ETV Bharat / state

Behala Road Problem: খাস কলকাতায় এখনও কাঁচা রাস্তা, পৌরনিগমের অধিবেশনে সরব তৃণমূল কাউন্সিলর - পৌরনিগমের অধিবেশনে সরব তৃণমূল কাউন্সিলর

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 132 নম্বর ওয়ার্ডে একটি রাস্তার একাংশ এখনও কাঁচা বলে অভিযোগ ৷ ওই রাস্তাটি বেহালা এলাকায় ৷ এই নিয়ে পৌরনিগমের অধিবেশনে সরব হলেন স্থানীয় কাউন্সিলর তৃণমূলের (Trinamool Congress) সঞ্চিতা মিত্র ৷

tmc-councilor-creates-commotion-kmc-session-on-poor-road-quality
Behala Road Problem: খাস কলকাতায় এখনও কাঁচা রাস্তা, পৌরনিগমের অধিবেশনে সরব তৃণমূল কাউন্সিলর
author img

By

Published : Dec 6, 2022, 8:14 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: জেলার কোনও প্রত্যন্ত গ্রাম নয় ৷ খাস কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এলাকার মধ্যেই হদিশ মিলল কাঁচা রাস্তা । বেহালার 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোডের একাংশ এখনও কাঁচা । রাস্তা কংক্রিট বা পিচ করতে বারবার পৌরনিগমের রাস্তা বিভাগে আবেদন করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর সঞ্চিতা মিত্র । অভিযোগ, তাঁর কথা কানেই ওঠেনি কারও । শেষে অধিবেশনে তিনি বিষয়টি তোলেন । বিরোধী নয়, খোদ নিজের দলের কাউন্সিলরের এমন অভিযোগ শুনে খানিক ক্ষুব্ধ হয়েছেন বেহালারই অপর এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা রাস্তা বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্য়ায় ।

সাগর মান্না রোডের একাংশ কাঁচা । উচুঁ নিচু রাস্তা । ধারে পুকুর । ফলে গাড়ি নিয়ে ওই রাস্তা নিয়ে কেউ যেতে পারেন না বিপদের আশঙ্কা করে । বর্ষার দিনে দুর্ভোগের শেষ থাকে না বাসিন্দাদের । ক্ষোভের কথা কাউন্সিলরকে বারবার জানিয়েছেন তাঁরা । স্থানীয়দের দাবি, সাধারণ লোকজন যেতে আসতেই সমস্যার মুখে পড়েন । রাস্তার যা অবস্থা তাতে বয়স্কদের নাভিশ্বাস ওঠে । কেউ অসুস্থ হয়ে পড়লে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার খেতে খুবই সমস্যা ৷ কারণ, অ্যাম্বুলেন্স ঢোকার পরিস্থিতি নেই । বহুবার বাইক, সাইকেল এসব দুর্ঘটনার মুখে পড়েছে । রাস্তা কাঁচা থাকায় পর্যাপ্ত আলো লাগানো নেই । ফলে সন্ধ্যা ঘনালে রাস্তা দুর্ঘটনার ফাঁদ পরিণত হয় ।

tmc-councilor-creates-commotion-kmc-session-on-poor-road-quality
বেহালার 132 নম্বর ওয়ার্ডের কাঁচা রাস্তা

এই রাস্তার এক ধারে 132 নম্বর ওয়ার্ড। অন্যদিকে 80 নম্বর ওয়ার্ড । খানিকটা 130 নম্বর ওয়ার্ডও পড়ছে । এই রাস্তা প্রসঙ্গে 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র বলেন, ‘‘বড় অফিস থেকেই দীর্ঘদিন এই ফাইল ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে । তাই বাধ্য হয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করতেই অধিবেশনে প্রস্তাব তুলেছিলাম । মাসের পর মাস কেটেছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি ।’’

তাই অধিবেশনে বিষয়টি তোলেন তিনি । আর তাতেই ক্ষুব্ধ মেয়র পারিষদ রাস্তা অভিজিৎ মুখোপাধ্যায় । পরে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ মেয়র আশ্বাস দিয়ে বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ।
মেয়রের আশ্বাস পেলেও আবাসন লাগোয়া এই রাস্তা এখনও কাঁচা । আবাসন করার অনুমতি কলকাতা কর্পোরেশন দিয়েছিল । তাহলে কেন আশপাশের রাস্তাঘাট উন্নয়ন করবে না কর্পোরেশন প্রশ্ন তুলছেন । বাসিন্দাদের একাংশ ।

আরও পড়ুন: দুয়ারে সরকারে ব্যস্ত প্রায় 600 শিক্ষক, পৌরস্কুলে লাটে শিক্ষা !

কলকাতা, 6 ডিসেম্বর: জেলার কোনও প্রত্যন্ত গ্রাম নয় ৷ খাস কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এলাকার মধ্যেই হদিশ মিলল কাঁচা রাস্তা । বেহালার 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোডের একাংশ এখনও কাঁচা । রাস্তা কংক্রিট বা পিচ করতে বারবার পৌরনিগমের রাস্তা বিভাগে আবেদন করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর সঞ্চিতা মিত্র । অভিযোগ, তাঁর কথা কানেই ওঠেনি কারও । শেষে অধিবেশনে তিনি বিষয়টি তোলেন । বিরোধী নয়, খোদ নিজের দলের কাউন্সিলরের এমন অভিযোগ শুনে খানিক ক্ষুব্ধ হয়েছেন বেহালারই অপর এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা রাস্তা বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্য়ায় ।

সাগর মান্না রোডের একাংশ কাঁচা । উচুঁ নিচু রাস্তা । ধারে পুকুর । ফলে গাড়ি নিয়ে ওই রাস্তা নিয়ে কেউ যেতে পারেন না বিপদের আশঙ্কা করে । বর্ষার দিনে দুর্ভোগের শেষ থাকে না বাসিন্দাদের । ক্ষোভের কথা কাউন্সিলরকে বারবার জানিয়েছেন তাঁরা । স্থানীয়দের দাবি, সাধারণ লোকজন যেতে আসতেই সমস্যার মুখে পড়েন । রাস্তার যা অবস্থা তাতে বয়স্কদের নাভিশ্বাস ওঠে । কেউ অসুস্থ হয়ে পড়লে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার খেতে খুবই সমস্যা ৷ কারণ, অ্যাম্বুলেন্স ঢোকার পরিস্থিতি নেই । বহুবার বাইক, সাইকেল এসব দুর্ঘটনার মুখে পড়েছে । রাস্তা কাঁচা থাকায় পর্যাপ্ত আলো লাগানো নেই । ফলে সন্ধ্যা ঘনালে রাস্তা দুর্ঘটনার ফাঁদ পরিণত হয় ।

tmc-councilor-creates-commotion-kmc-session-on-poor-road-quality
বেহালার 132 নম্বর ওয়ার্ডের কাঁচা রাস্তা

এই রাস্তার এক ধারে 132 নম্বর ওয়ার্ড। অন্যদিকে 80 নম্বর ওয়ার্ড । খানিকটা 130 নম্বর ওয়ার্ডও পড়ছে । এই রাস্তা প্রসঙ্গে 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র বলেন, ‘‘বড় অফিস থেকেই দীর্ঘদিন এই ফাইল ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে । তাই বাধ্য হয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করতেই অধিবেশনে প্রস্তাব তুলেছিলাম । মাসের পর মাস কেটেছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি ।’’

তাই অধিবেশনে বিষয়টি তোলেন তিনি । আর তাতেই ক্ষুব্ধ মেয়র পারিষদ রাস্তা অভিজিৎ মুখোপাধ্যায় । পরে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ মেয়র আশ্বাস দিয়ে বলেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ।
মেয়রের আশ্বাস পেলেও আবাসন লাগোয়া এই রাস্তা এখনও কাঁচা । আবাসন করার অনুমতি কলকাতা কর্পোরেশন দিয়েছিল । তাহলে কেন আশপাশের রাস্তাঘাট উন্নয়ন করবে না কর্পোরেশন প্রশ্ন তুলছেন । বাসিন্দাদের একাংশ ।

আরও পড়ুন: দুয়ারে সরকারে ব্যস্ত প্রায় 600 শিক্ষক, পৌরস্কুলে লাটে শিক্ষা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.