কলকাতা, 1 মে : আলাদা করে কোনও অনুষ্ঠান বা পতাকা তোলা নয়, দিনভর শ্রমিকদের পাশে থেকে শ্রমিক দিবস পালন করল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC । দোলা সেন বলেন, "সাধারণ শ্রমিক পরিবারের হাতে আজকের দিনে তুলে দেওয়া হচ্ছে চাল-সহ অন্যান্য খাদ্যসামগ্রী ।"
লকডাউনের জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ । তাঁদের অনেককেই নির্ভর করতে হচ্ছে সরকারি বা অন্য কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণের উপর । তাই বর্তমান পরিস্থিতিতে আজ অন্যরকমভাবে শ্রমিক দিবস পালন করার উদ্যোগ নিল তৃণমূলের শ্রমিক সংগঠন । আজকের দিনে যাতে কোনও শ্রমিক অনাহারে না থাকে, তা নিশ্চিত করতে পথে নামলেন INTTUC-র কর্মীরা । চাল-সহ অন্যান্য খাদ্যসামগ্রী শ্রমিকদের কাছে পৌঁছে দেন তাঁরা ।
দোলা সেন বলেন, "বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেককেই ঘরে থাকতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নির্দেশকে মান্যতা দিয়ে শ্রমিক সমাজের পাশে থেকে তাঁদের সাহায্য করেই শ্রমিক দিবস পালন করছি । শ্রমিকদের পরিবারের মুখে হাসি ফুটলেই আসল শ্রমিক দিবস পালন হবে ।"