ETV Bharat / state

Trinamool Congress Protest at Rajghat: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজঘাটে ধরনা তৃণমূলের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

TMCs Protest at Rajghat against Modi Government: দিল্লিতে তৃণমূলের ধরনা ৷ সোমবার রাজঘাটে বাংলার শাসক দলের এই ধরনা কর্মসূচি হয় ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন ৷

Trinamool Congress Protest at Rajghat
Trinamool Congress Protest at Rajghat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 2:30 PM IST

Updated : Oct 2, 2023, 3:03 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: রাজঘাটে ধরনায় তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গ থেকে যে কর্মী-সমর্থকদের দিল্লিতে নিয়ে গিয়েছে তৃণমূল, তাঁদের নিয়েই ধরনায় বসেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত রয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক ও রাজ্যস্তরের একাধিক নেতা ৷

উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বাংলাকে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই কারণে বাংলা থেকে একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নিয়ে দিল্লি গিয়েছে তারা ৷ আজ, সোমবার রাজঘাটে তারা ধরনা দিচ্ছে ৷ আগামিকাল, মঙ্গলবার যন্তর মন্তরে তাঁদের ধরনা দেওয়ার কথা ৷

যদিও যন্তর মন্তরে ধরনা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, সেখানে ধরনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃণমূলকে মৌখিক অনুমতি দিয়েছে ৷ কিন্তু এখনও কোনও লিখিত অনুমতি দেয়নি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, সেখানে 144 ধারাও জারি করা হয়েছে ৷

এর আগে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে বহু রাজনৈতিক টানাপোড়েন হয়েছে ৷ প্রাথমিকভাবে তৃণমূল রামলীলা ময়দানে এই কর্মসূচি করতে চেয়েছিল ৷ দিল্লি পুলিশের কাছে এই নিয়ে দু’বার ঘাসফুল শিবিরের তরফে আবেদন জানানো হয় ৷ কিন্তু অনুমতি দেওয়া হয়নি ৷ কর্মীদের দিল্লিতে আনার জন্য হাওড়া থেকে ট্রেন বুক করতেও চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ সেই আবেদনও খারিজ হয়ে যায় ৷ শেষে বাসে কর্মীদের নিয়ে তৃণমূল নেতারা দিল্লি পৌঁছেছেন ৷

পুরোটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ৷ রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব এই নিয়ে সরাসরি তোপ দেগেছেন কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "যাঁরা 2 এবং 3 অক্টোবর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাঁদের ন্যায্য পাওনার জন্য প্রতিবাদ করতে দিল্লিতে আসতে চান, বিজেপি কার্যত বাংলার সেই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘প্রথমে তারা (বিজেপি) ইডির মাধ্যমে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় । এখন, যেহেতু তিনি দিল্লিতে আসতে দৃঢ়প্রতিজ্ঞ, তারা বাংলার লোকদের দিল্লি পৌঁছানোর জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার করে...বাংলার মানুষ বাসে উঠে সড়কপথে এসে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে ৷ এর জন্য তাঁদের অনেক সময় লেগেছে ৷ কিন্তু তাঁরা লড়াইয়ের জন্য প্রস্তুত ।"

আরও পড়ুন: গান্ধির 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' স্লোগানেই হবে দিল্লির ধরনা,স্পষ্ট করলেন অভিষেক

বাস-ট্রেন নয়, প্রভাব খাটিয়ে বেসরকারি সংস্থাগুলির বিমান বাতিলেও বিজেপি চক্রান্ত করেছে বলে তিনি অভিযোগ করেছেন ৷

সংবাদসংস্থা - এএনআই

নয়াদিল্লি, 2 অক্টোবর: রাজঘাটে ধরনায় তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গ থেকে যে কর্মী-সমর্থকদের দিল্লিতে নিয়ে গিয়েছে তৃণমূল, তাঁদের নিয়েই ধরনায় বসেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত রয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক ও রাজ্যস্তরের একাধিক নেতা ৷

উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বাংলাকে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই কারণে বাংলা থেকে একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নিয়ে দিল্লি গিয়েছে তারা ৷ আজ, সোমবার রাজঘাটে তারা ধরনা দিচ্ছে ৷ আগামিকাল, মঙ্গলবার যন্তর মন্তরে তাঁদের ধরনা দেওয়ার কথা ৷

যদিও যন্তর মন্তরে ধরনা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, সেখানে ধরনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃণমূলকে মৌখিক অনুমতি দিয়েছে ৷ কিন্তু এখনও কোনও লিখিত অনুমতি দেয়নি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, সেখানে 144 ধারাও জারি করা হয়েছে ৷

এর আগে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে বহু রাজনৈতিক টানাপোড়েন হয়েছে ৷ প্রাথমিকভাবে তৃণমূল রামলীলা ময়দানে এই কর্মসূচি করতে চেয়েছিল ৷ দিল্লি পুলিশের কাছে এই নিয়ে দু’বার ঘাসফুল শিবিরের তরফে আবেদন জানানো হয় ৷ কিন্তু অনুমতি দেওয়া হয়নি ৷ কর্মীদের দিল্লিতে আনার জন্য হাওড়া থেকে ট্রেন বুক করতেও চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ সেই আবেদনও খারিজ হয়ে যায় ৷ শেষে বাসে কর্মীদের নিয়ে তৃণমূল নেতারা দিল্লি পৌঁছেছেন ৷

পুরোটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ৷ রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব এই নিয়ে সরাসরি তোপ দেগেছেন কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "যাঁরা 2 এবং 3 অক্টোবর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাঁদের ন্যায্য পাওনার জন্য প্রতিবাদ করতে দিল্লিতে আসতে চান, বিজেপি কার্যত বাংলার সেই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘প্রথমে তারা (বিজেপি) ইডির মাধ্যমে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় । এখন, যেহেতু তিনি দিল্লিতে আসতে দৃঢ়প্রতিজ্ঞ, তারা বাংলার লোকদের দিল্লি পৌঁছানোর জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার করে...বাংলার মানুষ বাসে উঠে সড়কপথে এসে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে ৷ এর জন্য তাঁদের অনেক সময় লেগেছে ৷ কিন্তু তাঁরা লড়াইয়ের জন্য প্রস্তুত ।"

আরও পড়ুন: গান্ধির 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' স্লোগানেই হবে দিল্লির ধরনা,স্পষ্ট করলেন অভিষেক

বাস-ট্রেন নয়, প্রভাব খাটিয়ে বেসরকারি সংস্থাগুলির বিমান বাতিলেও বিজেপি চক্রান্ত করেছে বলে তিনি অভিযোগ করেছেন ৷

সংবাদসংস্থা - এএনআই

Last Updated : Oct 2, 2023, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.