কলকাতা , 14 অক্টোবর : 2021-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের বেলাগাম মুখের ভাষা নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । হঠাৎ করে শহর ও শহরতলির নেতারা কেন প্রকাশ্যে মুখ খুলছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তৃণমূল সূত্রের খবর, বেআইনি সিন্ডিকেট বা তোলাবাজির কাজের ব্যাপারে দলের একাংশ কর্মী-সমর্থককে সমঝে দিয়ে ভাবমূর্তি স্বচ্ছ করার উদ্দেশেই প্রকাশ্যে মুখ খোলার স্ট্র্যাটেজি নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ৷
বিধানসভা নির্বাচনের আগে দলীয় সভায় প্রকাশ্যে একের পর এক বিতর্কিত কথা বলে চলেছেন তৃণমূলের মন্ত্রী-সাংসদরা । যা নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি । এই তালিকায় রয়েছেন অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, সৌগত রায়, বেচারাম মান্না, প্রবীর ঘোষাল, অপরূপা পোদ্দার-সহ অন্যরা । কয়েকদিন আগেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে উদয়ন গুহ বলেছিলেন , "অনেক খেয়েছেন ৷ ছয় মাস খাওয়া বন্ধ রাখলে আরও খাওয়ার সুযোগ পাবেন ।"
বেচারাম মান্না বলেছিলেন, "পার্টি থেকে করে খাচ্ছেন আর কর্মীদের বঞ্চিত করছেন । প্রয়োজনে কর্মীরা তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন।" আবার গতকাল সৌগত রায় বলেছিলেন, " দলে যারা ইট, বালি, চুন, সুরকির ব্যবসার সঙ্গে জড়িত, সেই মুখগুলি যেন ভোটের সময় সামনে আসে । এমনকী, বুথ এজেন্ট হিসেবে তাদের ব্যবহার না করা হয় ।"
এরকমই বিতর্কিত কথা বলে চলেছেন অনুব্রত মণ্ডল, অপরূপা পোদ্দার-সহ অন্য অনেকেই । অনেকেই মনে করছেন , এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । বেলাগাম ভাষা নিয়ে দলের অন্দরে ক্ষোভ সৃষ্টি হচ্ছে । বিধানসভা নির্বাচনের মুখে যা একপ্রকার অস্বস্তির পরিবেশ তৈরি করবে বলে মনে করছে বিরোধীরা । কিন্তু এই ঘটনাগুলিকে সামনে রেখে তৃণমূল শুদ্ধিকরণের স্ট্র্যাটেজি নিয়েছে বলে খবর । ফলে, দলের নিচুতলার অনৈতিক কাজকে অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । তবে দলীয় নেতাদের বেলাগাম ভাষা তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়াবে নাকি অনুকূলে যাবে তা অবশ্য সময়ই বলবে।