ETV Bharat / state

Derek O'Brien suspended : অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

অভিযোগ, আজ নির্বাচন আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে রুলবুক ছুড়ে মারেন ডেরেক ও'ব্রায়েন ৷ তারপরই শীতকালীন অধিবেশনের বাদবাকি সময় থেকে সাসপেন্ড হলেন তিনি ৷

Derek O'Brien suspended
Derek O'Brien suspended
author img

By

Published : Dec 21, 2021, 6:30 PM IST

Updated : Dec 21, 2021, 7:17 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর : রাজ্যসভার বর্তমানের অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ অসংসদীয় আচরণের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর ৷ এর আগে 12 জন বিরোধী দলের সাংসদ সাসপেন্ড হয়ে রয়েছেন ৷ সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও'ব্রায়েন ৷

শীতকালীন অধিবেশনের শুরুতেই 12 জন বিরোধী দলের সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী রয়েছেন ৷ বাদল অধিবেশন চলাকালীন কক্ষের মধ্যে হিংসাত্মক আচরণের জন্য একযোগে সাসপেন্ড করা হয় 12 জনকে ৷ শীতকালীন অধিবেশন শুরুর দিন থেকে পুরো সেশনের জন্য সাসপেন্ড ছিলেন তাঁরা ৷ এই সাসপেনশনের বিরুদ্ধে লোকসভার সামনে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হন সাসপেন্ড হওয়া সাংসদরা ৷

ধর্না চলাকালীন অন্যান্য সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রের মতো অন্যান্য তৃণমূল সাংসদরাও সামিল হয়ে প্রতিবাদ জানান ৷ রাহুল গান্ধি, শশী থারুরদেরও ধর্নায় যোগ দিতে দেখা গিয়েছে ৷ 12 জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা ৷ যদিও বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷

আরও পড়ুন : Rajya Sabha Adjourned : বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা, সাসপেন্ড সাংসদদের আচরণে প্রশ্ন পীযূষের

এবার সেই তালিকায় আরও একটি সংযোজন, ডেরেক ও'ব্রায়েন ৷ অভিযোগ, আজ নির্বাচন আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে রুলবুক ছুড়ে মারেন ৷ তারপরই শীতকালীন অধিবেশনের বাদবাকি অংশ থেকে সাসপেন্ড হলেন তিনি ৷ শীতকালীন অধিবেশন শেষ হতে বাকি রয়েছে মাত্র তিনদিন ৷ এই তিনদিন রাজ্যসভায় কোনও বিতর্কে অংশ নিতে পারবেন না তিনি ৷

এই সাসপেনশন নিয়ে টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তিনি লেখেন, "শেষবার যখন আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম তখন বুলডোজার চালিয়ে কৃষি আইন পাস করিয়েছিল সরকার ৷ আমরা সবাই জানি এরপর কী হয়েছিল ? আজ সংসদকে উপহাসের পর্যায়ে নিয়ে গিয়ে একইভাবে বুলডোজার চালিয়ে নির্বাচন আইন সংশোধনী বিল পাস করানো হয়েছে ৷ আশা করছি এই আইনও দ্রুত প্রত্যাহার করা হবে ৷"

নয়াদিল্লি, 21 ডিসেম্বর : রাজ্যসভার বর্তমানের অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ অসংসদীয় আচরণের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর ৷ এর আগে 12 জন বিরোধী দলের সাংসদ সাসপেন্ড হয়ে রয়েছেন ৷ সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও'ব্রায়েন ৷

শীতকালীন অধিবেশনের শুরুতেই 12 জন বিরোধী দলের সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী রয়েছেন ৷ বাদল অধিবেশন চলাকালীন কক্ষের মধ্যে হিংসাত্মক আচরণের জন্য একযোগে সাসপেন্ড করা হয় 12 জনকে ৷ শীতকালীন অধিবেশন শুরুর দিন থেকে পুরো সেশনের জন্য সাসপেন্ড ছিলেন তাঁরা ৷ এই সাসপেনশনের বিরুদ্ধে লোকসভার সামনে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হন সাসপেন্ড হওয়া সাংসদরা ৷

ধর্না চলাকালীন অন্যান্য সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রের মতো অন্যান্য তৃণমূল সাংসদরাও সামিল হয়ে প্রতিবাদ জানান ৷ রাহুল গান্ধি, শশী থারুরদেরও ধর্নায় যোগ দিতে দেখা গিয়েছে ৷ 12 জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা ৷ যদিও বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷

আরও পড়ুন : Rajya Sabha Adjourned : বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা, সাসপেন্ড সাংসদদের আচরণে প্রশ্ন পীযূষের

এবার সেই তালিকায় আরও একটি সংযোজন, ডেরেক ও'ব্রায়েন ৷ অভিযোগ, আজ নির্বাচন আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে রুলবুক ছুড়ে মারেন ৷ তারপরই শীতকালীন অধিবেশনের বাদবাকি অংশ থেকে সাসপেন্ড হলেন তিনি ৷ শীতকালীন অধিবেশন শেষ হতে বাকি রয়েছে মাত্র তিনদিন ৷ এই তিনদিন রাজ্যসভায় কোনও বিতর্কে অংশ নিতে পারবেন না তিনি ৷

এই সাসপেনশন নিয়ে টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তিনি লেখেন, "শেষবার যখন আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম তখন বুলডোজার চালিয়ে কৃষি আইন পাস করিয়েছিল সরকার ৷ আমরা সবাই জানি এরপর কী হয়েছিল ? আজ সংসদকে উপহাসের পর্যায়ে নিয়ে গিয়ে একইভাবে বুলডোজার চালিয়ে নির্বাচন আইন সংশোধনী বিল পাস করানো হয়েছে ৷ আশা করছি এই আইনও দ্রুত প্রত্যাহার করা হবে ৷"

Last Updated : Dec 21, 2021, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.