কলকাতা, 19 এপ্রিল: শুভেন্দু অধিকারীর সিঙ্গুরের বক্তব্য নিয়ে এবার আইনি পথে হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস । এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিল বাংলার শাসক দল । এদিন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন একটি চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীকে । সিঙ্গুরের সভায় শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন, সেই দাবি প্রত্যাহার না করলে রাজ্যের শাসক দল আইনি পদক্ষেপ করবে বলে এই চিঠিতে জানানো হয়েছে ।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, জাতীয় দলের তকমা ফিরে পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ! জাতীয় দলের তকমা হারানোর পর চারবার ফোন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । কিন্তু অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, তা সম্ভব নয় । নির্বাচন কমিশন যা করেছে, নিয়ম মেনেই করেছে ।
এরপর বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে এই নিয়ে সরব হন তিনি । এবং একপ্রকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জাতীয় দলের তকমা ফেরাতে অমিত শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব ।’’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পালটা দাবি করেন, তিনি কোনও ফোন করেননি । তৃণমূল নেত্রীর বক্তব্য, ‘‘আমি অমিত শাহর পদত্যাগ দাবি করেছি । তাঁর আচরণ, কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ নয় ।’’
-
.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023
বিষয়টা যে এই পর্যন্ত থেমে থাকবে না তখনই বোঝা যাচ্ছিল । আর সেটা আরও কয়েক কদম এগিয়ে গেল ডেরেক ও'ব্রায়েনের এই চিঠিতে । শুধু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, এই চিঠির কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও । এদিন লেখা এই চিঠিতে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারীর এই দাবি ভুয়ো । ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, শুভেন্দু অধিকারী যদি তাঁর এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাঁর এবং অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস ।
তিনি আরও দাবি করেছেন শুভেন্দু অধিকারীর এই ধরনের মিথ্যা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করেছে । ইতিমধ্যেই তিনি যে এই ধরনের কোনও ফোন করেননি, তা নিজেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন । অতএব শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন ।
প্রসঙ্গত, এদিনের এই আইনি চিঠির প্রসঙ্গ নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল । শমীক ভট্টাচার্য বলেন, ‘‘শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা । সিঙ্গুর থেকে তিনি যে বক্তব্য রেখেছেন তিনি তা দায়িত্ব নিয়েই রেখেছেন । শুভেন্দু অধিকারীর যে চ্যালেঞ্জ করেন তা তিনি ধরে রাখেন, এটা বারবার তিনি প্রতিষ্ঠাও করেছেন । তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী তরফ থেকেও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে । অতএব এই বিষয়ে যা বলার শুভেন্দু অধিকারীই বলতে পারবেন ।’’
শুভেন্দু অবশ্য টুইট করে লিখেছেন, ‘‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা !’’ পাশাপাশি তিনি আগামিকাল বৃহস্পতিবার একটি ফোন নম্বর প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ তাঁর দাবি, ওই নম্বর থেকেই শাহকে ফোন করা হয়েছিল ৷ ফলে এই লড়াই যে আরও দীর্ঘায়িত হবে, তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন: ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, শাহর সঙ্গে মমতার কথা নিয়ে ফোন নম্বর প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দুর