ETV Bharat / state

কেন্দ্রের বিরোধিতায় সেপ্টেম্বরে 3 দিন রাজ্যজুড়ে পথে নামবে তৃণমূল - বিজেপির বিরোধীতায় সরব রাজ্য

8, 14 ও 20 সেপ্টেম্বর কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে পথে নামবে তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Sep 2, 2020, 7:50 PM IST

Updated : Sep 2, 2020, 9:19 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : GST, বেকারত্ব, রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের মতো একাধিক ইশুর বিরোধিতায় সেপ্টেম্বরে তিনদিন রাজনৈতিক কর্মসূচির ডাক দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই তিনদিনের কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী 8, 14 ও 20 সেপ্টেম্বর রাজ‍্যজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেস।

রাজ‍্যজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রথম কর্মসূচি পালিত হবে আগামী 8 সেপ্টেম্বর । এই কর্মসূচি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কেন্দ্রের বঞ্চনা আমরা কোনওভাবেই মানতে পারব না । তৃণমূল কংগ্রেস তাই কেন্দ্রের এই বঞ্চনা এবং লাঞ্ছনার বিরুদ্ধে রাজ্যজুড়ে পথে নামবে ৷ তৃণমূল রাজ্য, জেলা, ব্লক স্থরের নেতৃত্বরা, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ, প্রচার, মিছিল, সভা সংগঠিত করবে ।"

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে চলছে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন । আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। সৌজন্যতার খাতিরে তাই ওই সময়কালে কোনও কর্মসূচি রাখেনি বলে দাবি তৃণমূল কংগ্রেসের । পরবর্তী কর্মসূচি পালিত হবে 14 সেপ্টেম্বর । তৃণমূল মহাসচিব বলেন, "মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় প্রায় প্রতিটি ভার্চুয়াল বৈঠকেই রাজ্যের প্রাপ‍্য আদায়ের কথা বলেছেন । রাজ‍্যের পাওনা টাকার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে । বাংলার প্রাপ্য যে করেই হোক দিতে হবে । রাজ্যের থেকে 70 শতাংশ তুলে নিয়ে গিয়ে রাজ্যকে শূন‍্য কলসি করবার যে চেষ্টা প্রতিনিয়ত তাঁরা করছেন, আমরা তা কিছুতেই হতে দেব না ।" তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতিতে রাজ্যের উন্নয়নকে অব্যাহত রাখতে, রাজ্যের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। GST বাবদ যে টাকা রাজ্য সরকারের পাওনা সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র বারবার রাজ্যকে দেওয়ার জন্য বলেছেন ৷ 15টি রাজ্য একসঙ্গে GST-র দাবি তুলেছে । যখন নিয়ম-কানুন তৈরি হল তখন রাজ্য তার ভাগীদার থাকল। আর সিদ্ধান্তের সঙ্গে এখন আর রাজ‍্যকে জড়ানো হল না । প্রায় 1 লাখ 65 হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার GST বাবদ বিভিন্ন রাজ্যে আটকে রেখেছে । আমরা চাই আমাদের প্রাপ্য টাকা আমাদের দেওয়া হোক । প্রাপ্য টাকা রাজ্যের হাতে তুলে না দিয়ে উন্নয়নমুখী কর্মসূচিতে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ।"

সেদিকে লক্ষ্য রেখে আগামী 14 সেপ্টেম্বর রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেস ৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বাংলাকে বাংলার প্রাপ্য দিতেই হবে ৷ বাংলাকে লাঞ্ছনা, বঞ্চনা করা চলবে না ৷ আমার টাকা আমায় দাও, রাজ্যের টাকা রাজ্যকে দাও, রাজ‍্যের প্রতিটি ওয়ার্ডে, ব্লকে এই দাবিতে সোচ্চার হবে রাজ্যের তৃণমূল কংগ্রেস ।" তারপরে বেকারত্ব ও একের পর এক রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের প্রতিবাদে রাজ‍্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে আগামী 20 সেপ্টেম্বর । এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা মহামারির এই সময়কালে একটার পর একটা জনস্বার্থবিরোধী নীতি কেন্দ্রের BJP সরকার নিয়ে চলেছে । তাই 20 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ওয়ার্ডে, ব্লকে আমাদের দাবি উঠবে ৷ ছাঁটাই চলবে না, চাকরি ছাঁটাই মানছি না । একের পর এক জাতীয় সম্পত্তি বেচে দিচ্ছে । রেল, এয়ারপোর্ট, BSNL, ডিফেন্স কোনওটাই আজকে রাষ্ট্রায়ত্ত শিল্পের মধ্যে নেই । ওরা জাতীয় সম্পত্তিগুলিকে নষ্ট করছে । ভারতবর্ষের BJP নেতৃত্বাধীন সরকারের সময়ে বেকারত্ব বৃদ্ধির হার গত 45 বছরেও দেখা যায়নি।" এই কর্মী ছাঁটাই, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে ধ্বংস করা, জাতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে সরব হওয়ার জন্য রাজ্যের প্রতিটি ব্লকে, ওয়ার্ডে তৃণমূল প্রতিবাদ সভা ও মিছিল করবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : GST, বেকারত্ব, রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের মতো একাধিক ইশুর বিরোধিতায় সেপ্টেম্বরে তিনদিন রাজনৈতিক কর্মসূচির ডাক দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই তিনদিনের কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী 8, 14 ও 20 সেপ্টেম্বর রাজ‍্যজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেস।

রাজ‍্যজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রথম কর্মসূচি পালিত হবে আগামী 8 সেপ্টেম্বর । এই কর্মসূচি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কেন্দ্রের বঞ্চনা আমরা কোনওভাবেই মানতে পারব না । তৃণমূল কংগ্রেস তাই কেন্দ্রের এই বঞ্চনা এবং লাঞ্ছনার বিরুদ্ধে রাজ্যজুড়ে পথে নামবে ৷ তৃণমূল রাজ্য, জেলা, ব্লক স্থরের নেতৃত্বরা, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ, প্রচার, মিছিল, সভা সংগঠিত করবে ।"

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে চলছে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন । আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। সৌজন্যতার খাতিরে তাই ওই সময়কালে কোনও কর্মসূচি রাখেনি বলে দাবি তৃণমূল কংগ্রেসের । পরবর্তী কর্মসূচি পালিত হবে 14 সেপ্টেম্বর । তৃণমূল মহাসচিব বলেন, "মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় প্রায় প্রতিটি ভার্চুয়াল বৈঠকেই রাজ্যের প্রাপ‍্য আদায়ের কথা বলেছেন । রাজ‍্যের পাওনা টাকার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে । বাংলার প্রাপ্য যে করেই হোক দিতে হবে । রাজ্যের থেকে 70 শতাংশ তুলে নিয়ে গিয়ে রাজ্যকে শূন‍্য কলসি করবার যে চেষ্টা প্রতিনিয়ত তাঁরা করছেন, আমরা তা কিছুতেই হতে দেব না ।" তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতিতে রাজ্যের উন্নয়নকে অব্যাহত রাখতে, রাজ্যের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। GST বাবদ যে টাকা রাজ্য সরকারের পাওনা সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র বারবার রাজ্যকে দেওয়ার জন্য বলেছেন ৷ 15টি রাজ্য একসঙ্গে GST-র দাবি তুলেছে । যখন নিয়ম-কানুন তৈরি হল তখন রাজ্য তার ভাগীদার থাকল। আর সিদ্ধান্তের সঙ্গে এখন আর রাজ‍্যকে জড়ানো হল না । প্রায় 1 লাখ 65 হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার GST বাবদ বিভিন্ন রাজ্যে আটকে রেখেছে । আমরা চাই আমাদের প্রাপ্য টাকা আমাদের দেওয়া হোক । প্রাপ্য টাকা রাজ্যের হাতে তুলে না দিয়ে উন্নয়নমুখী কর্মসূচিতে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ।"

সেদিকে লক্ষ্য রেখে আগামী 14 সেপ্টেম্বর রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেস ৷ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বাংলাকে বাংলার প্রাপ্য দিতেই হবে ৷ বাংলাকে লাঞ্ছনা, বঞ্চনা করা চলবে না ৷ আমার টাকা আমায় দাও, রাজ্যের টাকা রাজ্যকে দাও, রাজ‍্যের প্রতিটি ওয়ার্ডে, ব্লকে এই দাবিতে সোচ্চার হবে রাজ্যের তৃণমূল কংগ্রেস ।" তারপরে বেকারত্ব ও একের পর এক রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের প্রতিবাদে রাজ‍্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে আগামী 20 সেপ্টেম্বর । এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা মহামারির এই সময়কালে একটার পর একটা জনস্বার্থবিরোধী নীতি কেন্দ্রের BJP সরকার নিয়ে চলেছে । তাই 20 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ওয়ার্ডে, ব্লকে আমাদের দাবি উঠবে ৷ ছাঁটাই চলবে না, চাকরি ছাঁটাই মানছি না । একের পর এক জাতীয় সম্পত্তি বেচে দিচ্ছে । রেল, এয়ারপোর্ট, BSNL, ডিফেন্স কোনওটাই আজকে রাষ্ট্রায়ত্ত শিল্পের মধ্যে নেই । ওরা জাতীয় সম্পত্তিগুলিকে নষ্ট করছে । ভারতবর্ষের BJP নেতৃত্বাধীন সরকারের সময়ে বেকারত্ব বৃদ্ধির হার গত 45 বছরেও দেখা যায়নি।" এই কর্মী ছাঁটাই, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে ধ্বংস করা, জাতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে সরব হওয়ার জন্য রাজ্যের প্রতিটি ব্লকে, ওয়ার্ডে তৃণমূল প্রতিবাদ সভা ও মিছিল করবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় ।

Last Updated : Sep 2, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.