ETV Bharat / state

'কালা আইন' প্রত্যাহার না করলে টানা ধর্মঘটের হুমকি ট্রাক মালিক সংগঠনের

Truck Driver Strike: 'কালা আইন' প্রত্যাহার না করলে টানা চলবে ধর্মঘট ৷ চরম হুশিয়ারি রাজ্য ট্রাক মালিক সংগঠনের ৷ আইন অনুসারে ট্রাকের ক্ষেত্রে 'হিট এন্ড রান'-এর ঘটনা ঘটলে ট্রাক চালককে থানায় জানাতে হবে ৷

Truck Driver Strike
ট্রাক ধর্মঘট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 8:15 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: অবিলম্বে কেন্দ্র 'কালা আইন' প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে রাজ্যের ট্রাক মালিক সংগঠন । মঙ্গলবার চরম হুশিয়ারি দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্য়াসোসিয়েশন। এই মর্মে আজ প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও পাঠিয়েছেন ফেডারেশনের সদস্যরা ।

হিট অ্যান্ড রান সম্পর্কিত নতুন আইন:
ভারতীয় ন্যায় (দ্বিতীয়)সংহিতা, 2023 আইন লাগু করা হয়েছে ৷ আইন অনুসারে ট্রাকের ক্ষেত্রে 'হিট এন্ড রান'-এর ঘটনা ঘটলে ট্রাক চালককে থানায় জানাতে হবে ৷ চালক পালিয়ে গেলে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ৷ পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জেলও হতে পারে । এই নিয়মটি 109 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ভারতীয় ন্যায় (দ্বিতীয়)সংহিতা ৷ এই নয়া আইনের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের ট্রাক মালিক সংগঠন এবং চালক পক্ষ ।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জনানো হয়েছে, নতুন আইন যদি ট্রাক চালকদের মানতে হয় তবে রাস্তায় আর গাড়ি চলবে না । ট্রাক চালিয়ে যে অর্থ উপার্জন করে সেই অর্থ থেকে বিপুল অঙ্কের টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। তাই ট্রাক চালকরা গাড়ি চালাতে চাইছেন না । এই প্রসঙ্গেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "অত্যাবশ্যক খাদ্যদ্রব্য, রেশন, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছুই এই ট্রাকে করে আসে । তার উপর আজ থেকে অয়েল ট্যাংকারের চালক এবং মালিকরাও এই ধর্মঘটে যুক্ত হয়েছেন ৷ ফলে একাধিক পেট্রোল পাম্পে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে । এই আইন প্রত্যাহার করা না হলে লাগাতার চলবে এই প্রতিবাদ ধর্মঘট।" এর ফলে চরম সংকটের মধ্যে পড়বেন দেশবাসীরা ।

Truck Driver Strike
টানা ধর্মঘটের হুমকি ট্রাক মালিক সংগঠনের
প্রসঙ্গত, এই আইনের বিরোধিতা করে দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । আগে হিট অ্যান্ড রান মামলার আইন অনুসারে দু ' বছরের সাজা হত । এদিকে ট্রাক ধর্মঘটের জেরে রাজ্যের জাতীয় ও রাজ্য সড়কে প্রবেশ ও বাহির হওয়ার পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

  1. কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'
  2. বিহারে আদালতের জাল নথি দিয়ে বালিবোঝাই ট্রাক থানা থেকে নিয়ে গেল পাচারকারীরা
  3. ছত্তিশগড় থেকে রওনা হল 11 ট্রাক, মন্দির উদ্বোধনে প্রসাদের জন্য 300 মেট্রিক টন সুগন্ধী চাল যাচ্ছে অযোধ্যায়

কলকাতা, 2 জানুয়ারি: অবিলম্বে কেন্দ্র 'কালা আইন' প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে রাজ্যের ট্রাক মালিক সংগঠন । মঙ্গলবার চরম হুশিয়ারি দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্য়াসোসিয়েশন। এই মর্মে আজ প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও পাঠিয়েছেন ফেডারেশনের সদস্যরা ।

হিট অ্যান্ড রান সম্পর্কিত নতুন আইন:
ভারতীয় ন্যায় (দ্বিতীয়)সংহিতা, 2023 আইন লাগু করা হয়েছে ৷ আইন অনুসারে ট্রাকের ক্ষেত্রে 'হিট এন্ড রান'-এর ঘটনা ঘটলে ট্রাক চালককে থানায় জানাতে হবে ৷ চালক পালিয়ে গেলে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ৷ পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জেলও হতে পারে । এই নিয়মটি 109 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ভারতীয় ন্যায় (দ্বিতীয়)সংহিতা ৷ এই নয়া আইনের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের ট্রাক মালিক সংগঠন এবং চালক পক্ষ ।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জনানো হয়েছে, নতুন আইন যদি ট্রাক চালকদের মানতে হয় তবে রাস্তায় আর গাড়ি চলবে না । ট্রাক চালিয়ে যে অর্থ উপার্জন করে সেই অর্থ থেকে বিপুল অঙ্কের টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। তাই ট্রাক চালকরা গাড়ি চালাতে চাইছেন না । এই প্রসঙ্গেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "অত্যাবশ্যক খাদ্যদ্রব্য, রেশন, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছুই এই ট্রাকে করে আসে । তার উপর আজ থেকে অয়েল ট্যাংকারের চালক এবং মালিকরাও এই ধর্মঘটে যুক্ত হয়েছেন ৷ ফলে একাধিক পেট্রোল পাম্পে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে । এই আইন প্রত্যাহার করা না হলে লাগাতার চলবে এই প্রতিবাদ ধর্মঘট।" এর ফলে চরম সংকটের মধ্যে পড়বেন দেশবাসীরা ।

Truck Driver Strike
টানা ধর্মঘটের হুমকি ট্রাক মালিক সংগঠনের
প্রসঙ্গত, এই আইনের বিরোধিতা করে দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । আগে হিট অ্যান্ড রান মামলার আইন অনুসারে দু ' বছরের সাজা হত । এদিকে ট্রাক ধর্মঘটের জেরে রাজ্যের জাতীয় ও রাজ্য সড়কে প্রবেশ ও বাহির হওয়ার পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

  1. কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'
  2. বিহারে আদালতের জাল নথি দিয়ে বালিবোঝাই ট্রাক থানা থেকে নিয়ে গেল পাচারকারীরা
  3. ছত্তিশগড় থেকে রওনা হল 11 ট্রাক, মন্দির উদ্বোধনে প্রসাদের জন্য 300 মেট্রিক টন সুগন্ধী চাল যাচ্ছে অযোধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.