কলকাতা, 7 নভেম্বর: ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ দলের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে কার্যত মেনে নিলেন যে তৃণমূলে (Trinamool Congress) অনেকেই আর্থিক সুবিধা লাভের জন্য যুক্ত রয়েছেন ৷ সেই সব নেতা-কর্মীদের দমদমের সাংসদ এবার ঘাসফুল শিবির ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলেন ৷
তিনি বলেন, ‘‘বোধহয় এখন একটা সময় এসেছে যে আমরাও দলের মধ্যে ঝাড়াই বাছাই করি ৷ এবং এটাও বলার সময় এসেছে যে যাঁরা যেকোনও কারণেই দলে এসেছিলেন বা আছেন আর্থিক সুবিধার কারণে, তাঁদের বোধহয় দল থেকে সরে যাওয়ার সময় এসেছে ৷’’
বর্ষীয়ান এই সাংসদ মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করেন ৷ আর তা নিয়ে বিতর্কও হয় রাজ্য রাজনীতিতে ৷ স্বাভাবিকভাবে এবারও সৌগত রায়ের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে ৷ কেন তিনি এই কথা বললেন ? দলের কাদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিলেন ? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷
তবে সৌগত রায় অবশ্য এই মন্তব্য করার পাশাপাশি এই কথার ব্যাখ্যাও দেন ৷ তিনি বলেন, ‘‘তার কারণ, আমাদের অসংখ্য কর্মী, 95 শতাংশ কর্মী সৎভাবে কাজ করেন ৷ আমরা চাই না যে কিছু লোক তাদের ব্যক্তিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তিকে মলিন করে দেয় ৷ এটা আমাদের সিদ্ধান্ত ৷’’
-
North 24 Parganas, WB | It's time for those who joined or are in the party for financial benefits to leave the party. 95% of our team works honestly. We don't want some people to tarnish the image of the party for their personal gain. It's our decision: TMC MP Saugata Roy (05.11) pic.twitter.com/A59Wo6QnFN
— ANI (@ANI) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">North 24 Parganas, WB | It's time for those who joined or are in the party for financial benefits to leave the party. 95% of our team works honestly. We don't want some people to tarnish the image of the party for their personal gain. It's our decision: TMC MP Saugata Roy (05.11) pic.twitter.com/A59Wo6QnFN
— ANI (@ANI) November 7, 2022North 24 Parganas, WB | It's time for those who joined or are in the party for financial benefits to leave the party. 95% of our team works honestly. We don't want some people to tarnish the image of the party for their personal gain. It's our decision: TMC MP Saugata Roy (05.11) pic.twitter.com/A59Wo6QnFN
— ANI (@ANI) November 7, 2022
প্রসঙ্গত, গত কয়েকমাসে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দল ৷ সরকার ও তৃণমূলে মমতার পরই যিনি অন্যতম গুরুত্বপূর্ণ ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৷ তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি টাকা-সহ বহু নথি এবং কয়েক কোটি টাকার গয়না ও সামগ্রী ৷ নদীয়ার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যও গ্রেফতার হয়েছেন ৷ অন্যদিকে গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তৃণমূলের আরও অনেকে একাধিক দুর্নীতিতে জড়িত বলেও অভিযোগ উঠছে ৷ রাজনৈতিক মহলের মতে, সেই দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন সৌগত রায় ৷
সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ আগামী বছর গ্রাম বাংলার সেই ভোটের প্রস্তুতিও শুরু করেছে ঘাসফুল শিবির ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হতে পারে তৃণমূল ৷ সেকথা চিন্তা করেই সৌগত এই প্রসঙ্গ উত্থাপন করেছেন ৷ তাই আগামী ভোটে তৃণমূলের লড়াই নিজেদের সঙ্গে বলেও মন্তব্য করেছেন ৷ সৌগতর মন্তব্য, তৃণমূলকে আরও পরিশুদ্ধ, জনমুখী করার লক্ষ্যেই এবার লড়াই হবে ৷
একই সঙ্গে গত বছরের শেষ থেকে চলতি বছরের গোড়া পর্যন্ত পৌরভোটে অশান্তির অভিযোগ বারবার উঠেছে ৷ তাই এখন থেকেই বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনেও অশান্তির কথা বলছেন ৷ সৌগত রায়ের মুখে সেই প্রসঙ্গও এসেছে ৷
তিনি বলেছেন, ‘‘এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের সংকল্প, আমরা চাই যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হোক৷ সবাই ভোট দিক ৷ আমরা ভোটে জিতি ৷ অভিষেক (Abhishek Banerjee) এও ঘোষণা করেছেন পঞ্চায়েতের প্রার্থী উপর থেকেই ঠিক হবে ৷ তার কারণ, আমাদের দলের পক্ষ থেকে দু’ তিনটে সমীক্ষা হয়েছে ৷ সেই সমীক্ষায় কোথায়, কার কী অবস্থান, সেটা জানা গিয়েছে ৷ তার ভিত্তিতে দলের নেতৃত্ব ঠিক করবে ৷’’
আরও পড়ুন: পার্থর গ্রেফতারিতেই দলের সবথেকে বেশি ক্ষতি হয়েছে ! দাবি সৌগতর