ETV Bharat / state

Kolkata Police: 'হিরো' কলকাতা পুলিশ ও ট্যাক্সি চালক, আমেরিকার দুই পর্যটক ফিরে পেলেন হারানো জিনিস

আমেরিকা থেকে কাজের সূত্রে কলকাতায় এসে আইফোন ও টাকার ব্যাগ হারিয়ে ফেলেন দুই পর্যটক ৷ তাঁদের হাতে তা যত্নসহকারে তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তারাতলা থানার পুলিশ আধিকারিক ও এক ট্যাক্সি চালক গায়েত্রী প্রসাদ ৷

Etv Bharat
হারানো জিনিস ফিরে পেলেন দুই আমেরিকান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 2:39 PM IST

কলকাতা, 3 অক্টোবর: কথাতেই আছে অতিথি দেব ভবঃ ৷ আর তাই প্রবাস থেকে বেড়াতে আসা প্রত্যেক পর্যটক ভগবানের সমান ৷ আর সেই দায়িত্ব যথাযথ পালন করলেন কলকাতা পুলিশের আধিকারিকরা ও শহরের এক ট্যাক্সিচালক ৷ তাঁদের উদ্যোগে আমেরিকা থেকে কলকাতায় বেড়াতে এসে হারিয়ে যাওয়া আইফোন এবং ব্যাগ সমেত টাকা ফিরে পেলেন এক বিদেশিনী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাবুঘাট বাসস্ট্যান্ডে। তারাতলা থানার পুলিশের উদ্যোগে শহরের পাঁচতারা হোটেলে গিয়ে ওই আমেরিকানকে তাঁর হারানো জিনিস ফিরিয়ে দেওয়া হয় ৷ পুলিশের তৎপর ভূমিকা দেখে মুগ্ধ পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসি ৷

এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উপ-নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক জানান, বিদেশ থেকে আগত অতিথিদের পাশে থাকা কলকাতার প্রতিটি নাগরিকদের প্রাথমিক কাজ ৷

পুলিশ সূত্রের খবর, সদ্য আমেরিকা থেকে আসা পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসি সোমবার রাতে বাবুঘাট থেকে একটি ট্যাক্সিতে ওঠেন। ট্যাক্সি চালক গায়েত্রী প্রসাদকে তাঁরা জানান, কলকাতার এক পাঁচতারা হোটেলে যাবেন ৷ সেই মতো ট্যাক্সিচালক গায়েত্রী প্রসাদ বাবুঘাট থেকে সোজা স্ট্রান্ড রোড ধরে সেই হোটেলে নিয়ে যান। তাঁরা তাঁদের ভাড়াও মিটিয়ে দেন।

এরপরে অন্য ভাড়ার জন্য সেই ট্যাক্সি নিয়ে চালক তারাতলা থানার দিকে এগোতে থাকেন। সেই সময় তিনি লক্ষ্য করেন যে তাঁর ট্যাক্সিতে পড়ে আছে দু'টি ব্যাগ এবং একটি ফোন। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, যে যাঁদের তিনি পাঁচতারা হোটেল নামিয়েছেন এই ব্যাগ তাঁদেরই ৷ কিন্তু তাঁদের নাম না জানায়, হোটেলে গিয়ে ফেরত দেওয়া দুষ্কর বুঝতে পেরে ট্যাক্সিচালক সোজা চলে যান স্থানীয় তারাতলা থানায়। সেখানে পুলিশকে গোটা বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন: রাস্তা নেই মুখ্যমন্ত্রীর দত্তক নেওয়া গ্রামে! হাসপাতালে পৌঁছতে না-পেরে পথেই প্রসব মহিলার

এরপরেই পুলিশ ব্যাগে থাকা একাধিক নথি ঘেঁটে জানতে পারেন, তাঁরা আমেরিকা থেকে কাজে কলকাতায় এসেছেন। ট্যাক্সি থেকে নামার সময় নিজেদের সামগ্রী নিয়ে নামতে ভুলে গিয়েছেন। এরপরে তারাতলা থানার পুলিশ সোজা ওই ট্যাক্সি চালককে সঙ্গে চলে যান পাঁচতারা হোটেলে । সেখানকার ম্যানেজারের সঙ্গে পুলিশ কথা বলেন ৷ এরপরে হোটেলের ম্যানেজার আমেরিকা থেকে আসা পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসির সঙ্গে পুলিশের দেখা করিয়ে দেন। তারাতলা থানার পুলিশ ওই দুই বিদেশির থেকে তাঁদের সামগ্রীর প্রমাণ যাচাই করেন। এরপর তাঁদের হাতে তুলে দেন আইফোন ও ব্যাগ সমেত টাকা। হারানো জিনিস ফিরে পেয়ে খুশি পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসি ৷ তাঁরা ধন্যবাদ জানান তারাতলা থানার পুলিশ আধিকারিক ও ট্যাক্সি চালক গায়েত্রী প্রসাদকে ৷

কলকাতা, 3 অক্টোবর: কথাতেই আছে অতিথি দেব ভবঃ ৷ আর তাই প্রবাস থেকে বেড়াতে আসা প্রত্যেক পর্যটক ভগবানের সমান ৷ আর সেই দায়িত্ব যথাযথ পালন করলেন কলকাতা পুলিশের আধিকারিকরা ও শহরের এক ট্যাক্সিচালক ৷ তাঁদের উদ্যোগে আমেরিকা থেকে কলকাতায় বেড়াতে এসে হারিয়ে যাওয়া আইফোন এবং ব্যাগ সমেত টাকা ফিরে পেলেন এক বিদেশিনী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাবুঘাট বাসস্ট্যান্ডে। তারাতলা থানার পুলিশের উদ্যোগে শহরের পাঁচতারা হোটেলে গিয়ে ওই আমেরিকানকে তাঁর হারানো জিনিস ফিরিয়ে দেওয়া হয় ৷ পুলিশের তৎপর ভূমিকা দেখে মুগ্ধ পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসি ৷

এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উপ-নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক জানান, বিদেশ থেকে আগত অতিথিদের পাশে থাকা কলকাতার প্রতিটি নাগরিকদের প্রাথমিক কাজ ৷

পুলিশ সূত্রের খবর, সদ্য আমেরিকা থেকে আসা পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসি সোমবার রাতে বাবুঘাট থেকে একটি ট্যাক্সিতে ওঠেন। ট্যাক্সি চালক গায়েত্রী প্রসাদকে তাঁরা জানান, কলকাতার এক পাঁচতারা হোটেলে যাবেন ৷ সেই মতো ট্যাক্সিচালক গায়েত্রী প্রসাদ বাবুঘাট থেকে সোজা স্ট্রান্ড রোড ধরে সেই হোটেলে নিয়ে যান। তাঁরা তাঁদের ভাড়াও মিটিয়ে দেন।

এরপরে অন্য ভাড়ার জন্য সেই ট্যাক্সি নিয়ে চালক তারাতলা থানার দিকে এগোতে থাকেন। সেই সময় তিনি লক্ষ্য করেন যে তাঁর ট্যাক্সিতে পড়ে আছে দু'টি ব্যাগ এবং একটি ফোন। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, যে যাঁদের তিনি পাঁচতারা হোটেল নামিয়েছেন এই ব্যাগ তাঁদেরই ৷ কিন্তু তাঁদের নাম না জানায়, হোটেলে গিয়ে ফেরত দেওয়া দুষ্কর বুঝতে পেরে ট্যাক্সিচালক সোজা চলে যান স্থানীয় তারাতলা থানায়। সেখানে পুলিশকে গোটা বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন: রাস্তা নেই মুখ্যমন্ত্রীর দত্তক নেওয়া গ্রামে! হাসপাতালে পৌঁছতে না-পেরে পথেই প্রসব মহিলার

এরপরেই পুলিশ ব্যাগে থাকা একাধিক নথি ঘেঁটে জানতে পারেন, তাঁরা আমেরিকা থেকে কাজে কলকাতায় এসেছেন। ট্যাক্সি থেকে নামার সময় নিজেদের সামগ্রী নিয়ে নামতে ভুলে গিয়েছেন। এরপরে তারাতলা থানার পুলিশ সোজা ওই ট্যাক্সি চালককে সঙ্গে চলে যান পাঁচতারা হোটেলে । সেখানকার ম্যানেজারের সঙ্গে পুলিশ কথা বলেন ৷ এরপরে হোটেলের ম্যানেজার আমেরিকা থেকে আসা পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসির সঙ্গে পুলিশের দেখা করিয়ে দেন। তারাতলা থানার পুলিশ ওই দুই বিদেশির থেকে তাঁদের সামগ্রীর প্রমাণ যাচাই করেন। এরপর তাঁদের হাতে তুলে দেন আইফোন ও ব্যাগ সমেত টাকা। হারানো জিনিস ফিরে পেয়ে খুশি পিটার এডওয়ার্ড এবং পাওলা এলসি ৷ তাঁরা ধন্যবাদ জানান তারাতলা থানার পুলিশ আধিকারিক ও ট্যাক্সি চালক গায়েত্রী প্রসাদকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.