ETV Bharat / state

TMC Slams PM Modi: পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে মোদির মন্তব্যই মোরবি সেতু দুর্ঘটনায় হাতিয়ার তৃণমূলের - Bengal Minister Firhad Hakim

2016 সালে কলকাতায় ভেঙে পড়ে পোস্তা ব্রিজ ৷ সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এবার সেই প্রসঙ্গ টেনে মোদিকে বিঁধল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

trinamool-congress-slams-pm-narendra-modi-on-gujarat-bridge-tragedy
TMC Slams PM Modi: পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে মোদির মন্তব্যই মোরবি সেতু দুর্ঘটনায় হাতিয়ার তৃণমূলের
author img

By

Published : Oct 31, 2022, 5:36 PM IST

Updated : Oct 31, 2022, 6:32 PM IST

কলকাতা, 31 অক্টোবর: যখন কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, তখন রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । ওই দুর্ঘটনার জন্য মমতার সরকারের প্রতারণাই দায়ী বলে অভিযোগ করেছিলেন ৷

গুজরাতের মোরবি সেতু ভেঙে (Gujarat Bridge Tragedy) যাওয়ার ঘটনাকে হাতিয়ার করে এবার পালটা কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ প্রায় সাড়ে ছ’বছরের পুরনো পোস্তা ব্রিজ ভেঙে যাওয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আনল তারা ৷ আর তা মনে করিয়ে দিয়ে মোদিকে বিঁধলেন রাজ্যসভায় ঘাসফুল শিবিরের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ সোমবার টুইট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য়ে তাঁর কটাক্ষ, ‘‘এবার একটু চোখের জল ফেলুন মোদিজি ৷’’

trinamool-congress-slams-pm-narendra-modi-on-gujarat-bridge-tragedy
তৃণমূলের সুখেন্দুশেখর রায়ের টুইট

প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনী প্রচারে রাজ্যে এসে পোস্তা ব্রিজের বিপর্যয় নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তখন তিনি বলেছিলেন, ‘‘এটা দুর্নীতির ভয়ানক রূপ । নির্বাচনের সময় কলকাতায় একটি ব্রিজ ভেঙে গিয়েছে । অনেকের মৃত্যু হয়েছে । আমাকে বলুন কোনও দুর্ঘটনা ঘটলে প্রথমে কী করতে হয় ? মরণাপন্নদের বাঁচানোর চেষ্টা করা হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় করতে হয় । দিদি কী করলেন ? ওখানে পৌঁছে প্রথমে বামেদের ঘাড়ে দোষ চাপালেন । ওরা বলছে এটা অ্যাক্ট অফ গড । এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড ।’’

এরই জবাব দিয়ে পালটা খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় । তিনি বলেন, ‘‘সদ্য সংস্কার করা ব্রিজ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে 132 জনের । এবার আপনিও কয়েক ফোঁটা চোখের জল ফেলুন ।’’

তবে একা সুখেন্দুশেখর রায় নন, এই একই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । তিনি বলেন, ‘‘সমালোচনা করা খুব সহজ। দায়িত্ব পালন অনেক কঠিন কাজ । 2016 সালে মোদিজি রাজ্যে এসে আমাদের সরকারের কাজের কড়া সমালোচনা করেছিলেন । আজ তিনি কী বলবেন দেশবাসী সেটা জানতে চায় । সংস্কারের কয়েক দিনের মধ্যেই এভাবে ব্রিজ ভেঙে পড়া । এবং এতগুলো মানুষের প্রাণ যাওয়া এবার কি সবটাই অ্যাক্ট অফ গড !’’

trinamool-congress-slams-pm-narendra-modi-on-gujarat-bridge-tragedy
শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর টুইট

এদিন এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও । তিনি বলেন, ‘‘আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না । বরং আমাদের বিরোধিতা বিজেপির শকুনের রাজনীতির বিরুদ্ধে । দুর্ঘটনা নিয়ে দেউলিয়া রাজনীতি করেছিল বিজেপি । এবার তারই ফল ভোগ করতে হচ্ছে তাদের ।’’ শুধু তৃণমূল নয়, এই নিয়ে মোদির সমালোচনা করেছেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও ৷

আরও পড়ুন: ‘আমার মন পড়ে মোরবিতে’, জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

কলকাতা, 31 অক্টোবর: যখন কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, তখন রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । ওই দুর্ঘটনার জন্য মমতার সরকারের প্রতারণাই দায়ী বলে অভিযোগ করেছিলেন ৷

গুজরাতের মোরবি সেতু ভেঙে (Gujarat Bridge Tragedy) যাওয়ার ঘটনাকে হাতিয়ার করে এবার পালটা কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ প্রায় সাড়ে ছ’বছরের পুরনো পোস্তা ব্রিজ ভেঙে যাওয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আনল তারা ৷ আর তা মনে করিয়ে দিয়ে মোদিকে বিঁধলেন রাজ্যসভায় ঘাসফুল শিবিরের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ সোমবার টুইট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য়ে তাঁর কটাক্ষ, ‘‘এবার একটু চোখের জল ফেলুন মোদিজি ৷’’

trinamool-congress-slams-pm-narendra-modi-on-gujarat-bridge-tragedy
তৃণমূলের সুখেন্দুশেখর রায়ের টুইট

প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনী প্রচারে রাজ্যে এসে পোস্তা ব্রিজের বিপর্যয় নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তখন তিনি বলেছিলেন, ‘‘এটা দুর্নীতির ভয়ানক রূপ । নির্বাচনের সময় কলকাতায় একটি ব্রিজ ভেঙে গিয়েছে । অনেকের মৃত্যু হয়েছে । আমাকে বলুন কোনও দুর্ঘটনা ঘটলে প্রথমে কী করতে হয় ? মরণাপন্নদের বাঁচানোর চেষ্টা করা হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় করতে হয় । দিদি কী করলেন ? ওখানে পৌঁছে প্রথমে বামেদের ঘাড়ে দোষ চাপালেন । ওরা বলছে এটা অ্যাক্ট অফ গড । এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড ।’’

এরই জবাব দিয়ে পালটা খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় । তিনি বলেন, ‘‘সদ্য সংস্কার করা ব্রিজ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে 132 জনের । এবার আপনিও কয়েক ফোঁটা চোখের জল ফেলুন ।’’

তবে একা সুখেন্দুশেখর রায় নন, এই একই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । তিনি বলেন, ‘‘সমালোচনা করা খুব সহজ। দায়িত্ব পালন অনেক কঠিন কাজ । 2016 সালে মোদিজি রাজ্যে এসে আমাদের সরকারের কাজের কড়া সমালোচনা করেছিলেন । আজ তিনি কী বলবেন দেশবাসী সেটা জানতে চায় । সংস্কারের কয়েক দিনের মধ্যেই এভাবে ব্রিজ ভেঙে পড়া । এবং এতগুলো মানুষের প্রাণ যাওয়া এবার কি সবটাই অ্যাক্ট অফ গড !’’

trinamool-congress-slams-pm-narendra-modi-on-gujarat-bridge-tragedy
শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর টুইট

এদিন এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও । তিনি বলেন, ‘‘আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না । বরং আমাদের বিরোধিতা বিজেপির শকুনের রাজনীতির বিরুদ্ধে । দুর্ঘটনা নিয়ে দেউলিয়া রাজনীতি করেছিল বিজেপি । এবার তারই ফল ভোগ করতে হচ্ছে তাদের ।’’ শুধু তৃণমূল নয়, এই নিয়ে মোদির সমালোচনা করেছেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও ৷

আরও পড়ুন: ‘আমার মন পড়ে মোরবিতে’, জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Last Updated : Oct 31, 2022, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.