কলকাতা, 14 অগস্ট: আলিপুর বোমা মামলায় ব্রিটিশ পুলিশ মুরারিপুকুরের বাড়ি থেকে বিপ্লবী উল্লাসকর দত্ত, বারিন ঘোষ-সহ 21 জনকে গ্রেফতার করেছিল 75 years of Independence by Imprinted Name Plate। স্বাধীনতা সংগ্রামীদের যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল সেই বাড়ির অস্তিত্ব আজ আর নেই । তবে স্বাধীনতার 75 বছরে স্বাধীনতা সংগ্রামীদের গৌরবময় ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নিলেন স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী । তৈরি করলেন বিপ্লবীদের নামে স্মৃতি ফলক ।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই আলিপুর বোমা মামলা । মুজফ্ফরপুরে বোমা মেরে তিনজনকে হত্যা করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু । তারপরেই এই মামলা । 32 নম্বর মুরারিপুকুর বাগান বাড়ি থেকে বোমার কারখানার খোঁজ পান ব্রিটিশ পুলিশ । 21 মে 1908 সালে এই মামলা শুরু হয় । 1909 সালের মে মাসে রায় ঘোষণায় উল্লাসকর দত্ত, বারীন ঘোষকে মৃত্যুদণ্ডর নির্দেশ দেওয় হয়েছিল । পরে আবেদনের ভিত্তিতে যাবজ্জীবন দ্বীপান্তরের নির্দেশ দেওয়া হয় ।
আরও পড়ুন: আজাদি কা অমৃত মহোৎসবে তেরঙায় সাজল দেশের এই দুই জলাধার
অন্যদিকে, অরবিন্দ ঘোষ ছাড়া পান । বাকি বেশ কিছু বিপ্লবীর যাবজ্জীবন ও কিছুজনের কয়েক বছরের দ্বীপান্তরের নির্দেশ দেওয়া হয় । এখন সেই বিপ্লবীদের আঁতুরঘর মুরারিপুকুরে সেইসব গৌরবময় ইতিহাসের ছিটে ফোঁটা টুকুর অস্তিত্ব নেই । তবে বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী অভনব উদ্যোগ নিয়েছেন । এলাকার রাস্তার নাম বিপ্লবী বারীন ঘোষ, প্রফুল্ল চকির নামে রাখা হয়েছে । এমনকী অরবিন্দের ঘোষের নামে হয়েছে শিশু উদ্যান । বসেছে মূর্তি । আর সেখানেই বসেছে মুরারিপুকুর বাগান বাড়ি থেকে ধরাপড়া বিপ্লবীদের নামের ফলক । বোমার মাঠ ঘিরে শিশু উদ্যান করা হয়েছে । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সেই সমস্ত বিপ্লবীদের পরিবার-পরিজনদের দিয়েই এই ফলকের উদ্বোধন করানো হয়েছে সম্প্রতি ।