ETV Bharat / state

Firhad Slams Dilip: সরকারি অনুদানকে ভিক্ষাবৃত্তি বলায় দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ - অমিত শাহ

দিলীপ ঘোষের (Dilip Ghosh) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি অনুদান নেওয়াকে ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন দিলীপ ৷ সেই কারণেই পালটা সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 24, 2022, 8:34 PM IST

দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ

কলকাতা, 24 ডিসেম্বর: রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) মতো সরকারি অনুদান নেওয়াকে এবার ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । সেই নিয়ে তিনি টুইট করেছেন । আর এমন ঘটনায় দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল (Trinamool Congress) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

দিলীপ ঘোষ একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘রাজ্যের মানুষের ভিক্ষাবৃত্তি করে অভ্যাস হয়ে গিয়েছে তাই সরকারি অনুদানের উপর নির্ভর করেন ।’’ দিলীপ ঘোষের এই টুইটের নিন্দা করেছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।

তিনি এদিন বলেছেন, ‘‘দিলীপদা কোন রাজ্যের মানুষ ? কোনটা ভিক্ষা, কোনটা নয়, মানুষ নিজের অধিকারটা চান । যেমন, কেন্দ্রীয় সরকার আমাদের অধিকার দিচ্ছে না । আমাদের কর নিয়ে যাচ্ছে । কিন্তু আমদের যা দেওয়ার কথা 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার (Awas Yojana) মতো টাকা দিচ্ছে না । আমরা কারও কাছে ভিক্ষা চাই না । আমরা বাংলার মানুষ, যাঁরা আমাদের থেকে দুর্বল, তাঁরা আমাদের ভাই । হাত ধরে তাঁদের আমরা তোলার চেষ্টা করি । এটাই সম্যবাদ । যেখানে যে পিছিয়ে থাকবে, তাদের আমরা এগিয়ে আনব ।’’

এরপরই কড়া ভাবে তিনি বলেন, ‘‘যারা বড়লোক তাদের টেনে গরিব করব না । যারা গরিব তাদের টেনে তুলি । দিলীপ ঘোষের অর্থনৈতিক বুদ্ধি, জ্ঞান নেই । বাংলার অর্থনীতি তাই দেশের শীর্ষ । টাকার রোটেশন দরকার । এটা অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বুঝবেন । দিলীপদা বুঝতে পারবেন না । আমি ওঁর শিক্ষাগত যোগ্যতা জানি না । টাকা রোটেশন যত হবে, অর্থনীতি ততই চাঙ্গা হবে ।’’

অন্যদিকে এদিন দুর্গাপুরে দিলীপ ঘোষ একটু দলীয় অনুষ্ঠানে দাবি করেন, ‘‘অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করলেই সব নাম বলে দেবে । তাদের গ্রেফতার করা হবে ।’’ এই মন্তব্যে পালটা ফিরহাদ বলেন, ‘‘দিলীপ ঘোষের নাম বললে কী হবে ? আসলে নাম বললেই সব হয় না । প্রমাণ লাগে । দিলীপদার এত মাথাব্যাথা কেন ? দিল্লি নিয়ে যাবে কি যাবে না ! আইনি লড়াই সবাই লড়বে নিজের জন্য ।’’ গুজরাত দাঙ্গায় অমিত শাহের (Amit Shah) জেলে থাকার প্রসঙ্গও তিনি টানেন ৷ বলেন, ‘‘সেখানে উনি আইনি লড়াই করে বেরিয়ে এসেছেন । আইনি লড়াইয়ের অধিকার সংবিধান দিয়েছে ।’’

আরও পড়ুন: কলকাতায় এখন করোনা নেই, তাই আপাতত কোনও বিধিনিষেধ নয়: ফিরহাদ

দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ

কলকাতা, 24 ডিসেম্বর: রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) মতো সরকারি অনুদান নেওয়াকে এবার ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । সেই নিয়ে তিনি টুইট করেছেন । আর এমন ঘটনায় দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল (Trinamool Congress) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

দিলীপ ঘোষ একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘রাজ্যের মানুষের ভিক্ষাবৃত্তি করে অভ্যাস হয়ে গিয়েছে তাই সরকারি অনুদানের উপর নির্ভর করেন ।’’ দিলীপ ঘোষের এই টুইটের নিন্দা করেছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।

তিনি এদিন বলেছেন, ‘‘দিলীপদা কোন রাজ্যের মানুষ ? কোনটা ভিক্ষা, কোনটা নয়, মানুষ নিজের অধিকারটা চান । যেমন, কেন্দ্রীয় সরকার আমাদের অধিকার দিচ্ছে না । আমাদের কর নিয়ে যাচ্ছে । কিন্তু আমদের যা দেওয়ার কথা 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার (Awas Yojana) মতো টাকা দিচ্ছে না । আমরা কারও কাছে ভিক্ষা চাই না । আমরা বাংলার মানুষ, যাঁরা আমাদের থেকে দুর্বল, তাঁরা আমাদের ভাই । হাত ধরে তাঁদের আমরা তোলার চেষ্টা করি । এটাই সম্যবাদ । যেখানে যে পিছিয়ে থাকবে, তাদের আমরা এগিয়ে আনব ।’’

এরপরই কড়া ভাবে তিনি বলেন, ‘‘যারা বড়লোক তাদের টেনে গরিব করব না । যারা গরিব তাদের টেনে তুলি । দিলীপ ঘোষের অর্থনৈতিক বুদ্ধি, জ্ঞান নেই । বাংলার অর্থনীতি তাই দেশের শীর্ষ । টাকার রোটেশন দরকার । এটা অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বুঝবেন । দিলীপদা বুঝতে পারবেন না । আমি ওঁর শিক্ষাগত যোগ্যতা জানি না । টাকা রোটেশন যত হবে, অর্থনীতি ততই চাঙ্গা হবে ।’’

অন্যদিকে এদিন দুর্গাপুরে দিলীপ ঘোষ একটু দলীয় অনুষ্ঠানে দাবি করেন, ‘‘অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করলেই সব নাম বলে দেবে । তাদের গ্রেফতার করা হবে ।’’ এই মন্তব্যে পালটা ফিরহাদ বলেন, ‘‘দিলীপ ঘোষের নাম বললে কী হবে ? আসলে নাম বললেই সব হয় না । প্রমাণ লাগে । দিলীপদার এত মাথাব্যাথা কেন ? দিল্লি নিয়ে যাবে কি যাবে না ! আইনি লড়াই সবাই লড়বে নিজের জন্য ।’’ গুজরাত দাঙ্গায় অমিত শাহের (Amit Shah) জেলে থাকার প্রসঙ্গও তিনি টানেন ৷ বলেন, ‘‘সেখানে উনি আইনি লড়াই করে বেরিয়ে এসেছেন । আইনি লড়াইয়ের অধিকার সংবিধান দিয়েছে ।’’

আরও পড়ুন: কলকাতায় এখন করোনা নেই, তাই আপাতত কোনও বিধিনিষেধ নয়: ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.