ETV Bharat / state

Trinamool Congress: সরকারি প্রকল্পের নজরদারিতে বাড়ি বাড়ি পৌঁছাতে তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ - দিদির সুরক্ষা কবচ

2023-এর দ্বিতীয় দিন নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানেই নতুন এক কর্মসূচি চালু করতে চলেছে শাসক দল ৷ নাম দিদির সুরক্ষা কবচ ৷

Trinamool Congress
তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Jan 2, 2023, 1:05 PM IST

Updated : Jan 2, 2023, 3:10 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে নতুন একটি কর্মসূচি ঘোষণা করা হল ৷ নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ ৷ সোমবার নজরুল মঞ্চে শাসক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হল ৷ নতুন এই প্রকল্পের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ আর প্রকল্পের সূচনা হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাত ধরে ৷

এদিন মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্য সভাপতি সুব্রত বকসির উপস্থিতিতে এই কর্মসূচির ঘোষণা করেন অভিষেক ৷ পরে দলের কর্মীদের কাছেও এই নিয়ে বিস্তারিত ব্য়াখ্যা করেন তিনি ৷

ডায়মন্ড হারবারের সাংসদ জানান, 11 জানুয়ারি থেকে এই প্রকল্প শুরু হবে ৷ চলবে টানা 60 দিন ধরে ৷ তৃণমূলের সাড়ে তিন লক্ষ নেতা রাজ্যের 10 কোটি মানুষের কাছে পৌঁছাবেন ৷ তৃণমূলের রাজ্যস্তরের নেতারা যাবেন ৷ তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ৷ কার কী সমস্যা রয়েছে শুনবেন ৷ নেতারা বিভিন্ন জায়গায় রাত্রিবাসও করবেন ৷

তিনি আরও জানান, একই সঙ্গে দিদির দূত নামে একটি অ্যাপও তৈরি করবে তৃণমূল কংগ্রেস ৷ যেখানে সরকারের 15টি প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে ৷ সেখানে বিভিন্ন প্রকল্প সম্পর্কে সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ ৷

এছাড়া সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবেন দলের নেতারা ৷ যাঁরা হবেন দিদির দূত ৷ অভিষেক জানিয়েছেন, সাধারণ মানুষকে বোঝাতে হবে যে কে কোন প্রকল্পের সুবিধা পাবেন ৷ কে কোন প্রকল্পের জন্য যোগ্য নন ৷ কোনও সমস্যা থাকলে শুনবেন ৷ দিদির দূতের মাধ্যমে কীভাবে সমস্যার কথা তৃণমূল নেত্রীর কাছে পৌঁছে দিতে হবে, তাও ওই দূতের শেখাবেন ৷

কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই কর্মসূচির আওতায় সকলকে নিয়ে আসতে হবে ৷ কোনও রাজনৈতিক রং দেখা যাতে না হয়, সেই বিষয়েও কড়াবার্তা দিয়েছেন অভিষেক ৷

অন্যদিকে পরে কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই নিয়ে কথা বলেন ৷ বিশেষ করে মধ্যাহ্নভোজ নিয়ে সতর্ক করেন নেতা-কর্মীদের৷ সেখানে এলাহি আয়োজন যাতে না হয়, সেই বিষয়েও খেয়াল রাখতে বলেন তৃণমূল নেত্রী ৷ পাশাপাশি বলেন, ‘‘আমিও চেষ্টা করব এই কর্মসূচিতে সামিল হওয়ার ৷’’

আরও পড়ুন: বিরোধীরা প্রতিহিংসার রাজনীতি করে, ভূ-ভারতে এমন নজির নেই, অভিযোগ মমতার

কলকাতা, 2 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে নতুন একটি কর্মসূচি ঘোষণা করা হল ৷ নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ ৷ সোমবার নজরুল মঞ্চে শাসক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হল ৷ নতুন এই প্রকল্পের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ আর প্রকল্পের সূচনা হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাত ধরে ৷

এদিন মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্য সভাপতি সুব্রত বকসির উপস্থিতিতে এই কর্মসূচির ঘোষণা করেন অভিষেক ৷ পরে দলের কর্মীদের কাছেও এই নিয়ে বিস্তারিত ব্য়াখ্যা করেন তিনি ৷

ডায়মন্ড হারবারের সাংসদ জানান, 11 জানুয়ারি থেকে এই প্রকল্প শুরু হবে ৷ চলবে টানা 60 দিন ধরে ৷ তৃণমূলের সাড়ে তিন লক্ষ নেতা রাজ্যের 10 কোটি মানুষের কাছে পৌঁছাবেন ৷ তৃণমূলের রাজ্যস্তরের নেতারা যাবেন ৷ তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ৷ কার কী সমস্যা রয়েছে শুনবেন ৷ নেতারা বিভিন্ন জায়গায় রাত্রিবাসও করবেন ৷

তিনি আরও জানান, একই সঙ্গে দিদির দূত নামে একটি অ্যাপও তৈরি করবে তৃণমূল কংগ্রেস ৷ যেখানে সরকারের 15টি প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে ৷ সেখানে বিভিন্ন প্রকল্প সম্পর্কে সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ ৷

এছাড়া সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবেন দলের নেতারা ৷ যাঁরা হবেন দিদির দূত ৷ অভিষেক জানিয়েছেন, সাধারণ মানুষকে বোঝাতে হবে যে কে কোন প্রকল্পের সুবিধা পাবেন ৷ কে কোন প্রকল্পের জন্য যোগ্য নন ৷ কোনও সমস্যা থাকলে শুনবেন ৷ দিদির দূতের মাধ্যমে কীভাবে সমস্যার কথা তৃণমূল নেত্রীর কাছে পৌঁছে দিতে হবে, তাও ওই দূতের শেখাবেন ৷

কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই কর্মসূচির আওতায় সকলকে নিয়ে আসতে হবে ৷ কোনও রাজনৈতিক রং দেখা যাতে না হয়, সেই বিষয়েও কড়াবার্তা দিয়েছেন অভিষেক ৷

অন্যদিকে পরে কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই নিয়ে কথা বলেন ৷ বিশেষ করে মধ্যাহ্নভোজ নিয়ে সতর্ক করেন নেতা-কর্মীদের৷ সেখানে এলাহি আয়োজন যাতে না হয়, সেই বিষয়েও খেয়াল রাখতে বলেন তৃণমূল নেত্রী ৷ পাশাপাশি বলেন, ‘‘আমিও চেষ্টা করব এই কর্মসূচিতে সামিল হওয়ার ৷’’

আরও পড়ুন: বিরোধীরা প্রতিহিংসার রাজনীতি করে, ভূ-ভারতে এমন নজির নেই, অভিযোগ মমতার

Last Updated : Jan 2, 2023, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.