ETV Bharat / state

Mahua Moitra: মহুয়া নিয়ে তৃণমূলের নীরবতা, ধীরে চলো নীতি নিয়ে চলতে চায় ঘাসফুল শিবির - বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

TMCs Stand on Allegation against Mahua Moitra: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ জল গড়িয়েছে লোকসভার এথিক্স কমিটি পর্যন্ত ৷ তবে এখনও পর্যন্ত এই নিয়ে নীরব তৃণমূল ৷ ঘাসফুল শিবির এই নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ৷

Mahua Moitra
Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 8:04 PM IST

কলকাতা, 18 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলের জোর আলোচনা চলছে । কিন্তু এসবের মধ্যে মহুয়া নিয়ে নীরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জাতীয় ক্ষেত্রে যথেষ্ট জলঘোলা হলেও মহুয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শাসক দলের কোনও নেতাই ।

এই নিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘‘এই মুহূর্তে মহুয়া মৈত্র নিয়ে দল কোনও মন্তব্য করতে চায় না । দল পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দেবে ।’’ তৃণমূলের এই সাংসদদের কথা থেকে স্পষ্ট যে মহুয়া ইস্যুতে ধীরে চলো নীতি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করতে না চাইলেও শাসকদলের ছোট-বড় অনেক নেতাই বিষয়টি নিয়ে ঘরোয়া আলোচনায় কথা বলছেন । বুধবার এমনই একটি ঘরোয়া আলোচনায় নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন । তৃণমূল কংগ্রেস বরাবরই বলেছে দুর্নীতি প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে চলার কথা বলেছে । পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী তথা দলের মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দল ব্যবস্থা নিয়েছে । সঠিক সময়ে দল সঠিক প্রতিক্রিয়ায় দেবে ।’’

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি চিঠি লিখে বিষয়টি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন ৷ ইতিমধ্যে বিষয়টি গিয়েছে লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ সেই অভিযোগের তদন্তে আগামী 26 অক্টোবর নিশিকান্ত দুবের বক্তব্য শুনবে লোকসভার এথিক্স কমিটি । এছাড়াও এথিক্স কমিটি মূল অভিযোগকারী জয় অনন্ত দেহদরাই-য়ের সঙ্গেও কথা বলবে ।

এই পরিস্থিতিতে তৃণমূলের ওই শীর্ষ নেতা বলছেন, ‘‘বিষয়টি যেহেতু সংসদের এথিক্স কমিটি পর্যন্ত গিয়েছে ৷ এক্ষেত্রে এথিক্স কমিটির সিদ্ধান্তের পর নিয়ে কিছু বলতে পারে দল । এমনিতেই জাতীয় ক্ষেত্রে তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ হিসাবে পরিচিত মহুয়াকে যদি দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে দেওয়া যায়, তাহলে বিগত সময়ে আদানি-সহ একাধিক ইস্যুতে তাঁর যে লড়াই, তা স্তব্ধ করে দেওয়া যাবে । সেক্ষেত্রে বিজেপির এই পদক্ষেপও সন্দেহের ঊর্ধ্বে নয় । কাজেই এখনই তাড়াহুড়ো করে এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোনও ভুল পদক্ষেপ নিতে চাইছে না দল । বরং এক্ষেত্রে দলের নীতি হল ধীরে চলো ।’’

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানিতে বিজেপির নিশিকান্তকে তলব লোকসভার এথিক্স কমিটির

কলকাতা, 18 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলের জোর আলোচনা চলছে । কিন্তু এসবের মধ্যে মহুয়া নিয়ে নীরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জাতীয় ক্ষেত্রে যথেষ্ট জলঘোলা হলেও মহুয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শাসক দলের কোনও নেতাই ।

এই নিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘‘এই মুহূর্তে মহুয়া মৈত্র নিয়ে দল কোনও মন্তব্য করতে চায় না । দল পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দেবে ।’’ তৃণমূলের এই সাংসদদের কথা থেকে স্পষ্ট যে মহুয়া ইস্যুতে ধীরে চলো নীতি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করতে না চাইলেও শাসকদলের ছোট-বড় অনেক নেতাই বিষয়টি নিয়ে ঘরোয়া আলোচনায় কথা বলছেন । বুধবার এমনই একটি ঘরোয়া আলোচনায় নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন । তৃণমূল কংগ্রেস বরাবরই বলেছে দুর্নীতি প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে চলার কথা বলেছে । পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী তথা দলের মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দল ব্যবস্থা নিয়েছে । সঠিক সময়ে দল সঠিক প্রতিক্রিয়ায় দেবে ।’’

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি চিঠি লিখে বিষয়টি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন ৷ ইতিমধ্যে বিষয়টি গিয়েছে লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ সেই অভিযোগের তদন্তে আগামী 26 অক্টোবর নিশিকান্ত দুবের বক্তব্য শুনবে লোকসভার এথিক্স কমিটি । এছাড়াও এথিক্স কমিটি মূল অভিযোগকারী জয় অনন্ত দেহদরাই-য়ের সঙ্গেও কথা বলবে ।

এই পরিস্থিতিতে তৃণমূলের ওই শীর্ষ নেতা বলছেন, ‘‘বিষয়টি যেহেতু সংসদের এথিক্স কমিটি পর্যন্ত গিয়েছে ৷ এক্ষেত্রে এথিক্স কমিটির সিদ্ধান্তের পর নিয়ে কিছু বলতে পারে দল । এমনিতেই জাতীয় ক্ষেত্রে তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ হিসাবে পরিচিত মহুয়াকে যদি দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে দেওয়া যায়, তাহলে বিগত সময়ে আদানি-সহ একাধিক ইস্যুতে তাঁর যে লড়াই, তা স্তব্ধ করে দেওয়া যাবে । সেক্ষেত্রে বিজেপির এই পদক্ষেপও সন্দেহের ঊর্ধ্বে নয় । কাজেই এখনই তাড়াহুড়ো করে এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোনও ভুল পদক্ষেপ নিতে চাইছে না দল । বরং এক্ষেত্রে দলের নীতি হল ধীরে চলো ।’’

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানিতে বিজেপির নিশিকান্তকে তলব লোকসভার এথিক্স কমিটির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.