সড়কপথে । ঢোকানো হচ্ছে অসমের রেজিস্ট্রেশন করা একটি গাড়িতে । সেই সূত্রে অসমের নম্বর প্লেট লাগানো সব গাড়ির দিকেই নজর রাখা হচ্ছিল । এরপরই নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে একটি সেন্ট্রো গাড়ি আটকান গোয়েন্দারা । সন্দেহজনক সেই গাড়িতে ছিলেন দু'জন । গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে 2 কেজি 417 গ্রাম হেরোইন । যার বাজারমূল্য 8 কোটি টাকা । ঘটনায় 34 বছরের জয় গোপাল দেবনাথ এবং 40 বছরের হোসেন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের দু'জনেরই বাড়ি অসমের তিনসুকিয়ায়৷

drug
অসমের এই গাড়ি করেই পাচার করা হচ্ছিল মাদক

এর আগে গত সপ্তাহে কলকাতা পুলিশের কাছে খবর ছিল, মণিপুর এবং নাগাল্যান্ড থেকে শহরে ঢুকছে পার্টি ড্রাগ । সেই সূত্রেই অসমের রেজিস্ট্রেশন করা একটি স্করপিও গাড়ির উপর নজর পড়ে গোয়েন্দাদের । ময়দান থানা এলাকার সৈয়দ বাবা মাজারের সামনে সেটিকে আটক করা হয় । তাতে ছিল চারজন । দু'জন মণিপুরের আর দু'জন নাগাল্যান্ডের বাসিন্দা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অফিসারদের কাছে খবর ছিল তেমনই । গাড়িটির সিটের কভার সরিয়ে দেখা যায় সেখানেও কিছু নেই । অথচ গাড়িতে থাকা চারজনের শরীরের অভিব্যক্তি বলছিল, কিছু একটা আছেই । পরে এক মেকানিককে ডেকে পাঠিয়ে খোলা হয় পিছনের সিট । তা খুলতেই বডি প্যানেল থেকে বেরিয়ে পড়ে মুঠো মুঠো ইয়াবা । ওজন 23 কেজি 300 গ্রাম । এরপরই গ্রেপ্তার করা হয় ওই চারজনকে । এর মধ্যে দু'জন মণিপুরের বাসিন্দা । আর একজন নাগাল্যান্ড ও আর একজন অসমের বাসিন্দা ।

এদিকে আজ ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা হচ্ছে যে ওই মাদক বিদেশ থেকে ঢুকেছিল কি না । ওই মাদক মায়ানমার থেকে আসছিল বলে সন্দেহ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কলকাতায় কার হাতে ওই মাদক তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করা হচ্ছে ।

কলকাতা, 26 অগাস্ট : আবার কলকাতায় মাদক পাচারের চেষ্টা । আবার অসমের নম্বর প্লেট লাগানো গাড়িতেই কলকাতায় ঢোকানো হচ্ছিল ওই মাদক । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে । তারা দু'জনেই অসমের বাসিন্দা।

drug
গ্রেপ্তার দুই মাদক পাচারকারী

অসম থেকে কলকাতায় ঢুকছে প্রচুর টাকার হেরোইন । সোর্স মারফত সেই খবর পাওয়ার পর সর্বত্র নজর রাখা হয়েছিল বলে STF সূত্রে খবর ৷ পরে সোর্স খবর দেয়, ওই মাদক ঢুকছে সড়কপথে । ঢোকানো হচ্ছে অসমের রেজিস্ট্রেশন করা একটি গাড়িতে । সেই সূত্রে অসমের নম্বর প্লেট লাগানো সব গাড়ির দিকেই নজর রাখা হচ্ছিল । এরপরই নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে একটি সেন্ট্রো গাড়ি আটকান গোয়েন্দারা । সন্দেহজনক সেই গাড়িতে ছিলেন দু'জন । গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে 2 কেজি 417 গ্রাম হেরোইন । যার বাজারমূল্য 8 কোটি টাকা । ঘটনায় 34 বছরের জয় গোপাল দেবনাথ এবং 40 বছরের হোসেন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের দু'জনেরই বাড়ি অসমের তিনসুকিয়ায়৷

drug
অসমের এই গাড়ি করেই পাচার করা হচ্ছিল মাদক

এর আগে গত সপ্তাহে কলকাতা পুলিশের কাছে খবর ছিল, মণিপুর এবং নাগাল্যান্ড থেকে শহরে ঢুকছে পার্টি ড্রাগ । সেই সূত্রেই অসমের রেজিস্ট্রেশন করা একটি স্করপিও গাড়ির উপর নজর পড়ে গোয়েন্দাদের । ময়দান থানা এলাকার সৈয়দ বাবা মাজারের সামনে সেটিকে আটক করা হয় । তাতে ছিল চারজন । দু'জন মণিপুরের আর দু'জন নাগাল্যান্ডের বাসিন্দা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অফিসারদের কাছে খবর ছিল তেমনই । গাড়িটির সিটের কভার সরিয়ে দেখা যায় সেখানেও কিছু নেই । অথচ গাড়িতে থাকা চারজনের শরীরের অভিব্যক্তি বলছিল, কিছু একটা আছেই । পরে এক মেকানিককে ডেকে পাঠিয়ে খোলা হয় পিছনের সিট । তা খুলতেই বডি প্যানেল থেকে বেরিয়ে পড়ে মুঠো মুঠো ইয়াবা । ওজন 23 কেজি 300 গ্রাম । এরপরই গ্রেপ্তার করা হয় ওই চারজনকে । এর মধ্যে দু'জন মণিপুরের বাসিন্দা । আর একজন নাগাল্যান্ড ও আর একজন অসমের বাসিন্দা ।

এদিকে আজ ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা হচ্ছে যে ওই মাদক বিদেশ থেকে ঢুকেছিল কি না । ওই মাদক মায়ানমার থেকে আসছিল বলে সন্দেহ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কলকাতায় কার হাতে ওই মাদক তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করা হচ্ছে ।

Intro:কলকাতা, 27 অগাস্ট: আবার কলকাতায় মাদক পাচারের চেষ্টা। ঘটনায় ফের নাম জড়ালো অসমের। উত্তর-পূর্বের এই রাজ্যটির নম্বর প্লেটের গাড়িতেই কলকাতায় ঢোকানো হচ্ছিল ওই মাদক। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। দুজনেই অসমের বাসিন্দা।
Body:কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, বিশেষ সূত্রে খবর পাওয়া যায় অসম থেকে কলকাতায় ঢোকানো হচ্ছে প্রচুর টাকার হেরোইন। সোর্স মারফত সেই খবর পাওয়ার পর নজর দেখা হচ্ছিল সর্বত্র। পরে সোর্স খবর দেয় ওই মাদক ঢুকছে সড়ক পথে। ঢোকানো হচ্ছে অসমের রেজিস্ট্রেশন করা একটি গাড়িতে করে। সেই সূত্রে অসমের নম্বর প্লেটের সব গাড়ির দিকেই নজর রাখা হয়েছিল। গোয়েন্দারা নারকেলডাঙ্গা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে আটকায় একটি সেন্ট্রো গাড়ি। সন্দেহজনক সেই গাড়িতে সওয়ারি ছিলেন দুজন। গাড়িটি আটক করে সার্চ করতেই বেরিয়ে পড়ে ২ কেজি ৪১৭ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য ৮ কোটি টাকা। ঘটনায় 34 বছরের জয় গোপাল দেবনাথ এবং 40 বছরের হোসেন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুজনেরই বাড়ি অসমের তিনসুকিয়া।

গত সপ্তাহে কলকাতা পুলিশের কাছে খবর ছিল, মনিপুর এবং নাগাল্যান্ড থেকে শহরে ঢুকছে পার্টি ড্রাগ। সেই সূত্রেই অসমের রেজিস্ট্রেশন একটি স্করপিও গাড়ির ওপর নজর পরে গোয়েন্দাদের। ময়দান থানা এলাকার সৈয়দ বাবা মাজারের সামনে সেটিকে আটক করা হয়। তাকে সওয়ারি ছিল চারজন। দুজন মনিপুরের আর দুজন নাগাল্যান্ডের বাসিন্দা। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অফিসারদের কাছে খবর ছিল তেমনই। গাড়িটির সিটের কভার সরিয়ে দেখা যায় সেখানেও কিছু নেই। অথচ গাড়িতে থাকা চারজনের শরীরের অভিব্যক্তি বলছে, কিছু একটা আছেই। এইবার রীতিমতো ওই গাড়ির ইন্টেরিয়রের কাজ জানা এক মেকানিককে ডেকে পাঠিয়ে খোলা হয় পেছনের সিট। পিছনের সিট তুলে ফেলতেই বডি প্যানেল থেকে বেরিয়ে পড়ে মুঠো মুঠো ইয়াবা। মোট 23 কেজি 300 গ্রাম।এরপরেই গ্রেপ্তার করা হয় ওই চারজনকে। তাদের নাম পিএইচ এসা আলি, সালাওদিন সাগর দে এবং উত্তম সেন। এর মধ্যে প্রথম দুজন মনিপুরের বাসিন্দা। সাগর থাকে নাগাল্যান্ডে। আর উত্তম অসমের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালাচ্ছিল সাগর। পুলিশ গাড়িটি সিজ করে।
Conclusion:আজ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বোঝার চেষ্টা করছে ওই মাদক বিদেশ থেকে ঢুকেছিল কিনা। পুলিশের সন্দেহ, ওই মাদক আসছিল মায়ানমার থেকে। ধৃতদেরর জিজ্ঞাসাবাদ করে কলকাতায় কার হাতে ওই মাদক তুলে দেওয়া হতো তা জানার চেষ্টা করছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.