কলকাতা, 3 জানুয়ারি: স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লারের আশ্বাসে ধর্মঘট থেকে সরে দাড়ালেন ট্রাক চালকরা ৷ আজ ছিল ট্রাক চালকদের ধর্মঘটের তৃতীয় দিন ৷ যদিও মঙ্গলবার রাতেই অল ইন্ডিয়া ট্রাক ফেডারেশনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলে । সেই বৈঠক শেষেই মেলে আশ্বাস ৷ স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লার আশ্বাস দেন, 'হিট অ্যান্ড রান' সম্পর্কিত নতুন আইন লাগু হবে না ৷ আর তা হলেও ট্রাক মালিক সংগঠনের আলোচনা সাপেক্ষেই হবে । আর তারপরেই দেশ জুড়ে হওয়া আন্দোলন তুলে নেয় ট্রাক মালিক সংগঠন ৷
রাজ্যের পক্ষ থেকেও ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্য়াসোসিয়েশন এবং অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের পক্ষ থেকে কাজে না ফেরার চরম হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠানো হয়ে ছিল গতকালই । তারপরই নড়েচড়ে বসে মন্ত্রক। সেই চিঠি পাঠানোর কয়েকঘণ্টা পরই বৈঠক হয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ৷ এই প্রসঙ্গেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "যে গতকালের বৈঠকেই স্বরাষ্ট্র সচিব ট্রাক সংগঠনকে আশ্বাস দিয়েছে যে গেজেট বিজ্ঞপ্তি পাশ হলেও এই আইন আপাতত লাগু হচ্ছে না দেশে । আর যদি তা হয়েও তাহলে সমস্ত পরিবহণ সংগঠনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷"
প্রসঙ্গত, ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতা, 2023 অ্যাক্টে উল্লেখ করা হয়েছে, ট্রাকের ক্ষেত্রে কোথায় 'হিট অ্যান্ড রান' হলে তা যদি ট্রাক চালক থানায় না জানিয়ে পালিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ট্রাক চালককে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ৷ পাশাপাশি তার সর্বোচ্চ 10 বছরের জেলও হতে পারে। এই নিয়মটি 109 নম্বর সেকশনে বলা হয়েছে। এই নয়া আইনের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দেয় দেশের ট্রাক মালিক এবং চালক পক্ষ। এই বিরোধিতা করে দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । যদিও দু’দিনের দিনই মধ্যে রাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লারের হস্তক্ষেপে ধর্মঘট থেকে সরে এসে আপাতত কাজে ফিরেছে দেশ জুড়ে ট্রাক সংগঠনগুলি।
আরও পড়ুন: