ETV Bharat / state

Cyclone Sitrang: সিত্রাং মোকাবিলায় একাধিক প্রস্তুতি পরিবহণ দফতরের, খোলা হয়েছে কন্ট্রোল রুম - সিত্রাং মোকাবিলায় একাধিক প্রস্তুতি পরিবহণ দফতরের

ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) নিয়ে তৎপর রাজ্য সরকার ৷ ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরে ৷ দমকল ও কলকাতা পৌরনিগমের তরফেও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ এবার পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম (Control Room) খুলল পরিবহণ দফতরও (Transport Department) ৷

Transport department takes measures to combat cyclone Sitrang
Transport department takes measures to combat cyclone Sitrang
author img

By

Published : Oct 24, 2022, 2:15 PM IST

কলকাতা, 24 অক্টোবর: এবার ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) নিয়ে একাধিক নির্দেশিকা জারি করল পরিবহণ বিভাগ । প্রশাসনিক ব্যবস্থাপনার পাশাপাশি এই ঘূর্ণিঝড়ে সবরকমভাবে মানুষের পাশে থাকতে প্রস্তুত পরিবহণ দফতরও (Transport Department) । এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী (Minister) স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) ।

পরিবহনমন্ত্রী বলেন, "আলিপুর আবহাওয়া দফতর থেকে প্রতি মুহূর্তের আপডেট পাচ্ছি । পরিবহণ দফতর সতর্ক রয়েছে ও সব রকমের ব্যবস্থা নিচ্ছে । পরিবহণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । সবাই প্রস্তুত থাকবে ।" এছাড়াও যেকোনওরকম আপদকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য পরিবহণ দফতরের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে । সেখানে পরিস্থিতি 24 ঘণ্টা মনিটরিং করা হবে ৷ কোন সমস্যা হলে দ্রুত তার সমাধান করা হবে বলে জানা গিয়েছে । মিলেনিয়াম পার্ক ও কোচবিহার দুটি কন্ট্রোল করা হচ্ছে । কসবা পরিবহণের কন্ট্রোল রুমের ফোন নম্বর-033-24420278 ৷

ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে নদীতে ভেসেল, স্টিমার এবং নৌকার যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সুন্দরবন ও সাগর এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে । বাংলাদেশে আছড়ে পড়লেও ঝড়ে দুই 24 পরগনা ও উপকূলবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভাবনা রয়েছে । ছোট ভেসেলগুলিকে পাড় থেকে সরিয়ে নেওয়া হবে । বারে বারে মাইকিং করে উপকূল এলাকায় মানুষজনকে সতর্ক করা হচ্ছে । গঙ্গাবক্ষে লঞ্চের যাতায়াত বন্ধ রাখা হয়েছে ।

বাড়িতে কালীপুজো থাকলেও রাজ্যের আবহাওয়া পরিস্থিতির ওপর নজরদারি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ ফোন করে নবান্নে আমলাদের থেকে খোঁজ খবর নিচ্ছেন তিনি ৷ প্রয়োজন হলে সেইমতো নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: কালীপুজোর রাতে বাড়ি থেকেই বিপর্যয়ের নজরদারিতে মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং-এর সরাসরি আঁচ পড়বে না বাংলায় ৷ হাওয়া অফিস কিছুটা স্বস্তির কথা জানালেও দুর্যোগের মেঘ এখনই কাটছে না ৷ সকাল থেকেই কলকাতা পার্শবর্তী এলাকায় মেঘলা আকাশ ৷ বৃষ্টির দেখা মিলছে হালকা থেকে মাঝারি ৷ কমবেশি তিনদিন ধরে এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ৷ মানে সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে দীপাবলি ও কালীপুজোয় মনমরা হয়ে বাড়ি বসে থাকতে হতে পারে বঙ্গবাসীকে ৷

কলকাতা, 24 অক্টোবর: এবার ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) নিয়ে একাধিক নির্দেশিকা জারি করল পরিবহণ বিভাগ । প্রশাসনিক ব্যবস্থাপনার পাশাপাশি এই ঘূর্ণিঝড়ে সবরকমভাবে মানুষের পাশে থাকতে প্রস্তুত পরিবহণ দফতরও (Transport Department) । এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী (Minister) স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) ।

পরিবহনমন্ত্রী বলেন, "আলিপুর আবহাওয়া দফতর থেকে প্রতি মুহূর্তের আপডেট পাচ্ছি । পরিবহণ দফতর সতর্ক রয়েছে ও সব রকমের ব্যবস্থা নিচ্ছে । পরিবহণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । সবাই প্রস্তুত থাকবে ।" এছাড়াও যেকোনওরকম আপদকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য পরিবহণ দফতরের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে । সেখানে পরিস্থিতি 24 ঘণ্টা মনিটরিং করা হবে ৷ কোন সমস্যা হলে দ্রুত তার সমাধান করা হবে বলে জানা গিয়েছে । মিলেনিয়াম পার্ক ও কোচবিহার দুটি কন্ট্রোল করা হচ্ছে । কসবা পরিবহণের কন্ট্রোল রুমের ফোন নম্বর-033-24420278 ৷

ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে নদীতে ভেসেল, স্টিমার এবং নৌকার যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সুন্দরবন ও সাগর এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে । বাংলাদেশে আছড়ে পড়লেও ঝড়ে দুই 24 পরগনা ও উপকূলবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভাবনা রয়েছে । ছোট ভেসেলগুলিকে পাড় থেকে সরিয়ে নেওয়া হবে । বারে বারে মাইকিং করে উপকূল এলাকায় মানুষজনকে সতর্ক করা হচ্ছে । গঙ্গাবক্ষে লঞ্চের যাতায়াত বন্ধ রাখা হয়েছে ।

বাড়িতে কালীপুজো থাকলেও রাজ্যের আবহাওয়া পরিস্থিতির ওপর নজরদারি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ ফোন করে নবান্নে আমলাদের থেকে খোঁজ খবর নিচ্ছেন তিনি ৷ প্রয়োজন হলে সেইমতো নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: কালীপুজোর রাতে বাড়ি থেকেই বিপর্যয়ের নজরদারিতে মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং-এর সরাসরি আঁচ পড়বে না বাংলায় ৷ হাওয়া অফিস কিছুটা স্বস্তির কথা জানালেও দুর্যোগের মেঘ এখনই কাটছে না ৷ সকাল থেকেই কলকাতা পার্শবর্তী এলাকায় মেঘলা আকাশ ৷ বৃষ্টির দেখা মিলছে হালকা থেকে মাঝারি ৷ কমবেশি তিনদিন ধরে এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ৷ মানে সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে দীপাবলি ও কালীপুজোয় মনমরা হয়ে বাড়ি বসে থাকতে হতে পারে বঙ্গবাসীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.