কলকাতা, 28 সেপ্টেম্বর : পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প গ্রহণ না করায় আগেই রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এতে রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি । আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি তিনি দিয়েছেন সেখানে সিঙ্গুরের প্রসঙ্গ উল্লেখ করে আক্রমণ করেছেন । মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, "আপনি এমন ব্যবস্থা করেছেন যা কৃষক বিরোধী ।" তা নিয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কৃষকদের পাশে সবসময়ই তৃণমূল কংগ্রেস রয়েছে।"
এদিকে কৃষি বিল নিয়ে পার্থবাবু বলেন, "বর্বর বিলের প্রত্যাহার দাবি করছি। বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে। কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে, রাস্তায় থাকবে। কৃষকদের সংগ্রামের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম তা আজও মানুষ মনে রাখে। ভবিষ্যতেও মনে রাখবে।"
কৃষি বিলের বিরোধিতায় যখন লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রী উদ্দেশে টুইট করেন রাজ্যপাল । লেখেন, "প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক 8,400 কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । কৃষকরা 12 হাজার কোটি টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেত । কিন্তু তাও তারা হারিয়েছে ।" এরপর মুখ্যমন্ত্রী আক্রমণ করে তিনি লিখেছিলেন, তাঁর কুমিরের কান্না কৃষকদের ব্যথার উপশম করবে না । এবার মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে সিঙ্গুরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি ।