ETV Bharat / state

TET Exam: টেট পরীক্ষার দিন পরিবহন সচল রাখতে দফতরের একাধিক পদক্ষেপ

আগামী 11 ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষার (TET Exam) জন্য বাড়ানো হয়েছে মেট্রো, বাস পরিষেবা। টেট পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না-হয় তাই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পরিবহণ দফতরের পক্ষ থেকে ৷ খোদ পরিবহণমন্ত্রী শুক্রবার স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (STU)-গুলিকে সমস্ত বাস রাস্তায় নামাতে নির্দেশ দিয়েছেন।

author img

By

Published : Dec 9, 2022, 11:08 PM IST

TET Exam
টেট পরীক্ষার দিন পরিবহন সচল রাখতে দফতরের একাধিক পদক্ষেপ

কলকাতা, 9 ডিসেম্বর: আগামী 11 ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষায় প্রায় 7 লক্ষ পরীক্ষার্থীরা বসতে চলেছেন। প্রায় 1 হাজার 400 টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা ৷ তাই ওই দিন যাতে রাস্তা যানবাহনের অভাব না-থাকে তাই পরিবহণ ব্যবস্থাকে সুষ্ঠু রাখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য পরিবহন দফতর। জানালেন পরিবহণমন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "11 ডিসেম্বর যেহেতু রবিবার, ছুটির দিন তাই বিশেষভাবে আমার পরিবহণের সঙ্গে যুক্ত সবাইকে অনুরোধ যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত যানবাহন রাস্তায় থাকে। স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (STU)-গুলিকে সমস্ত বাস রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই দিন যেন তাঁরা তাঁদের সমস্ত বাস রাস্তায় নামান।"

পাশাপাশি তিনি আরও বলেন, "আমি বেসরকারি বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছি রবিবার ছুটির দিন হলেও যেন ওই দিন বাসের সমস্ত কর্মচারীরা কাজে যোগ দেন। এছাড়াও জলপথ পরিবহনকেও ওই দিন চালু রাখা হবে।" বর্তমানে প্রায় 2 হাজারের ওপরে সরকারি বাস চলাচল করে। প্রতিদিন এতগুলি বাস রাস্তায় পাওয়া যাবে। সারা বাংলা মিলিয়ে প্রায় 36 হাজারের কাছাকাছি বেসরকারি বাস রয়েছে ওই দিন সেগুলিকেও চালাতে বলার অনুরোধ করা হয়েছে (Transport Department Takes Initiative for TET Exam)।"

আরও পড়ুন: টেট পরীক্ষার্থীদের জন্য মেট্রোর বাড়তি পরিষেবা

পরীক্ষার দিন যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যায় পড়তে না-হয় তাই কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বরও যোগাযোগের জন্য দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে তাঁদের নামও ৷ দুর্গাপুর হেডকোয়ার্টার: উজ্জ্বল সামন্ত- 7363920070, বাপ্পাদিত্য মণ্ডল- 9434673842, শুভেন্দু দাস- 7699998910 ৷ বেলঘড়িয়া ডিভিশনাল অফিস: সুব্রত মজুমদার- 9875374227, গোবিন্দ দাস- 9836595910, আকাশ দত্ত- 8777047147 ৷

কলকাতা, 9 ডিসেম্বর: আগামী 11 ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষায় প্রায় 7 লক্ষ পরীক্ষার্থীরা বসতে চলেছেন। প্রায় 1 হাজার 400 টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা ৷ তাই ওই দিন যাতে রাস্তা যানবাহনের অভাব না-থাকে তাই পরিবহণ ব্যবস্থাকে সুষ্ঠু রাখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য পরিবহন দফতর। জানালেন পরিবহণমন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "11 ডিসেম্বর যেহেতু রবিবার, ছুটির দিন তাই বিশেষভাবে আমার পরিবহণের সঙ্গে যুক্ত সবাইকে অনুরোধ যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত যানবাহন রাস্তায় থাকে। স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (STU)-গুলিকে সমস্ত বাস রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই দিন যেন তাঁরা তাঁদের সমস্ত বাস রাস্তায় নামান।"

পাশাপাশি তিনি আরও বলেন, "আমি বেসরকারি বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছি রবিবার ছুটির দিন হলেও যেন ওই দিন বাসের সমস্ত কর্মচারীরা কাজে যোগ দেন। এছাড়াও জলপথ পরিবহনকেও ওই দিন চালু রাখা হবে।" বর্তমানে প্রায় 2 হাজারের ওপরে সরকারি বাস চলাচল করে। প্রতিদিন এতগুলি বাস রাস্তায় পাওয়া যাবে। সারা বাংলা মিলিয়ে প্রায় 36 হাজারের কাছাকাছি বেসরকারি বাস রয়েছে ওই দিন সেগুলিকেও চালাতে বলার অনুরোধ করা হয়েছে (Transport Department Takes Initiative for TET Exam)।"

আরও পড়ুন: টেট পরীক্ষার্থীদের জন্য মেট্রোর বাড়তি পরিষেবা

পরীক্ষার দিন যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যায় পড়তে না-হয় তাই কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বরও যোগাযোগের জন্য দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে তাঁদের নামও ৷ দুর্গাপুর হেডকোয়ার্টার: উজ্জ্বল সামন্ত- 7363920070, বাপ্পাদিত্য মণ্ডল- 9434673842, শুভেন্দু দাস- 7699998910 ৷ বেলঘড়িয়া ডিভিশনাল অফিস: সুব্রত মজুমদার- 9875374227, গোবিন্দ দাস- 9836595910, আকাশ দত্ত- 8777047147 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.