কলকাতা, 28 নভেম্বর: 100 দিনের প্রকল্পে বকেয়ার দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে । মঙ্গলবার একই দাবিতে বিধানসভা চত্বরে ধরনা দিল বাংলার শাসক দল ৷
এ দিন বিকেল 3টেয় বিধানসভার অধিবেশনের শেষে আম্বেদকর মূর্তির পাদদেশে এই ধরনা ও অবস্থানে বসেন তৃণমূল কংগ্রেস বিধায়কেরা । এ দিন এই কর্মসূচি চলাকালীন একদিকে বিধায়করা যেমন বিধানসভা চত্বরের ভিতরে স্লোগান দেন, একইভাবে বাইরেও তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ এসে জড়ো হয়ে স্লোগান দেন । এক ঘণ্টার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির তৃণমূল নেতারা ।
উল্লেখ্য, গত 23 নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন বসে ৷ সেই অধিবেশন থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনা কর্মসূচি করার নির্দেশ দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন যে 28, 29 ও 30 নভেম্বর, তিনদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা ধরনা দেবেন । সেই মতোই এ দিনের কর্মসূচি হয় ৷
ফিরহাদ হাকিমের বক্তব্য, বারবার তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছেছেন । বারবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার জন্য আবেদন করেছেন । বিশেষ করে আবাস যোজনা, সড়ক বা 100 দিনের কাজ যাঁরা করেছেন, তাঁদের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ । কেন্দ্রীয় সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে বারবার এই সংক্রান্ত তথ্য পাঠানো হলেও এখনও পর্যন্ত টাকা পাওয়া যায়নি । এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ।
এ দিন রাজ্যের শাসক দলের তরফ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামিকাল বুধবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় বক্তব্য রাখবেন, ঠিক তখনই একই ভাবে ধরনা অবস্থান চালাবে তৃণমূল । আগামিকাল তৃণমূল বিধায়করা এই ধরনা বা অবস্থানে কালো কাপড় নিয়ে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: